ভাষাকে সম্মান করুন - Show respect for language

in Incredible India5 months ago
1000019370.png

আজকে আমার লেখার শীর্ষক দেখে অনেকেই হয়তো কিছুটা কৌতূহলী হবেন, আবার বেশ কিছু পাঠক পাঠিকা হবেন অবাক!

ভাষাকে সম্মান কিভাবে করবো?

ভাষার তো মানুষের মতো পা নেই যে প্রণাম করে সম্মান জ্ঞাপন করবো!
আর না আছে মাথা, গলা আর বুক যে জড়িয়ে ধরে ভালোবাসা জানাবো!

তাহলে ভাষাকে সম্মানের পন্থা হিসেবে কোন বিষয়গুলো বেছে নেবো?

আজকের লেখায় সেই বিষয়গুলো তুলে ধরতে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেহেতু লেখাটা নিজের মাতৃ ভাষায় লিখছি তাই বেশকিছু অংশ আমি ইংরিজিতে তর্জমা করে দেবো কারণ কোথাও না কোথাও এটা বোধহয় সকলের মনে রাখা উচিত।

আজকে নিজের মাতৃ ভাষায় লিখছি মানে এটা নয় আমি শুধুমাত্র বাংলা ভাষা নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে এসেছি।
বিষয়টি সকল ভাষার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

এই জায়গায় কাজ করতে গিয়ে আমি বেশকিছু ভাষা পড়ার সুযোগ পেয়েছি এটা অবশ্যই বাড়তি পাওনা এবং বাড়তি শিক্ষা যেটা সঠিক ভাবে প্রয়োগের প্রয়োজনীয়তা আছে।

নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে আজকে কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরবার প্রয়াস করেছি, শীর্ষক সম্বন্ধিত।

প্রথমত:-
লেখা সবসময় নিজের স্বাচ্ছন্দ্য ভাষায় লেখায় উচিত।

কারণ:-

নিজের বোধগম্য ভাষায় লিখলে লেখাতে একটা প্রাণ খুঁজে পাওয়া যায়।
পাশাপশি লেখা নির্ভুল তথা অনৈতিক কার্যকলাপ বহির্ভূত রাখা সম্ভব।
যেহেতু কোনো যন্ত্রের সাহায্যে এখানে আমাদের নিতে হয় না লেখা সঠিক করতে, নিজেদের সাধারণ জ্ঞানই যথেষ্ট।

নিজের মাতৃভাষায় শব্দকোষ এর সংখ্যা অনেক বেশি থাকে।
তুলনামূলক অন্যান্য ভাষায় লিখতে গিয়ে যেটা সাধারণত অনেকেই খুঁজে পায় না।


English

Writing should always be done in our comfortable language. It somehow helps us to express our correct imagination without mistakes.
Besides that, it also helps us to input our soul into that choice of words.
Another thing we can avoid plagiarism and AI;
Because we don't need any tool to correct the content nor do we need to take the help of a translator.



দ্বিতীয়ত:-

যে ভাষায় আপনি লিখছেন তাকে সম্মান জানানোর সবচাইতে বড় দিক হলো সেটা নির্ভুলভাবে উপস্থাপন।

কারণ:-

ভাষা যাই হোক না কেনো তাকে নির্ভুলভাবে উপস্থাপন করার মধ্যে দিয়ে নিজেদের ব্যাক্তিত্ব প্রকাশ পায়। তাই সেটা যাতে নির্ভুল হয় এই বিষয়টি অবশ্যই দেখার আছে সর্বসমক্ষে লেখা ভাগ করে নেবার আগে এবং পরেও।


English

To show respect for any language; Foremost, we are required to represent it accurately.
That is the biggest aspect from my perspective.
Because I believe though writing we represent our personalities.



1000019373.jpg

Pixabay

তৃতীয়তঃ-

অন্যের লেখা পড়ার অভ্যাস নিজেদের লেখাকে তথা জ্ঞানকে সমৃদ্ধ করতে সহায়ক। সবাই সবটা জানবে এমন কোনো কথা নেই কিন্তু নিজের জ্ঞানের পরিধি আমরা ভালো লেখা পড়ার মাধ্যমেও বৃদ্ধি করতে পারি।

কারণ:-

আমরা আমৃত্যু শিখতে পারি যদি শিখতে চাই। এই শেখা কোথাও না কোথাও সময়ের হাত ধরে আমাদের উন্নত করে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়তা করে নিজেদের মস্তিষ্ক তথা ভাষাকে সমৃদ্ধশালী করতে সাহায্য করে।


English

We must read various content to enhance our knowledge, and choice of words;
Which is something that boosts our capabilities.
Simultaneously, we can learn and educate ourselves.
We must not forget we all are learners and will be the same till the end of our lives.



চতুর্থত:-

ভাষার সম্মান রক্ষা হয় যখন লেখা সাজানোর চাইতে আমরা লেখার শব্দ চয়নের দিকে বেশি আগ্রহ প্রকাশ করি।

কারণ:-

ভাষাকে যদি শারীরিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে যে সকল সোর্স কোড (মার্ক ডাউন এর বাংলা জানা নেই) আমরা লেখায় ব্যবহার করি, সেটা লেখার বাহ্যিক অলঙ্কার দিয়ে তার শোভা বৃদ্ধি করে বটে, কিন্তু সঠিক এবং নির্ভুল লেখা বিশুদ্ধ আত্মার মত, যেটা অন্যের দৃষ্টি আকর্ষণ করে সেই ভাষাকে তথা সেই লেখনীকে সম্মান জ্ঞাপন করতে।


English

Correction is more essential rather than decoration. We must concentrate more on the quality of words rather than markdowns! Markdown enhances the beauty of content like our body but the correct choice of words works like our soul for that content.
Body shape can be distinct, but our soul must be pure!



1000019375.jpg

Pixabay

আজকে উপরিউক্ত চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম, আরো বেশকিছু বিষয় আছে যেগুলো মাথায় রেখে আমাদের উচিত সকল ভাষাকে সম্মান জানানো।

সেগুলো নিয়ে, নয়তো আরেকদিক কথা হবে। আপাতত দেখা যাক, লেখাটি কতজন পড়ে সঠিক এবং নির্ভুল মন্তব্য করেন!

তৎসহ নিজেদের উপরিউক্ত বিষয়গুলোর মাধ্যমে উন্নত করেন।
ভাবনাগুলো আমার সম্পূর্ণ নিজের কাজেই সহমত পোষণের আশা না রেখেই বিষয়টি উপস্থাপন করলাম। ভালো থাকুন সকলে আর অবশেষে আবারও একবার বলবো

ভাষাকে সম্মান করুন।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

!upvote 40


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven). Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

the post has been upvoted successfully! Remaining bandwidth: 80%

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 5 months ago 

আমাদের দেশে ফেব্রুয়ারিকে বলা হয় ভাষার মাস। এ মাস শুরু হলেই সবাই বাংলা ভাষাকে সম্মান দেখাতে ব্যস্ত থাকে। তবে আজ অব্দি কাউকেই ভাষাকে সম্মান করে এত গঠণমূলক আলোচনা করতে দেখি নি। সবাই থাকে এই মাসে কে তার স্যোসাল মিডিয়ার নিজের নাম ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করবে, ২১ এ ফেব্রুয়ারিতে শহীদমিনারে যাবে এই নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ ই ভাষাকে সম্মান করতে কি করনীয় তা নিয়ে খুব একটা ভাবে না। সবাই বাংলিশ কথা বলে নিজেকে স্মার্ট ভাবে।

নিজের মাতৃভাষাকে সুন্দর করে ব্যবহার করে,সঠিক শব্দচয়ন করে, নির্ভুলভাবে উপস্থাপন করলে যা তা অনেক শ্রুতিমধুর ও মার্জিত হয় তা অনেকেরই অজানা। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য।

 5 months ago 

পৃথিবীতে যত ভাষাভাষীর মানুষ আছেন তার প্রত্যেকেই কিন্তু নিজের মাতৃভাষা নিয়ে গর্ব করে। প্রত্যেকের কাছেই তার মাতৃভাষা সম্মানের জায়গা বলে আমি মনে করি। কিন্তু মাঝে মধ্যে সেই মাতৃভাষা ব্যবহার করতে গিয়ে আমরা তালগোল পাকিয়ে ফেলি যা মোটেও কাম্য নয়। তাই ভাষাচর্চা করা প্রত্যেকের উচিত বলে আমি মনে করি। আপনি যেমনটা বলেছেন অন্যের লিখা পড়া। যত বেশি অন্যের লিখা পড়বো তত বেশি জ্ঞান অর্জন হবে এবং সাথে সাথে ভাষা চর্চাও হয়ে যাবে।

ধন্যবাদ দিদি আমাদের সকলের জন্য সুন্দর, জ্ঞানমূলক এবং তথ্যবহুল একটি লিখা উপহার দেয়ার জন্য। আপনার দীর্ঘায়ু কামনা করছি।

 5 months ago (edited)

স্টিম প্লাটফর্মে আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষের পোস্ট দেখতে পাই। এবং তারা নিজেদের ভাষায় নিজেদের পোস্টকে খুব সুন্দর ভাবে সাজিয়ে লেখে, নির্ভুলভাবে।
প্রত্যেকটা ভাষাকে অবশ্যই সম্মান করা উচিত। তবে নিজের ভাষাকে নির্ভুলভাবে প্রকাশ করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

আমরা যেই ভাষাতে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই ভাষাটা অবশ্যই সুন্দরভাবে নির্ভুলভাবে প্রকাশ করতে হবে। অন্য ভাষায় লিখতে গিয়ে, আমরা কখনোই নিজেদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারবো না।

চমৎকারভাবে আপনি চারটি বিষয় নিয়ে আমাদের সাথে উপস্থাপন করেছেন। বিষয়গুলো সম্পর্কে যতটুকু পড়েছি তার থেকে বুঝতে পেরেছি। অবশ্যই আমরা অল্প লিখব এবং সেই লেখার মধ্যে নির্ভুল রাখবো। কেননা আমাদের বেশি লেখার মধ্যে যদি বানান ভুল থাকে। তাহলে তার মধ্যে আমরা যত ধরনের মার্ক ডাউন ব্যবহার করি না কেন? সেটা হয়তোবা সুন্দর দেখাবে। কিন্তু নির্ভুল লেখা কখনোই হবে না। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে, আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন। 🙏

 5 months ago 
  • অসাধারণ একটি লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ম্যাম। আমরা সকলেই আমাদের মাতৃভাষাকে ভালোবাসি, তবে তাকে সম্মান দেখানোর বিষয়টি নিয়ে এতো গভীর ভাবে কখনো ভাবা হয়নি, যেমনটা আপনি ভেবেছেন।
  • কোনো ভাষাকে অসম্মান না করেই বলছি, ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি,নিজস্ব অনুভূতি গুলো সঠিক ভাবে প্রকাশ করার জন্য বাংলা ভাষাই শ্রেষ্ঠ। তবে অবশ্যই শব্দ চয়নের ক্ষেত্রে সর্তক থাকা জরুরি, আর বিষয়টাই অনেকেই ভুল করেন।

  • কারোর সাথে কথা বলার সময় শব্দ চয়ন করা, আর কোনো একটি বিষয়কে সকলের সামনে লেখার মাধ্যমে উপস্থাপন করার ক্ষেত্রে শব্দ চয়ন করার মধ্যে অনেক পার্থক্য, এই সহজ বিষয়টি মনে রাখা প্রয়োজন বলেও আমার মনে হয়।

  • আর লেখার মধ্যে দাঁড়ি(।)কমার(,) সঠিক ব্যবহারও জানা প্রয়োজন, না হলে ভালো শব্দ চয়ন করলেও বাক্যের অর্থ সঠিক হয় না। আর সেটা একেবারেই কাম্য নয়।

  • আপনার প্রতিটি পয়েন্ট মনে রেখেই আগামী পোস্টগুলো শেয়ার করার চেষ্টা করবো। আরও একবার ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60811.28
ETH 3369.34
USDT 1.00
SBD 2.48