SEC17/W6|Do you believe history repeats itself?

in Incredible India3 months ago (edited)
Free Minimalist Modern Neutral Gift Certificate Voucher.png

সবার প্রতি শুভেচ্ছা রইলো।আশা করি সবাই ভালো আছে। স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর ষষ্ঠ এবং শেষ সপ্তাহের জন্য এতো চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য ইনক্রেডিবল ইন্ডিয়া কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো , " ইতিহাসের পুনরাবৃত্তি আমি বিশ্বাস করি কিনা " ।নিচে এ বিষয়ে আমি আমার মতামত প্রকাশ করছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Do you believe history repeats itself through genes? Justify.

এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে ,আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে জিনের মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আর এটা যে আমিই প্রথম বলছি এমন না। এটা বিজ্ঞান দ্বারা স্বীকৃত যে , সন্তানরা তাদের পিতামাতার কাছ জিনগত বৈশিষ্ট পায়। প্রতিটি সন্তান তার পিতামাতার কাছ থেকে তাদের জিনের অর্ধেক উত্তরাধিকারসূত্রে পেয়ে থাকে এবং এই জিনগুলি তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে।
তবে জিন ছাড়াও তার পরিবেশ ,সংষ্কৃতি প্রভৃতি দ্বারা আমাদের জীবনধারা অনেকটাই প্রভাবিত হয়ে থাকে ,যেগুলো জিন দ্বারা নির্ধারিত না।

আমরা আমাদের চারপাশে অনেককেই দেখতে পায় যাদের চেহারা তাদের বাবা ,মা কিংবা পরিবারের অন্যকোনো সদস্যদের মতো। এগুলো আমাদের জিনের কারণেই।
আবার পরিবারের কারো ডায়াবেটিস ,হাই কিংবা লো ব্লাড প্রেশার ,কিংবা কোলেস্টোরল ইত্যাদির মতো অসুখ থাকলে দেখা যায় যে পরবর্তী প্রজন্মের মাঝেও একই রোগ দেখা যায়।যার কারনে আমরা ডাক্তারের কাছে গেলে অনেক রোগের ক্ষেত্রেই তিনি যিনি জিজ্ঞেস করেন বাবা-মায়ের কিংবা পরিবারের অন্য কারও এই রোগ ছিল কিনা।

ai-generated-8124355_1280 (1).jpg

pixabay

জিনের মাধ্যমেই আমাদের স্বভাব ,গায়ের রং ,উচ্চতা ,চুলের রং, চোখের রং ইত্যাদি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি। হয়তো কারো বাবা খুব রাগি ছিলো আর এটা তার সন্তানদের মাঝেও চলে এসেছে ।
অনেক সময় এটা চলতে থাকে হাজার বছর ধরে। নৃতত্ববিদদের মতে ,রাশিয়ার ভলগা নদীর তীর থেকে সোনালী চুল এবং নীল চোখের দীর্ঘদেহী কিছু মানুষ দুটো ধারায় বিভক্ত হয়ে একদল চলে গিয়েছিলো ইউরোপে আর ওপর দলটি চলে এসেছিলো আমাদের ভারতবর্ষে।
আমাদের প্রাচীন ভারতবর্ষের মানুষ দেখতে কেমন ছিল সেটা হরোপ্পা কিংবা মহেঞ্জাদারোর মূর্তি দেখলে কিছুটা ধারণা পাওয়া যায়। তাদের সাথে আমাদের সংমিশ্রনের ফলেই আমরা কেউ ফর্সা ,কেউ শ্যামলা আবার কেউবা কিছুটা কালো ,কারো চোখের রং কালো ,কারো বাদামি ,কারো আবার নীল।

goat-518333_1280.jpg

pixabay

আমার এক টিচারের তিন ছেলেমেয়ের মাঝে দেখেছি দুইজনের চোখ নীল , চুল সোনালী এবং গায়ের রং শেতাঙ্গদের মতো ।আবার পাশেই তাদের দূর সম্পর্কের কাজিনদের মাঝে একজন এর চোখ নীল এবং চুল সোনালী। অথচ পরিবারের বাকি সদস্যরা দেখতে শ্যামলা , কালো চোখ ও কালো চুলের।
কিন্তু ওরা কয়েকজন এখনো সেই ভলগা নদী তীরের পূর্বপুরুষদের জিন পুরোপুরিই বহন করে চলেছে।

Which habits transfer to you from your parents, or your children (if any) get the same from you?

আমার বাবা -মা দুজনেই খুব গান শুনতে খুব ভালোবাসতো।এই জিনিসটা পারিবারিক সূত্রে আমি এবং আমার দুই ছেলে সমান ভাবে বহন করে চলছি। আমার বাবা খুব ঘুরে বেড়াতে পছন্দ করতো। বাবার ছুটির দিনগুলোতে আমরা কখনো মদিনা ,কখনো তায়েফ ,জেদ্দা কিংবা মক্কার আশেপাশেই ঘুরে বেড়াতাম।

family-2611748_1280.jpg

pixabay

এটা আমি আমার দুই ছেলে এখন করে থাকি দেশের ভেতরেই। অবশ্য আমার হাসবেন্ড বেড়াতে আমার থেকেও বেশি ভালোবাসে। বই পড়ার প্রতি আগ্রহও এসেছে মায়ের কল্যানেই। আমার মা ,মামা খুব ভালো ছবি আঁকতে পারতো কোনো ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই।
আমিও ছবি আঁকতে ভালোবাসি অতো ভালো না পারলেও আর এটা আমার বড়ো ছেলের মাঝেও আছে। ও খুব ভালো ছবি আঁকতে পারে।

Share any of your habits that make you smile, proud to believe the proverb.

ঘরে বাইরে যেখানেই হোক না কেন যখন হেমন্ত মুখোপাধ্যায় ,মুকেশ কিংবা মোহাম্মদ রফির গান কানে আসে অথবা উত্তম সুচিত্রা সেনের মুভি দেখি কিংবা রবি ঠাকুর এর কবিতা ,গান ,উপন্যাস বা শরৎচন্দ্রের বই পড়ি তখন আমার মুখে হাসি ফুটে উঠে আর বুঝতে পারি যে , বাবা -মা এখনো আমার সাথেই আছে।তাদের জিনগত বৈশিষ্ট্যের কারণেই তাদের এই পছন্দগুলি আমার মাঝেও সংক্রামিত হয়েছে।

Do you believe history somehow carries the legacy of our previous generation? Share your opinion.

folk-festival-3692589_1280.jpg

pixabay

আমি এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্মের উত্তরাধিকার বহন করে চলেছি। আমি আমার বাবা -মায়ের আবার আমার সন্তানেরা আমাদের বৈশিষ্টগুলি পাচ্ছে। আবার তাদের সন্তানরা তাদের বৈশিষ্ট পাবে আর এভাবে চলতেই থাকবে।
খেয়াল করলে দেখবেন হয়তো কোনো কোনো পরিবারের সদস্যরা কয়েক প্রজন্ম থেকেই ভালো গান গায় কিংবা ভালো হাতের কাজ করতে পারে কিংবা ছবি আঁকতে পারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই। আর এটা সম্ভব হয়েছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জিনের মাধ্যমেই।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @baizid123, @hafizur46n এবং @sifat420 কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Thank You So Much For Reading My Blog

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMoo5CkngVjPkfuaMSLwsyZ4C5H6d9jw4uJUs6CASqouF5fYyKSD1UQmTGYWz78pUD8S1PSYbAD7jA5t5jwPtEujVi2vgQth35XJdpamtpjp.png

Sort:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 3 months ago 

এনগেজমেন্ট চ্যালেঞ্জের সিজন ১৭ এর ষষ্ঠ সপ্তাহে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আপনার সাথে আমিও সহমত পোষণ করতেছি।
নিজের পিতা মাতার থেকেই তো একজন সন্তান অনেক বৈশিষ্ট্য পেয়ে থাকে।
যাক আপনার প্রতিটি প্রশ্নের উত্তর পরে খুব ভালো লাগলো।
আপনার জন্য সবসময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

Hello @sayeedasultana hope your day is going well we inherit traits from our parents which are looks and certain behaviors. For example health issues like diabetes often run in families..

In our family blood pressure is the disease my mother got this from her father . I also might see this in life too.

If four parents loved music you and your kids might share that love how these traits and habits carry on through generations., enjoyed reading your blog wish you success 💖🤗🌸💐🌺.

 3 months ago 

thank you so much

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আবার আমাকেও মেনশন দেওয়ার জন্য। ভালো থাকবেন

 3 months ago (edited)

বই পড়ার প্রতি আগ্রহও এসেছে মায়ের কল্যানেই। আমার মা ,মামা খুব ভালো ছবি আঁকতে পারতো কোনো ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই।

  • আপনি বই পড়তে ভালোবাসেন এর আগে একথা বহুবার শুনেছি, এমনকি আপনি অনেক বই এর রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন এবং সেখানে আপনার বইটির প্রতি ভালোলাগার কারণগুলো খুঁজে পেয়েছি। তবে আজ আপনার পোস্ট পড়ে জানতে পারলাম যে এই গুণটা আপনি আপনার মায়ের থেকে পেয়েছেন। এমনকি তারা ছবিও বেশ ভালো আঁকতে পারতেন। কিছু গুণ হয়তো আমাদের মধ্যে অন্তর্নিহিত থাকে, প্রশিক্ষণের মাধ্যমে সেটিকে আমরা কেবল আরো ভালো করে তুলতে পারি।

  • আসলে বংশ-পরম্পরায় এরকমই কিছু ভালো গুণ যেমন আমরা পাই, ঠিক তেমনি আবার কিছু খারাপ রোগ ও আমাদের পাওনা হয়, যার মধ্যে কিছু রোগের উল্লেখ আপনিও আপনার পোস্টে করেছেন।

  • সত্যি কথা বলতে এই পৃথিবীতে সমস্ত কিছুরই ভালো এবং মন্দ দুটি দিকই রয়েছে। তবে জন্মসূত্রে জিনের মাধ্যমে আমরা যে শুধু ভালোটাই নিজেদের মধ্যে পেয়ে থাকি এমনটাই নয়, খারাপটাও পাশাপাশি আসে। আবার আমাদের আগামী প্রজন্মের মধ্যেও সেই জিনিসগুলো ছড়িয়ে পড়ে। আপনার মধ্যেকার গুনাগুন গুলো আপনার বাবা-মায়ের থেকে আপনি পেয়েছেন এবং আপনার সন্তানও তার কিছু গুণ পেয়েছে, তাই বলা যায় যে জিনের মাধ্যমে শুধুমাত্র আমরা যে শারীরিক বৈশিষ্ট্য পাই এমনটা নয়, পাশাপাশি বেশ কিছু স্বভাবগত জিনিসও আমাদের প্রাপ্য হয়। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।

 3 months ago 

এটা ঠিক যে, জিন থেকে আমরা কিছু গুনাগুন পেয়ে থাকি কিন্তু সেটাযে শুধুমাত্র ভালো গুনই পাই এমন না খারাপগুনও পেয়ে থাকি আর তার সাথে বোনাস হিসেবে বেশ কিছু অসুখও পাই, যেটা আপনিও উল্লেখ করেছেন।

তবে এর বাইরেও অনেক কিছুই থাকে যেগুলো আমরা পেয়ে থাকি আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, শিক্ষাদিক্ষা থেকে। যেগুলো মোটেও জিন নিয়ন্ত্রিত না আর এগুলো পরিবর্তনশীলও।
আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। এত চমৎকার করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 3 months ago 

আমাদের চারপাশেই এমন বহু মানুষ আমরা দেখি যারা দেখতে কিছুটা একই রকম। বিশেষ করে বাবার মত ছেলে-মেয়ে বা মায়ের মত ছেলে-মেয়ে প্রায়ই আমরা দেখি। যেমন আমাদের পূর্বপুরুষ ছিল ইরানের হামাদান শহরের। আমাদের বাবা ফুফুদের চেহারা দেখে এখন অনেকে ইরানি মনে করে। সবাই অনেক লম্বা, নাক গুলো লম্বাটে। নিজেদের মধ্যেই যখন এত এত উদাহরণ পাই তখন তো আর এটা অবিশ্বাস করার কোন উপায় থাকে না যে আমরা আমাদের আগের প্রজন্মের উত্তরাধিকার বহন করে চলছি।

বাবা মায়ের অভ্যাস ভালোলাগাগুলো ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। যেমন আমি ভাত এর থেকে যে কোন ফল মূল বেশি খেতে পছন্দ করি, আমার মেয়েও আমার মত হয়েছে।

আপনি আপনার ব্যক্তিগত জীবনের আলোকে এই বিষয়টিকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য। ইনেক অনেক শুভকামনা।

 3 months ago 

একদমই ঠিক বলেছেন যে, ছেলেমেয়েদের চেহারা, স্বভাব অনেক কিছুই বাবা মায়ের মতো থাকে। শুধু যে বাবা-মায়ের মতোই হয় এমনও না পরিবারের অন্য সদস্যদের মতোও হতে পারে। তবে জিন থেকে আমরা যে খুব বেশি বৈশিষ্ট্য পাই এমনও না।এর বাইরে আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যাবস্থা, শিক্ষা-দীক্ষার মাধ্যমেই আমাদের স্বভাব বেশি নির্ধারিত হয়ে থাকে যা অনেকটাই পরিবর্তনও করা যায়।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
ভালো থাকবেন সবসময়।

 3 months ago 
  • আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আপনার লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।

  • আপনার মতো আমিও বিশ্বাস করি যে জিনের মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে এবং সন্তান তার পিতা-মাতার কাছ থেকে তাদের বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে।

  • আপনার বাবা-মা গান শুনতে ভালোবাসতো আর আপনি ও আপনার সন্তানের মধ্যে এই অভ্যাসটা রয়েছে। তাছাড়াও বাবা-মায়ের ছবি আকার অভ্যাসটাও আছে আপনার মধ্যে। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।

 3 months ago 

আপনার সাথে একমত পোষণ করছি জিনের মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে থাকে। আমরা আমাদের পরিবারের দিকে তাকালে বুঝতে পারি, আমরা পরিবারের মানুষের কাছ থেকে কি কি অভ্যাস পেয়েছি। আসলে আমরা আমাদের পরিবারের বাবা হোক মা হোক বেশিরভাগ তাদের কাছ থেকেই অভ্যাস হয়ে থাকি। তাদের ভালো অভ্যাস হোক কিংবা খারাপ সেগুলো আমাদের জীবনের পথ চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45