You are viewing a single comment's thread from:

RE: SEC17/W6|Do you believe history repeats itself?

in Incredible India2 months ago (edited)

বই পড়ার প্রতি আগ্রহও এসেছে মায়ের কল্যানেই। আমার মা ,মামা খুব ভালো ছবি আঁকতে পারতো কোনো ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই।

  • আপনি বই পড়তে ভালোবাসেন এর আগে একথা বহুবার শুনেছি, এমনকি আপনি অনেক বই এর রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন এবং সেখানে আপনার বইটির প্রতি ভালোলাগার কারণগুলো খুঁজে পেয়েছি। তবে আজ আপনার পোস্ট পড়ে জানতে পারলাম যে এই গুণটা আপনি আপনার মায়ের থেকে পেয়েছেন। এমনকি তারা ছবিও বেশ ভালো আঁকতে পারতেন। কিছু গুণ হয়তো আমাদের মধ্যে অন্তর্নিহিত থাকে, প্রশিক্ষণের মাধ্যমে সেটিকে আমরা কেবল আরো ভালো করে তুলতে পারি।

  • আসলে বংশ-পরম্পরায় এরকমই কিছু ভালো গুণ যেমন আমরা পাই, ঠিক তেমনি আবার কিছু খারাপ রোগ ও আমাদের পাওনা হয়, যার মধ্যে কিছু রোগের উল্লেখ আপনিও আপনার পোস্টে করেছেন।

  • সত্যি কথা বলতে এই পৃথিবীতে সমস্ত কিছুরই ভালো এবং মন্দ দুটি দিকই রয়েছে। তবে জন্মসূত্রে জিনের মাধ্যমে আমরা যে শুধু ভালোটাই নিজেদের মধ্যে পেয়ে থাকি এমনটাই নয়, খারাপটাও পাশাপাশি আসে। আবার আমাদের আগামী প্রজন্মের মধ্যেও সেই জিনিসগুলো ছড়িয়ে পড়ে। আপনার মধ্যেকার গুনাগুন গুলো আপনার বাবা-মায়ের থেকে আপনি পেয়েছেন এবং আপনার সন্তানও তার কিছু গুণ পেয়েছে, তাই বলা যায় যে জিনের মাধ্যমে শুধুমাত্র আমরা যে শারীরিক বৈশিষ্ট্য পাই এমনটা নয়, পাশাপাশি বেশ কিছু স্বভাবগত জিনিসও আমাদের প্রাপ্য হয়। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

এটা ঠিক যে, জিন থেকে আমরা কিছু গুনাগুন পেয়ে থাকি কিন্তু সেটাযে শুধুমাত্র ভালো গুনই পাই এমন না খারাপগুনও পেয়ে থাকি আর তার সাথে বোনাস হিসেবে বেশ কিছু অসুখও পাই, যেটা আপনিও উল্লেখ করেছেন।

তবে এর বাইরেও অনেক কিছুই থাকে যেগুলো আমরা পেয়ে থাকি আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, শিক্ষাদিক্ষা থেকে। যেগুলো মোটেও জিন নিয়ন্ত্রিত না আর এগুলো পরিবর্তনশীলও।
আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। এত চমৎকার করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66565.59
ETH 3503.87
USDT 1.00
SBD 2.72