You are viewing a single comment's thread from:

RE: SEC17/W6|Do you believe history repeats itself?

in Incredible India2 months ago

আমাদের চারপাশেই এমন বহু মানুষ আমরা দেখি যারা দেখতে কিছুটা একই রকম। বিশেষ করে বাবার মত ছেলে-মেয়ে বা মায়ের মত ছেলে-মেয়ে প্রায়ই আমরা দেখি। যেমন আমাদের পূর্বপুরুষ ছিল ইরানের হামাদান শহরের। আমাদের বাবা ফুফুদের চেহারা দেখে এখন অনেকে ইরানি মনে করে। সবাই অনেক লম্বা, নাক গুলো লম্বাটে। নিজেদের মধ্যেই যখন এত এত উদাহরণ পাই তখন তো আর এটা অবিশ্বাস করার কোন উপায় থাকে না যে আমরা আমাদের আগের প্রজন্মের উত্তরাধিকার বহন করে চলছি।

বাবা মায়ের অভ্যাস ভালোলাগাগুলো ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। যেমন আমি ভাত এর থেকে যে কোন ফল মূল বেশি খেতে পছন্দ করি, আমার মেয়েও আমার মত হয়েছে।

আপনি আপনার ব্যক্তিগত জীবনের আলোকে এই বিষয়টিকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য। ইনেক অনেক শুভকামনা।

Sort:  
 2 months ago 

একদমই ঠিক বলেছেন যে, ছেলেমেয়েদের চেহারা, স্বভাব অনেক কিছুই বাবা মায়ের মতো থাকে। শুধু যে বাবা-মায়ের মতোই হয় এমনও না পরিবারের অন্য সদস্যদের মতোও হতে পারে। তবে জিন থেকে আমরা যে খুব বেশি বৈশিষ্ট্য পাই এমনও না।এর বাইরে আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যাবস্থা, শিক্ষা-দীক্ষার মাধ্যমেই আমাদের স্বভাব বেশি নির্ধারিত হয়ে থাকে যা অনেকটাই পরিবর্তনও করা যায়।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66565.59
ETH 3503.87
USDT 1.00
SBD 2.72