"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India8 months ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...1zE8wywvWWpaqTrijCHai5YBXrVN3YvoGzLNtZvDXMjr6VyN7z51cRrvgRwtM8fa6bcRpZ4EkK7N1mv69ag7hxcsznzubSeJ1eAD5frGi4RBJ8Kcrpcsg27kXp.png
"Edited by canva"

Hello,

Everyone,

প্রতি সপ্তাহের মতন আরও একবার উপস্থিত হলাম আপনাদের সকলের সাথে সাপ্তাহিক রিপোর্ট শেয়ার করার জন্য। সারা সপ্তাহব্যাপী এই কমিউনিটিতে নিজের কার্যক্রম সংক্রান্ত এই রিপোর্টটি যখন লিখতে বসি, তখন হঠাৎই মনে হয় সময় কত তাড়াতাড়ি অতিবাহিত হয়।

যেন মনে হয় এই তো সেদিনই আগের সপ্তাহের রিপোর্ট উপস্থাপন করলাম, এর মধ্যে সাতটা দিন কোথা দিয়ে কেটে গেলো বুঝতেও পারি না। এই কমিউনিটি এখন জীবনের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে, এখানকার কাজ করতে গিয়ে ব্যক্তিগত জীবনের অনেক কাজেই করা হয়ে ওঠে না।

যাইহোক সে সব কথা পড়ে কোনো একটি পোস্টে অবশ্যই শেয়ার করবো। এখন এই সপ্তাহের কার্যাবলী সংক্রান্ত রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করি চলুন, -

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান এনগেজমেন্ট চ্যালেঞ্জ"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztzat6w2WbiLrjE4DCpVN2Gs3gJDJXHyUevMzewGbwfuYsLprs5a33nJKFychC8tQW4NjXbcuhfB2g8RL.png

ওই যে বললাম সময় কত তাড়াতাড়ি অতিক্রান্ত হয় সেগুলো অনেক সময় বুঝতেও পারি না।।এইমাত্র কয়েকদিন আগে আমাদের কমিউনিটি এনগেজমেন্ট চ্যালেঞ্জের জন্য সিলেক্ট হয়েছে, এই খবরটি পাওয়ার পর অনেক বেশি আনন্দিত হয়েছিলাম।

অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এই এনগেজমেন্ট চ্যালেঞ্জের সাপ্তাহিক কনটেস্টের বিষয়বস্তুগুলো নিয়ে, যেটি প্রতি সপ্তাহে আমাদের কাছে একটি সারপ্রাইজ হিসাবে আসে। আর এর সমস্ত কৃতিত্ব অবশ্যই আমাদের অ্যাডমিন ম্যামের কারণ, এই কমিউনিটিতে যত কনটেস্ট হয় তার সমস্ত বিষয়বস্তুগুলো তিনি একা নির্বাচন করেন।

আপনারা যারা এই চ্যালেঞ্জে বা কমিউনিটির কন্টেস্টে অংশগ্রহণ করেন, তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে প্রতিটি বিষয়বস্তু এতটাই সুন্দর হয় যে, সেই বিষয় সম্পর্কে নিজেদের মতামত ও অনুভূতি শেয়ার করতে একটু অন্য রকমের ভালোলাগা কাজ করে। ঠিক যেভাবে ম্যাম এই সপ্তাহে বেছে নিয়েছেন ম্যাচিউরিটিকে।

যদিও দেখতে দেখতে প্রথম দুটি সপ্তাহ আমরা পার করে এসেছি এবং এখন আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জের তৃতীয় সপ্তাহ চলছে। আশা করছি যারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেননি তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ম্যাচিউরিটি সম্পর্কে নিজেদের মনোভাব শেয়ার করবেন। আমি আপনাদের জন্য নিচে আরো একবার পোস্ট লিঙ্কটি শেয়ার করছি।

এনগেজমেন্ট চ্যালেঞ্জের তৃতীয় সপ্তাহের কনটেস্ট

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

সাপ্তাহিক মডারেটর রিপোর্টের পাশাপাশি আমার আরও একটি দায়িত্ব হল সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করা। যার মাধ্যমে শুধুমাত্র আমাদের কমিউনিটিতে যে সকল একটিভ ইউজার রয়েছেন, তাদের এনগেজমেন্টের ডিটেইলস তুলে ধরতে পারি।

তবে গত দু সপ্তাহ ধরে কমিউনিটির ইউজারদের কার্যক্রম যথেষ্ট নিরাশা জনক ছিলো। এমনকি আমি ও আমাদের সিনিয়র মডারেটর এনগেজমেন্ট কনটেস্ট এর যে উদ্যোগটি শুরু করেছিলাম, সেটিতেও যেন আপনাদের কারোরই ইন্টারেস্ট দেখতে পারছি না, এটাও আমাদের জন্য যথেষ্ট খারাপ লাগার।

গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টে আমি আগে শেয়ার করেছি, আশা করছি আপনারা সকলে নিজেদের কার্যাবলী সম্পর্কে রিপোর্টটির মাধ্যমে জানতে পেরেছেন। আগামী এনগেজমেন্ট রিপোর্টে আপনাদের কার্যাবলীর একটু হলেও পরিবর্তন দেখতে পারবো, এই আশা রাখছি।

গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টের লিংক নিচে শেয়ার করছি, যারা এখনো পড়েননি অনুরোধ রইল অবশ্যই পড়ে দেখবেন এবং নিজের কাজকে উন্নত করার চেষ্টা করবেন।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240422_093037.jpg

বুমিং কোনো সাপ্তাহিক দায়িত্ব নয়, এটি প্রতিদিনকার এমন একটি দায়িত্ব যেটিকে অনেক সচেতনতার সাথে পালন করতে হয়। কারণ কমিউনিটিতে যারা নিয়মিতভাবে কাজ করে এবং বুমিং সংক্রান্ত যে সকল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোকে সঠিকভাবে পালন করেন, তাদেরকে সঠিকভাবে সাপোর্ট দেওয়াটা কিন্তু একটা অনেক বড় দায়িত্ব।

এই দায়িত্বটি বর্তমানে আমার উপরেই রয়েছে, সুতরাং সচেতনতা এবং সকলের কার্যক্রম মাথায় রেখে, পাশাপাশি কারা বুমিং সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে সকল ক্রাইটেরিয়া মেনে চলছেন, এই সমস্ত কিছু চেক করে প্রতিদিন পোস্ট সিলেক্ট করা কিন্তু বেশ দায়িত্বের কাজ।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20240424_024747.jpg

চ্যালেঞ্জ চলাকালীন সময়ে পোস্ট ভেরিফিকেশন করতে আমার খুবই ভালো লাগে। কারণ এত বড় বড় ইউজারদের পোস্ট পড়ার সুযোগ হয়, যে পোস্টের মাধ্যমে তাদের অনুভূতি ও মতামত জানার মাধ্যমে অনেক নতুন কিছু শিখতে পারি।

নিজেকে একজন ইউজার হিসেবে এই প্লাটফর্মে আরো কিভাবে উন্নত করা হয় সেটা যেমন জানতে পারি, ঠিক তেমনি একজন মানুষ হিসেবে, নিজের মানসিকতার আরো কতটা উন্নত করা সম্ভব, সেই সম্পর্কেও অনেকের পোস্ট পড়ে বুঝতে পারি এবং এটা আমার জন্য একটি শিক্ষনীয় বিষয়।

আগামী আরও তিনটে সপ্তাহ আমি আরো অনেক কিছু শিখতে পারবো এ বিষয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত। নিজের দায়িত্ব অনুসারে সঠিক সময়ে পোস্ট ভেরিফিকেশন করাটা প্রতিদিনকার দায়িত্ব এবং আমি চেষ্টা করি সমস্ত রকম নিয়ম মেনে সঠিকভাবে ভেরিফিকেশন করার।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

আমি বরাবর বলেছি এই কমিউনিটিতে সবার প্রথমে আমি একজন ইউজার, তারপর এক এক করে কমিউনিটির দায়িত্ব নিতে নিতে আজ একটা ট্যাগ পেয়েছি। তবে এই ট্যাগটা কখনোই ইউজার হিসেবে আমার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

তাই আমি বরাবরই চেষ্টা করি ইউজার হিসেবে এই কমিউনিটিতে নিজের কাজটি সঠিকভাবে পালন করার।তাই যেখানে প্রতিদিন একটি নিজের লেখা পোস্ট এই কমিউনিটিতে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা আমি করে থাকি। চলুন গত সপ্তাহে আমি আপনাদের সাথে কি কি পোস্ট শেয়ার করেছিলাম, সেটা একবার দেখে নেওয়া যাক, -

No.DateTitleThumbnail
01.18-04-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...1zE8wywvWWpaqTrijCHai5YBXrVN3YvoGzLNtZvDXMjr6VyN7z51cRrvgRwtM8fa6bcRpZ4EkK7N1mv69ag7hxcsznzubSeJ1eAD5frGi4RBJ8Kcrpcsg27kXp.png
No.DateTitleThumbnail
02.19-04-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
03.20-04-2024"জীবনে ভালোবাসার সম্পর্ক আগলে রাখতে প্রয়োজন ক্ষমাশীল মানসিকতাও"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xxezLvoMWRCybYtNEDDnKX3xfVb9QDnfLosJCL3pVQwRpWf1QFvZuqxTa2jQkgjoCFNVkq3GyvLkDJ2pCtgvhmZxjxWWi.jpeg
No.DateTitleThumbnail
04.21-04-2024"SEC17/W2-While making decisions, what do you prefer to follow: heart or mind?"4od4FA9FGiMvFQSyyWGJrhZechDX2Kjzd5PYt6PT1jztCGQ6vfBbt72xaLqaszgtJYAqiuRuFZNSVmLNXqFkB6M6jakA3n9tEVaPjdDVh7...roFm2R96ChnnPaViXwmBwYvpDgkr55DrZHWXE1K1mdmBHpd8KyqVkBYMtYR9Bq9P6FLHnDpM1c4YRoEjNLQL8tkYT9gSbZv9MV7Qn4UyRuZRR4ydZzWwLm4mhG.png
No.DateTitleThumbnail
05.22-04-2024Better life with steem-The Diary Game-21 st April, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y7YdJ1LeUA2u1sm3ZgEc62FCy5yCJ6CUuAYMVNbwu5CN8kypMh3tBb7ndUH9NSfbA4qbiLBtstU3PrUq992k45hyM7ZSE.jpeg
No.DateTitleThumbnail
06.23-04-2024Better life with steem-The Diary Game-22nd April, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ydqkTGSyq9g5Jx52UhRkAfXUFELv8P4srti7b1z19JAx8pNHmtGhGbt5gUF2vN1BX46nwTMAFC2e69t85uXEA2CoGaWra.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল আমার এই সপ্তাহের কার্যাবলী, এই সপ্তাহে আমাদের সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস বা হ্যাংআউট কোনোটাই অনুষ্ঠিত হয়নি। আপনারা প্রত্যেকেই জানেন চ্যালেঞ্জ চলাকালীন কমিউনিটিতে আরও বেশ কিছু আনুসঙ্গিক কার্যক্রম থাকে, পাশাপাশি অ্যাডমিন ম্যামের ব্যস্ততাও থাকে অনেক বেশি, এই কারণে হয়তো সঠিক সময়ে নিয়ম অনুসরণ করে আমাদের সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসটা হচ্ছে না।

তবে আশা করছি আমরা আবার পুনরায় শুরু করতে পারবো এবং আপনাদের সকলের সহযোগিতার সে ক্ষেত্রে অবশ্যই আমাদের কাম্য। এই সপ্তাহের সপ্তাহিক রিপোর্ট আমি এখানে শেষ করছি। রিপোর্ট সংক্রান্ত আপনাদের যেকোনো মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 8 months ago 

আপনার পোস্ট পরিদর্শন করেই বোঝা যাচ্ছে, আপনি কতটা সতর্কতার সাথে কাজ করে যাচ্ছেন, এবং বুমিং এর বিষয়টা দেখে যাচ্ছেন। আসলে এটা প্রতিনিয়ত আপনি করে থাকেন, কিন্তু তারপরেও সতর্কতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ একটা সপ্তাহের কার্যক্রম এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

বুমিং একটি প্রতিদিনের কার্যাবলী যেটা অনেক সতর্কতার সাথে পালন করতে হয়। আসলে এই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে থাকি। ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য। আমরা সবাই জানি আপনার এই কমিউনিটির প্রতি কত দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা সবাই এটাও জানি যে আপনি খুব সুন্দর ভাবে এই দায়িত্ব-কর্তব্য পালন করে থাকেন। এমনিতেই কমিউনিটিতে বিভিন্ন ধরনের কাজ আপনারা করে থাকেন তার মধ্যে এই চ্যালেঞ্জের বিষয়টি নিয়ে আরও একটু কাজ বেড়ে গেছে আপনাদের তাও আপনারা খুব সুন্দর ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভালো লাগলো আপনার লেখাটা পড়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

চ্যালেঞ্জ চলাকালীন কমিউনিটির দায়িত্ব কিছুটা হলেও বেড়ে যায়,পোস্ট ভেরিফিকেশন করা থেকে শুরু করে সমস্ত ডিটেলস রাখা সবকিছু করতে হয়। তবে এই দায়িত্বটি পালন করতে বেশ ভালো লাগে, কারণ এখানে বিভিন্ন ইউজার নিজের লেখা শেয়ার করেন, যেখান থেকে আমরা সকলে অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

প্রতি সপ্তাহের মতোই আপনি আপনার সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন।এত ব্যাস্ততার মাঝেও সংসারের সব কাজ সামলে আপনি যেভাবে পোস্ট ভেরিফিকেশন, বুমিং সংক্রান্ত কার্যাবলী প্রভৃতি কমিউনিটির দায়িত্ব পালন করেন সেটা অবশ্যই প্রশ্নংসার দাবিদার।

আমাদের কমিউনিটি এনগেজমেন্ট টুর্নামেন্টে এর জন্য নির্বাচিত হয়েছে এটা আমাদের সবার জন্য একটা আনন্দের সংবাদ ছিলো । তবে এখন আরো মুগ্ধ হচ্ছি প্রতিটি প্রতিযোগিতার বিষয়বস্ত নির্বাচন দেখে। একটা যেন আরেকটাকে ছাপিয়ে যাচ্ছে।
আশাকরি আমাদের কমিউনিটির সব সদস্যই এতে অংশ গ্রহন করে তাদের চিন্তা ভাবনা আমাদেরকে জানার সুযোগ করে দিবে।
এত চমৎকার করে এই রিপোর্ট প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 8 months ago 

কনটেস্ট হোক বা এনগেজমেন্ট চ্যালেঞ্জ বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে প্রশংসার যোগ্য শুধু মাত্র আমাদের অ্যাডমিন ম্যাম। একদম সঠিক বলেছেন প্রতি সপ্তাহেই তার নির্বাচিত বিষয় দেখে মনেহয় একটার থেকে আরেকটি সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে সময় নিয়ে আমার পোস্ট পড়ে, এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.25
JST 0.039
BTC 96923.38
ETH 3370.74
USDT 1.00
SBD 3.55