একটা পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হলে, প্রত্যেকটি সদস্যের পরিশ্রম দরকার।।।
এখন একটা পরিবারে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে,একটা পরিবারের যদি ১০ জন সদস্য থাকে ওই দশজন সদস্য কিন্তু একরকম হয় না। দশ জনের মত ১০ রকম হয় সবাই কিন্তু এক ধরনের চিন্তাভাবনা রাখে না তাদের মাথায়।
এখন এই সমস্যাগুলো যদি নিজের পার্সোনালে নিয়ে নেই বা খারাপ ভাবে কিছু মনে করা হয় তাহলে সেটাতে ভুল পরিবারের যে গার্জিয়ান থাকে তার ভুল কিভাবে হয়। সেটার ভুল তো নিজেরই হয়। যে আসলে আমি মনে করছি যে আমাকে কোন আঘাত দিয়ে কথা বলছে বা আমাকে অপমান করছে।
কেন আজকে আমি এই কথাটি বলছি আসলে কিছুক্ষণ আগেই আমাদের এই কমিউনিটিতে আমাদের কমিউনিটির এডমিন মহোদয় তার মনের কিছু ক্ষোভ তার মনের কিছু দুঃখ শেয়ার করল যেটা আসলে নিজে কাছে অনেক বেশি খারাপ লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।
উনার মতন একটা মানুষ যিনি কিনা আমাদের জন্য দিনরাত পরিশ্রম করছে কিন্তু আমরা ওনাকে কিছুই দিতে পারছি না এটাতে ব্যর্থতা উনার কিভাবে হতে পারে এখানে ব্যর্থতা তো আমাদেরই যে আমরা আমাদের ফ্যামিলির জন্য কিছু করতে পারছি না।
আমরা এই কমিউনিটিতে যে কয়জন সদস্য রয়েছি, সবাই যদি তার নিজে নিজে জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করি তাহলে উনার এই দুঃখ ঘষানো কিন্তু খুব বড় একটা কিছু নয় খুব সহজেই কিন্তু উনার মনটাকে আমরা শান্ত করতে পারি উনাকে আনন্দিত করতে পারি।
আজকে থেকে আমি নিজে থেকে প্রতিজ্ঞা করছি যে আমি এমন কোন কাজ করবো না যেটাতে ওনার দুঃখ লাগে বা আমার এই ফ্যামিলির কারর মনে দুঃখ লাগে।
আমি আজকে থেকে এটা প্রতিজ্ঞা করছি আমি আমার যথাসম্ভব চেষ্টা করব যে চেষ্টা যেন ওনার চোখে ভালো লাগে আমি ওনার নাম মেনশন করছি না এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আসলে নাম মেনশন করাটা খুব একটা বেশি পছন্দ করি না।
যেহেতু আমি প্রবাসে থাকি আসলে সব সময় হয়ে ওঠে না সবকিছু করা তারপরও আজকে যখন নিজের চিন্তা ভাবনা করেছি উনি আমাকে একটা প্রশ্ন ছুড়েছে যে আপনি যে আমার এই কমিউনিটিতে আছেন এই কমিউনিটির জন্য আপনি কি করেছেন আর কি চিন্তাভাবনা রেখেছেন আসলে এটা আমাকে নিজের কাছে ভাবতে বাধ্য করে দিয়েছে তাই তো উনি তো আমাকে ঠিক প্রশ্ন করেছে।
উনি আমাদেরকে সন্তানের মত দেখে কিন্তু আমরা কি পারছি ওনাকে মায়ের মত সম্মান দিতে তাই আসুন আমরা এই কমিউনিটিতে যারাই আছি আজকে থেকেই ছোটখাটো একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এই ফ্যামিলিটি কে সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব সামনে যাতে ভবিষ্যতে আমাদের এই কমিউনিটির কথা বাহিরের দেশের আর ১০ জন লোক নিয়ে ভাবে।
জি না আসলে ওই কমিউনিটিটি একটা সফল কমিউনিটি ওই ফ্যামিলিটি একটু সকল ফ্যামিলি যেখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করে।
হঠাৎ করেই হ্যাংআউট থেকে বেরিয়ে ভাবলাম এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি তাই নিজের মনের ব্যাকুলতা দূর করার জন্যই মূলত এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
একটি পরিবার এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকটা মানুষ যদি পরিশ্রম না করে তাহলে সেই পরিবার কক্ষনো এগিয়ে যেতে পারে না। আজকে আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর আমাদের মাঝের শেয়ার করেছেন।
ধন্যবাদ ছোট ভাই আর আমিও চাইবো তুমিও পরিশ্রম করো আমরা যেহেতু একটা পরিবারে একত্রিত আছি তো সবারই দায়িত্ব কর্তব্য
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যে কমিউনিটিতে কাজ করছি সেখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং আমাদের এডমিন মহোদয়ের দিকে সম্মান করা।
উনি আমাদের জন্য যতটুকু করছে অন্যান্য কমিউনিটি কিন্তু এডমিনরা সাধারণ ইউজারদের জন্য এতটা করেনা আমরা সেই ক্ষেত্রে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
আপনি আজকে হ্যাংআউটের বিষয়ে খুবই মূল্যবান একটা বিষয় আমাদের সাথে তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা খুব প্রয়োজন।
আপনার পোস্ট পড়ার পরে আমি নিজেও প্রতিজ্ঞা করলাম আমিও এমন কোন কাজ করবো না যাতে ওনার কাছে খারাপ লাগে সব সময় নিজে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করব এবং কাজের মাধ্যমে নিজেকে সবার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এ বিষয়টা সবার সামনে নিয়ে আসার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
একদম ঠিক নিজেদের প্রচেষ্টা থাকলে নিজেদের ইচ্ছে থাকলে যে কোন কিছু সম্ভব আর পরিবারটাকে সুন্দর করতে আমাদেরকেই তো সহযোগিতা করতে হবে আমাদেরকেই তো পরিশ্রম করতে হবে
ধন্যবাদ প্রিয় ভাই আসলে আপনি কতা গুলো যুক্তি দিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,,,,আসলে একটি পরিবার যেমন একার পরিশ্রম পক্ষে পরিবার চালানো সম্ভব হয়ে উঠে না,,,,একজন টাকা দিয়ে পরিবারকে সাহায্য করলে ও কিন্তু পরিশ্রম দিতে পারে না,,,অন্য জন কিন্তু শারীরিক পরিশ্রম পরিবারকে সাহায্য করে।
আমাদের প্লাটফর্ম শুধু মাত্র লিডার কিন্তু একা একা এই একট পরিবার চালানো সম্ভব না,,,,সবার পরিশ্রম দারা সুন্দর একটি পরিবার গঠন করা সম্ভব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের প্লাটফর্ম কে নিয়ে আশা করি আমরা সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবো,,,আপনার জন্য শুভ কামনা রইল, ভালো থাকবেন।