🌱🌱একটি শিক্ষামূলক গল্প (ক্রেতা ও বিক্রেতা)🌿🌿

in Incredible Indialast year

কিছু কিছু সময় আমি ভাবি আসলে উপরওয়ালা এই সকল মানুষগুলোকে কিভাবে তৈরি করেছে। যারা প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছে এরা কি চিন্তা করে না এদের এক সময় এই ঠকানোর হিসাব দেওয়া লাগবে।

আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি জিনিসের দরকার আছে সেটা খাওয়ার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক সব বিষয়ে আমাদের কোন না কোন কিছু কেনা ও বেচা প্রয়োজন পড়ে।
20230406_235402.jpg

Editing by pixlab

তাই বলে যদি এমনভাবে ঠকতে হয় তাহলে মানুষ মানুষের প্রতি বিশ্বাস কিভাবে রাখবে সে তো ওই মানুষটির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে শুধু ওই মানুষটি নয় ওই একটি মানুষের প্রতারণার জন্য দেখা যাবে ওই ব্যক্তি তার জীবনে যে কর্ম করছে একটি ভুলের জন্য তার পুরো গোষ্ঠী বদনাম হবে।

বন্ধুরা এমন একটি ছোট্ট গল্প আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আজকে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে।

কারণ অনেক সময় আমরা না বুঝেই এগুলো আসলে বিশ্বাস করি যে সামনের মানুষ যখন বলছে তাহলে অবশ্যই এটি ভালো কিছুই হবে।

ক্রেতা ও বিক্রেতা

আমি আজকে এক তরমুজ ব্যবসায়ী ও সেই তরমুজ কিনতে যাওয়া এক ক্রেতার ছোট্ট একটি গল্প শেয়ার করছি।

avel-chuklanov-PhfHFMq18cY-unsplash.jpg

Src

যেহেতু এখন রমজান মাস চলছে সারাদিন রোজা থাকার পর মানুষের মনকে একটু তৃপ্তি দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের ফলমূল বাজার থেকে কিনে থাকি।

ঠিক তেমনি একজন ভদ্রলোক তার পরিবারের জন্য এক তরমুজের দোকানে গেল আসলে এই চিন্তা ভাবনা নিয়ে গেল যে তার পরিবারের জন্য একটা ভালো তরমুজ কিনে নিয়ে আসবে যাতে সন্ধ্যা বেলায় ইফতারি করার সময় তারা খুব সন্তুষ্ট মনে খেতে পারে।

তো ভদ্রলোকটি তার পাশে থাকা বাজারে গেল যেখানে আসলে তরমুজ ব্যবসায়ীরা তরমুজ বিক্রি করছে।

এমতাবস্থায় তার চোখের সামনেই একটি তরমুজের দোকান দেখতে পেল এখন ভদ্রলোকটি ভাবলো এখান থেকেই নিয়ে নিই যেহেতু এই তরমুজের দোকানে দেখছি অনেক ভিড় রয়েছে তাহলে অবশ্যই তিনি ভালো কিছু তরমুজ বিক্রি করছে যার জন্য এই দোকানটিতে এত পরিমাণ ভিড়।

এমন মনস্তাপ নিয়ে ভদ্রলোকটি তরমুজের দোকানে গিয়ে পৌঁছালো এখন যিনি তরমুজ বিক্রি করছে উনাকে গিয়ে বলল আচ্ছা ভাই আমাকে একটা ভাল দেখে তরমুজ দিন তো।

তখন যিনি তরমুজ বিক্রি করছে উনার সামনে থাকা অনেকগুলো তরমুজের ভিতর থেকে বেছে বেছে দুইটা তিনটা তরমুজ কড়া মেরে দেখলো একটা করে কড়া মারছে আর সেটা রেখে দিচ্ছে পরে আবারো আর একটা কড়া মারছে সেটাও রেখে দিচ্ছে।

এমতাবস্থায় তিন নম্বর যে তরমুজটিতে কড়া মারল তখন তরমুজ দোকানদারটি খুব হাসি মনে ভদ্রলোককে বলল যে আপনি এটা নিতে পারেন এটা ভালো হবে।

j-d-hUkZv0Y47Ic-unsplash.jpg

Src

এখন ভদ্রলোকটি উনার এক কান্ড দেখে উনার মনে মনে একটা প্রশ্ন জাগলো যে আসলে এই তরমুজের দোকানে যে কয়েকটি তরমুজের উপর হাত দিয়ে বাড়ি মেরে দেখল ঢপ ধপ করে শব্দ হচ্ছে তো আসলে এটা থেকে সে কিভাবে বুঝলো যে এই তরমুজটি ভালো হবে।

এখন ভদ্রলোকটি ভাবছে যে সে প্রশ্ন করবে নাকি করবে না আসলে অনেক মানুষ রয়েছে যার জন্য সে একটু দ্বিধাবোধ করছে যেহেতু তার একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি কোন ভুল ত্রুটি কথা বলে থাকে তাহলে দেখা যায় তার সম্মানহানি হবে।

ভদ্রলোকটি ঠিক তরমুজের দোকানের যে তরমুজটি দেখে দিছে সেটা নিয়ে নিল এবং টাকা পরিশোধ করে দিল দেওয়ার পর ভদ্রলোকটি তার পাশেই একটি বেঞ্চিতে বসে রয়েছে যে কখন দোকানের ভেরি কমবে তখন ওনার কাছে এই প্রশ্নটি করবে।

বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন দেখল যে দোকানে খুব একটা মানুষ নেই তখন ভদ্রলোককে আস্তে আস্তে ওই তরমুজের দোকানে গেল এবং ওই লোকটিকে বলছে ভাই আমি একটা প্রশ্ন করব যদি আপনি কিছু না মনে করেন।

হাসিমুখে তরমুজের দোকানদার বলল হ্যাঁ হ্যাঁ বলুন কি জিজ্ঞাসা করতে চান? তখন ভদ্রলোকটি উনার কাছে জিজ্ঞেস করল আসলে আমার মনে একটা প্রশ্ন সেই তখন থেকেই ঘুরপাক খাচ্ছে আমি না এটার কোন সমাধান খুঁজে পাচ্ছি না।

তখন তরমুজের দোকানদার বলল না বলে ফেলুন সমস্যা নেই বলুন কি জিজ্ঞেস করতে চান?

তখন ভদ্রলোকটি তাকে প্রশ্ন করল আচ্ছা আপনি যে প্রথমে একটি তরমুজ নিলেন এবং সেটাতে হাতের আঙুল দিয়ে কড়া মেরে আবার রেখে দিলেন তারপর আবার আর একটা তুললেন সেটা তো ঠিক একই কাজ করলেন সেটাও রেখে দিলে তারপরে যেটা উঠালেন সেটা কড়া মেরে আপনি আমাকে তরমুজটি দিলেন আর বললেন যে এই তরমুজটি ভালো হবে।

  • আমার প্রশ্ন হচ্ছে তরমুজে হাত দিয়ে বাড়ি মেরে এটা বোঝা কি সম্ভব যে তরমুজটি ভালো??

দোকানদার খুব হাসি মুখেই জবাব দিল আসলে আমি তো আল্লাহ খোদা নয় বা আমি ওই তরমুজের ভিতরে গিয়েও দেখি নাই যে তরমুজটি আসলে ভালো আছে নাকি খারাপ আছে কিন্তু যিনি কিনতে এসেছে আমার কাছে তরমুজ এবং যিনি আমাকে বলছে যে আপনি বেচে দিন যেটা ভালো হয় আমিতো জানি আমার যে তরমুজগুলো এখানে রাখছে সবগুলোই ভালো।

কিন্তু তারপরও সামনের ওই মানুষটির মন বোঝানোর জন্য আসলে আমরা এমন করে থাকি যাতে তিনি মনে করেন আসলে এই জিনিসটি ভালো হবে।

তখন ভদ্রলোকটি পুরো বিষয়টি বুঝতে পারল আসলে এভাবে এই দোকানদার মানুষকে ঠকাচ্ছে কারণ সে যখন জানে না যে তরমুজ ভেতরে কেমন হবে তাহলে এমন অভিনয় করার কি প্রয়োজন ছিল তাহলে একপ্রকার সে মানুষকে ঠকাচ্ছে অবশ্যই সে পাপের ভাগীদার হচ্ছে।

meritt-thomas-qVNSANBjYdI-unsplash.jpg

Src

তো বন্ধুরা আপনারা এই ছোট্ট গল্প থেকে আসলে কি বুঝতে পারলেন আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমি আসলে আপনাদের কি বোঝাতে চেয়েছি।

ওই যে কথায় আছে না চকচক করলেই সোনা হয় না আর অন্ধবিশ্বাস এই সবকিছু পাওয়া যায় না।

তাই মানুষের উপর অন্ধ বিশ্বাস করবেন না কখনোই অন্ধবিশ্বাস করলে একসময় আপনাকে ঠকতেই হবে আর সেটা এমন ঠকা ঠকতে হবে যেটার মাশুল দিতে গেলে আপনাকে হয়তো অনেক কিছুই হারাতে হতে পারে।

যাই হোক আপনাদের সাথে ছোট্ট এই বিষয়টি আলোচনা করার ইচ্ছে ছিল আজকে হঠাৎ করেই কি একটা ভাবলাম আর মনে পড়ল যে আসলে এমন কিছু শেয়ার করি যাতে আপনাদের ভালো লাগে।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbJriBZCi3tAWwVHssWzpCE1JjKKa6eexpRuASfg5B8PQFGmNckfvdXDn3tx7Dw...3meAuoUM9Hu3UYNYuVuWHvT4h9EHkZyZVnZNo59q94FRsqBZij6Ycrc6YoDxg9YYDZdofoDEki99J4gUm1uX6QCj1H7xd7HNCKy8egBbey4CULwgMytBE6trcn.png

যাই হোক যদি ভালো লাগে আর যদি আপনারা আমাদের কথাগুলো থেকে কিছু বুঝতে পারেন আর যদি লেখার ভেতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকে বা বলার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

Best regards

@mamun12345

Join incredible India discord community

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr.jpg

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

তাই মানুষের উপর অন্ধ বিশ্বাস করবেন না কখনোই অন্ধবিশ্বাস করলে একসময় আপনাকে ঠকতেই হবে আর সেটা এমন ঠকা ঠকতে হবে যেটার মাশুল দিতে গেলে আপনাকে হয়তো অনেক কিছুই হারাতে হতে পারে।

আপনার যুক্তিটি যথার্থ। যেহেতু আমরা বিবেকসম্পন্ন মানুষ। ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ তায়ালা আমাদের দিয়েছেন। তাই আমাদের সব বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। অন্যের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করার সময় ভালোভাবে যাচাই করে নিতে হবে। তাহলে আর কোনো দ্বিধাদ্বন্দ থাকবে না।

#miwcc

 last year 

তাই মানুষের উপর অন্ধ বিশ্বাস করবেন না কখনোই অন্ধবিশ্বাস করলে একসময় আপনাকে ঠকতেই হবে আর সেটা এমন ঠকা ঠকতে হবে যেটার মাশুল দিতে গেলে আপনাকে হয়তো অনেক কিছুই হারাতে হতে পারে।

এই কথাটি আপনি একদম ঠিক বলেছেন আমরা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলি সে মানুষ আমাদের এমন ভাবে আঘাত দেয় সেই আঘাত থেকে বের হতে আমাদের অনেক সময় লাগে বা অনেক কিছুই ক্ষতি হয়ে যাই।

সেজন্য আমাদেরকে খুব সাবধান এর সাথে কাজ করতে হবে বা অপরকে বিশ্বাস করতে হবে মানুষ কে বিশ্বাস করার আগে কিছু সময় ভেবে নেয়া উচিত আমাদের যে সে আসলেই কি ঠিক কথা বলছে বা ভুল কথা বলছে।

যাইহোক আপনি খুবই সুন্দর ভাবে আজ আপনার পোস্টটি সাজিয়েছেন তরমুজ ব্যবসায়িকের মাধ্যমে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য।

#miwcc

 last year 

আসলে আপনি ঠিক বলেছেন, মানুষকে অন্ধভাবে বিশ্বাস করলে। সেই জায়গাটায় ঠকা ছাড়া ভালো কিছু হয় না। এমনই ঘটনা ঘটেছিল গত শুক্রবারে। আমি এবং আমার ননদ গিয়েছিলাম আমাদের বাজারে।

যেহেতু ঈদের মার্কেটিং চলতেছে। প্রচণ্ড ভিড় তারপরেও একটা দোকানে ঢুকলাম। তারপরে ওখানে গিয়ে দেখলাম বড় বড় বেশ সুন্দর সুন্দর আতা ফল

আমার বড় ছেলেটা আতা ফল দেখে খাবার জন্য বেশ কান্নাকাটি করছিল। তাই তেমন একটা কিছু ভাবলাম না। এক কিলো আতা আমি ২০০ টাকা দিয়ে কিনে নিলাম।

দোকানদার নিজের হাতেই আমাকে বেছে বেছে আতা ফলগুলো দিয়েছিল। এবং বলেছিল এগুলো প্রচন্ড মিষ্টি এবং বেশ ভালো। আমিও দোকানদারকে অন্ধের মত বিশ্বাস করেছিলাম।

কিন্তু বাড়িতে এসে আমি একদম হতবাক হয়ে গেলাম। প্রত্যেকটা আতা ফল নষ্ট হয়ে গেছে। তেমন একটা খাবার উপযোগী ও নেই। তখন মনে মনে নিজেকেই দোষারোপ করছিলাম। কেন আমি দেখে কিনলাম না।

আপনার এই গল্পটা পড়ে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, তাই শেয়ার করলাম।

একদমই ঠিক বলেছেন, চকচক করলেই সোনা হয় না। অবশ্যই কাউকে অন্ধের মত বিশ্বাস করাটাও ঠিক নয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66433.10
ETH 3607.66
USDT 1.00
SBD 2.69