মার্কেটে গিয়ে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া
![]() |
---|
প্রতিদিনের মতো কালও আমার ঘুম থেকে উঠতে উঠতে একদম বেলা হয়ে গিয়েছিল। আসলে রাত জেগে কাজ করতে হয় তাই একটু বেশি করে ঘুমিয়ে রাতের ঘুমটাকে দিনে পূরণ করে ফেলি। একটু দেরি করে না উঠলে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বো।
যাই হোক প্রতিদিনের মতো কালকেও ঘুম থেকে উঠেই সোজা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যাই সাথে সাথে গোসলটাও সেরে ফেলি। তারপর নাস্তা এবং দুপুরের খাবার একসাথেই সেরে নিয়ে রুমে গিয়ে দেখি মামা ফোনে অনেকবার কল করেছিল।
তার এতবার ফোন দেখে সাথে সাথেই তাকে কল ব্যাক করি। তারপর মামা আমায় বলল মামা মামি সহ মার্কেটে যাবে আর আমাকেও তাদের সাথে যেতে হবে। শুনে আমি এক কথায় রাজি হয়ে গেলাম কারণ অনেকদিন থেকে মার্কেটের দিকে যাওয়া হয় না মার্কেট দিক থেকে একটু ঘুরে আসলে ভালোই লাগবে।
তারপর আমরা সন্ধ্যার আগে আগে বাড়ি থেকে বেরিয়ে রিকশা নিয়ে সোজা মার্কেটের উদ্দেশ্যে রওনা হই। মার্কেটে গিয়ে মামী অনেক কিছু কেনাকাটা করল। ঘুরতে ঘুরতেই আমাদের সকলেরই ক্ষুধা লেগে গিয়েছিল কারণ বাসা থেকে সন্ধ্যার নাস্তাটা করে আসা হয়নি।
প্রথমে আমরা ঠিক করলাম বগুড়া দোধি ঘরে গিয়ে ডালপুরি খাব আর তারপর চা খাব। বগুড়া দোধী ঘরের উদ্দেশ্যে আমরা রওনা হই, তখনই একটু সামনে আগাতেই একটি ফুচকা চটপটির দোকান সামনে পড়ে। ফুচকা চটপটির দোকান দেখে দোধি ঘরে যাওয়ার ইচ্ছাটা শেষ হয়ে গেল কারণ অনেকদিন থেকেই চটপটে ফুচকা খাওয়া হয় না।
![]() |
---|
![]() |
---|
তারপর আমরা সকলেই চটপটির দোকানের চেয়ারে বসে পড়ি। এই দোকানটি আসলে একটি ভ্রাম্যমান চটপটির দোকান যেখানে ফুচকা সাথে বিভিন্ন ধরনের আচরণ পাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম ফুচকা খাব কিন্তু পরে আমরা সকলেই চটপটি অর্ডার করি।
অনেকদিন আগে সুপারমার্কেটের এই ভ্রাম্যমান দোকানের চটপটি খেয়েছিলাম, সেই চটপটির কথা আমার এখনো মনে আছে তাই ফুচকা খাওয়ার ইচ্ছাটাকে দাবিয়ে দিয়ে চটপটি অর্ডার করি।
![]() |
---|
ছটপটির মধ্যে অনেক বেশি পরিমাণে ডিম দেওয়া ছিল আর সাথে ছিল মচমচে পাপড় তাই খেতেও বেশ মজার এই চটপটি। আর এই চটপটিতে যেই টকটি ব্যবহার করা হয় এই টকটি খুবই সুস্বাদু, এই টকের কারণেই চটপটির স্বাদ অনেক গুনে বেড়ে যায়।
চটপটি খেতে খেতেই আমি তিনবার টক নিয়েছিলাম এই টকটা আমার কাছে এতটাই ভালো লাগে। এই টকটা সম্ভবত আচার দিয়ে তৈরি, সুন্দর টক মিষ্টি একটা স্বাদ পাওয়া যায় এই টক থেকে।
![]() |
---|
তারপর ভেতরের দিকে চোখ পড়তেই দেখলাম বিভিন্ন ধরনের আচার এই ভ্রাম্যমান দোকানে তারা বিক্রয় করে। তারপর সেই দোকানদার ভাইয়ের কাছে জানতে পারলাম এই আচারগুলো তারা বাড়িতেই তৈরি করে। এই দোকানে প্রায় সব কিছুর দামি অনেক কম ছিল। অন্য জায়গায় এক বাটি চটপটির দাম ৪০ টাকা করে নেয় কিন্তু এই দোকানে মাত্র ৩০ টাকা করে নিয়েছিল।
![]() |
---|
চটপটি খাওয়া শেষ করে আমরা ঠিক করলাম এবার বগুড়া দধি ও মিষ্টান্ন ভান্ডারে চা খেতে যাব। সেখানে চাটা অনেক ভালো তাই মার্কেটে আসলে আমরা সেখানে চা না খেয়ে কখনোই বাড়ি ফিরিনা।
তারপর চা খাওয়া শেষ করে মামা আর দু একটা জিনিস কিনলো। এভাবে ঘোরাঘুরি করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি মোটামুটি রাত হয়ে এসেছে, তাই আমরা আর মার্কেটে বেশিক্ষণ দেরি না করে একটি রিকশা ঠিক করে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হই।
আজ তাহলে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্টে আসার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন কোন এক পোস্টে সে অব্দি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Hola amigo, excelente paseo en el mercado, degustaste una comida que se veía deliciosa, me encanta ver la gastronomía de otros países, creo que me encantaría viajar al rededor del mundo pero probar la comida, me dió curiosidad los encurtidos, el mercado se ve que es un lugar bastante concurrido.
Fue un placer leerte amigo ☺️
Yo también quiero viajar por el mundo. Como a ti, me encanta ver fotos de diferentes países.Muchas gracias por tan lindo comentario. ☺️
সন্ধ্যার সময় ঘোরাঘুরি করা মুহূর্ত খুবই ভালো লাগে আপনারা কপাল নিয়ে এসেছেন বলে ঘোরাঘুরি করতে পারছেন ভাই আমরা বন্দী জীবনের মত আটকা পড়ে আছি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।
চেষ্টা করবেন ভাই একটু ঘুরাঘুরি করার। ঘোরাঘুরি করলে মন ও শরীর ভালো থাকে।
জ্বী ভাই বিকেল থেকে সন্ধা এই মনোরম পরিবেশে ঘুড়তে আমারো খুব ভালো লাগে ৷ এই সময়ে যে কোন জায়গায় গেলে মন অনেক ফ্রেশ থাকে নিজেকে অনেক হালকা মনে হয় ৷ আর আপনাদের চটপটি ফুসকা চা খাওয়ার মূহর্ত টা আসলেই অনেক সুন্দর ছিল ৷ অনেক সুস্বাদু খাবার এগুলা আমারো প্রিয় ৷ যাই হোক আপনাদের সুন্দর মূহর্ত টা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ভাই ৷
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।
বেশ সুন্দর সময় কাটিয়েছেন দেখতে পারছি।মার্কেটে গিয়ে ঘুরাঘুরি করতে আমারও ভালোই লাগে। তবে সেটা মার্কেটের মত হতে হবে। যেখানে সুন্দর পরিবেশ ও হরেক রকমের জিনিস পাওয়া যায়।
এ সমস্ত জিনিসপত্র না কিনলেও দেখেও শান্তি। যাইহোক আপনি আবার চটপটিও খেয়েছেন, যা দেখে ভালোই লাগলো, দোকানের বিষয়ে মোটামুটি কিছু বললেন, যা আপনার লেখনিতে বুঝতে পারলাম। দামও অনন্য দোকানের চেয়ে অনেক টা কম। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।
আপনি তো দেখছি সেই দিনের সেই সন্ধ্যাটা অনেক জমজমাট করে কাটিয়েছেন। আপনার পোস্টে লোভনীয় খাবার গুলো দেখে লোভ লেগে গেল। বিশেষ করে চটপটি আমার খুব পছন্দ ঝালঝাল করে। তার সাথে বগুড়ার মিষ্টির কথা, আমি অনেক শুনেছি লাইফে। একবারে খেয়েছিলাম আবারও চেষ্টা করব খাওয়ার জন্য।
আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে আপনি অনেক মজা করছেন। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ ভালো থাকবেন।