শ্রীশ্রী রামকৃষ্ণ লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর - পর্ব ৩

in Incredible Indialast year

সকল সদস্যকে জানাই নমস্কার 🙏🏾

প্রখ্যাত সোমপ্রকাশ পত্রিকায় ১২৬২ বঙ্গাব্দের ২২ জ্যৈষ্ঠ প্রকাশিত হয়েছিল যথাঃ---- "জানবাজার নিবাসিনী পূণ্যশীলা শ্রীমতি রানীরাসমনী জ্যৈষ্ঠ পৌর্ণমাসী তিথিযোগে দক্ষিণেশ্বরে বিচিত্র নবরত্ন ও মন্দিরাদিতে দেবমূর্তি প্রতিষ্ঠা করিয়াছেন, ঐ দিবসে তথায় প্রায় লক্ষ্য লোকের সমাগম হইয়াছিল, এই পূণ্যকর্ম উপলক্ষে রানী রাসমণি অকাতরে অর্থব্যয় করিয়াছেন , প্রতেক শিবস্থাপনে রজতময় ষোড়শ ও অন্যান্য বিবিধ দ্রব্য পট্টবস্ত্র নগদ টাকা দিয়াছেন........।" এই পূণ্যকার্যে রানি রাসমণি প্রায় দুই লাখ টাকা খরচ করেছিলেন যার বর্তমান মূল্য প্রায় কয়েক শতগুণ হবে।

চাঁদনী ঘাট থেকে বিবেকানন্দ ব্রিজ@impersonal

নাট মন্দির

কালী মন্দিরের ঠিক দক্ষিণ দিকে অনেক গুলো স্তম্ভ বিস্তৃত প্রশস্ত একটি নাট মন্দির। এর দৈর্ঘ্য ৭৫ ফুট এবং প্রস্থ ৫০ ফুট। মোট ১৬ টা স্তম্ভের উপর বিশাল ছাদ। নাট মন্দিরের উপর উত্তরমুখী মহাদেব, নন্দী ও ভৃঙ্গী মূর্তি আছে। ঠাকুর এই মহাদেবের প্রণাম করে, কালী মন্দিরে প্রবেশ করতেন। এই নাট মন্দিরে এক বিশেষ ধর্মীয় বিচার সভায় ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবী ঠাকুর রামকৃষ্ণকে 'অবতার' বলে রূপে প্রমাণ করেছিলেন। রানি রাসমণির জামাতা মথুরানাথের উদ্বগে ১৮৬৪ খৃষ্টাব্দে এখানে অন্নমেরু উৎসব হয়। একসময় এখানে হরিকথা, যাত্রাগান, চন্ডীগান ইত্যাদি আসর বসত। বর্তমানে এখানে ভজন-কীর্তন-মাতৃসঙ্গীত-নামগানাদি হয়। কালীপুজোর দিন আনাজ বলি হয়।

চাঁদনী ঘাট ও দ্বাদশ শিব মন্দির

মন্দির সংলগ্ন পশ্চিম দিকের গঙ্গার ঘাট বকুলতলা ঘাটের থেকে অনেক বড়। বর্তমানে বকুলতলা ঘাটের অনেক সংঙ্কার করে প্রসস্থ করা হয়েছে। প্রস্থথ সিড়ী গঙ্গার তলদেশ থেকে মন্দিরের পশ্চিম দিকের প্রবেশদ্বার চাঁদনীর সামনের রাস্তার আগে পোস্তায় উঠে মিসেছে। পোস্তা একটি বৃহত উঠান যেখানে ঘাটের শিঁড়ি শেষ হয়। তাই এই ঘাটকে চাঁদনী ঘাট বলা হত। বর্তমানে চাঁদনী প্রবেশদ্বার বিশেষ কারণে ব্যবহৃত হয়। এই রাস্তা দক্ষিণ নহবতখানা থেকে উত্তর নহবত খানা হয়ে পঞ্চবটিতে গেছে। এই রাস্তায় আগে যে পূজা সামগ্রীর দোকান ছিল কুঠিবাড়ির পূর্ব দিকে নতুন ডালা আর্কেডে স্থানান্তরিত করা হয়েছে। ঘাট সংলগ্ন অঞ্চলের উদ্যান রচনা, রাস্তা সম্প্রসারন ও মুরাল স্থাপন হয়েছে। এই ঘাটে নৌকা করে মানুষ এসে উঠত। অনেকে গঙ্গা স্নান করতেন। বর্তমানে লঞ্চ ও নৌকার ঘাট আরো দক্ষিণ দিকে বিবেকানন্দ সেতু দিকে সরিয়ে দিয়েছে।

প্রাঙ্গনের পশ্চিম দিকের গঙ্গার কাছে উত্তর দক্ষিণ বরাবর সারি সারি ১২ মন্দির। প্রত্যেকটি মন্দির একরকম কালো পাথরের শীবলিঙ্গ। মন্দির মেঝে সাদা কালো পাথরে বাঁধানো। উচ্চ বেদীর উপর মন্দির অবস্থিত বলে সিড়ী বেয়ে উঠতে হয়। মন্দিরের চার ধারে উন্মুক্ত চাতাল। মন্দিরের ছাদ আঁটচালাকৃতী। এখানে নিত্য পূজা হয়। ভক্তদের জন্য অবিরত দার। বারোটা মন্দির দুইভাগে বিভক্ত ছয়টি উত্তর মাঝে চাঁদনী সংলগ্ন প্রবেশদ্বার আর দক্ষিণ ছয়টি শিব মন্দির।

দ্বাদশ শিব মন্দির @impersonal

দ্বাদশ শিব মন্দির @impersonal

শ্রীশ্রী রামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র দক্ষিনেশ্বর - পর্ব ১

শ্রীশ্রী রামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র দক্ষিনেশ্বর - পর্ব ২

আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ!!

In the today's episode of the series I have described few more important temples like Nat Mandir and Shiva Mandir as well as an important bathing and boating ghat called Chandni Ghat on holi rever Ganges originated from Himalayas. There are certain things like this holi places can be expressed better in mother language. My mother language being Bengali I have written the post in Bengali.

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 last year 

আপনি আবারও আজকে,,, আমাদের সাথে শ্রী শ্রী কৃষ্ণের দক্ষিণেশ্বরের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছেন। আসলে এখানে আপনি চাঁদনীঘাট বিবেকানন্দ ব্রিজ সম্পর্কে আলোচনা করেছেন। যে ব্রিজ সম্পর্কে আমি আমার লাইফে এই প্রথম,, আপনার পোস্ট থেকে জানতে পারলাম। যে ব্রিজ সম্পর্কে আপনি বিস্তারিতভাবেই আপনার পোস্ট এর মধ্যে লিখেছেন। আসলে এই ইতিহাস গুলো,, আমাদের জানা খুব প্রয়োজন।

আমি ঠিক জানিনা আমার ভাগ্যটা কত ভালো,, কারণ আপনার পোস্ট থেকে আমি প্রত্যেকদিন নতুন নতুন কিছু না কিছু জানতে পারছি। আপনি আমাদের সাথে চেষ্টা করেন নতুন কিছু না কিছু শেয়ার করার জন্য। যেটা আসলে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। আপনাকে অনুরোধ করবো প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখার জন্য। আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।

Posted using SteemPro Mobile

 last year 

প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম ও দ্বিতীয় পর্ব না পড়ে এসেই তৃতীয় পর্ব করে ফেলেছি।

আপনি এখানে চাঁদনীঘাট বিবেকানন্দ ব্রিজ সম্পর্কে আলোচনা করেছেন। ব্রিজ কে দেখতে ভীষণ সুন্দর এবং আপনার তোলার ছবি অসাধারণ হয়েছে যা বলে বুঝে প্রকাশ করতে পারবো না।

একপ্রকার এক অসাধারণ ছবি তুলেছেন ব্রিজের এবং দ্বাদশ শিব মন্দিরের।

এত সুন্দর ভাবে ব্রিজ ও দ্বাদশ শিব মন্দিরের বিষয় নিয়ে সুন্দর আলোচনা করার জন্য এবং আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনাকে অনুরোধ করব প্রথম ও দ্বিতীয় পর্ব দেখার জন্য। ওখানে ও কিছু ছবি আছে আপনার দেখে ভালো লাগবে। আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65651.70
ETH 2676.03
USDT 1.00
SBD 2.91