শ্রীশ্রী রামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র দক্ষিনেশ্বর - পর্ব ২

in Incredible Indialast year

শ্রীশ্রীভবতারিণী মা কালী মন্দির

প্রাঙ্গনের পূর্বদিকের মাঝামাঝি বিষ্ণমন্দিরের দক্ষিণ দিকে দক্ষিণামুখী মন্দিরের কালি মুর্তিটিও দক্ষিণ মুখী তাই এই ভবতারিণী কালীকে অনেকেই দক্ষিণা কালী বলে।

উইকিপিডিয়া মন্দিরের আরাধ্যা দেবী ভবতারিণী কালী

নবরত্ন মন্দির চারটি চূড়া দ্বিতলে ও চারটি চূড়া তৃতলে এবং নবম চূড়া মাঝের গম্বুজবিশিষ্ট ছাদের মাঝখানে আছে। প্রত্যেকটি দেউলাকৃতি চূড়া ও মন্দিরের দেয়ালের শিল্প স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। প্রতিদিকে দুটি করে বাঁকানো কার্নিস ছাদের কার্নিসযুক্ত চালার মত বাঁকা। ঠিক তার উপরে বাঁকানো দুই ফুট উঁচু দেআল মাঝখানে ফাঁকা। উপরের ও মাঝের অংশে কতগুলো ফাঁকা কুলঙ্গি রয়েছে।

@impersonal

মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৫০ ফুট এবং উচ্চতা ১০০ ফুট। গর্ভমন্দির চৌকো, ধারগুলি ১৫ ফুট। মন্দিরের চারি দিকে বারান্দা বা রোয়াক গ্রীল দিয়ে ঘেরা। মেঝে বেলে ও মার্বেল পাথরে বাঁধানো। কষ্ঠি পাথরের কালি মুর্তিটার উচ্চতার প্রায় ৩৩ ইঞ্চি।গর্ভগৃহে শ্বেতপাথরের বেদীর উপর রুপোর তৈরী সিংহাসনে আসীনা ভবতারিণী মা। নবীন ভাস্কর নামের এক শিল্প এই মূর্তি তৈরি করেছিলেন। সিঁড়ি বেয়ে মন্দিরে উঠতে হয়। এটির নিচে, একটি বসমেন্টে রয়েছে। মন্দিরের দুই দিকে ঢোকার দারজা ও নকল ভরাট করা খিলান দরজা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় ও খিলান দরজা রয়েছে। প্রবেশ দ্বারের উপর পঙ্খের কাজ আছে।

সোপানযুক্ত উচু বেদির উপর রূপার সহস্রদল পদ্ম, তার উপর দক্ষিণ দিকে মাথা রেখে শুয়ে আছে শিব, এই মূর্তি শ্বেত পাথরের। তার বুকের উপর বেনারসী শাড়ি পরিহিত, নানা অলংকার ভূষিত শ্যমাকালী অধিষ্ঠিত। শ্রীপাদপদ্মে নূপুর, পাঁজেব পশ্চিমে মেয়েরা পরে, চুটকি ও বিল্বপত্র। মার হাতে সোনার দোদুল্যমান তাবিজের ঝাঁপি ও বাউটি। গলায় পরান চিক, মুক্তোর সাতনর মালা, সোনার বত্রিশ নর, তারাহার, ও মুন্ডুমালা। কানে কানবালা, কানপাশা; মাথায় মুকুট। নাকে নথ ও নোলক। ত্রীনয়নীর বাঁদিকের উপরের হাতে অশি ও নিচের হাতে নর মুন্ডু। দক্ষিণ হস্তদ্বয়ে আর্শীবাদ ও অভয়। কোমরে নরকর মালা , নিমফল ও কোমর পাটা। মন্দিরের মধ্যে মার বিশ্রামের জন্য বিচিত্র শয্যা। দেয়ালের চামর ঝোলানো। এই চামর নিয়ে রামকৃষ্ণদেব মাকে বাতাস করেছেন। পদ্ম বেদির উপর রূপার গ্লাসে জল ঢেকে রাখা আছে। নিচে সারি সারি ঘটে মার পান করার জল। পদ্মাসনের উপর রাখা আছে অষ্টধাতুর সিংহ, গোধিকা ও ত্রিশূল, হংস, শিবা, বৃশ, ইশান, ইত্যাদি ঠাকুরের সংসার। বেদির সামনে একটা ছোট রূপার সিংহাসনে নারায়ণ শীলা রাখা আছে। বানেশ্বর শিব ও অষ্টধাতুর শ্রীরামচন্দ্রের বিগ্রহ আর এক দিকে রাখা আছে। এগুলি ঠাকুর রামকৃষ্ণ স্যন্নাসীর থেকে পেয়েছিলেন। আরো অনেক দেবদেবীর মূর্তি আছে। দেবীর সামনে সিদুর রনজিত নানা কুসুম বিভূষিত মঙ্গলঘট সংস্থাপন করা হয়েছে।

মায়ের পশ্চাৎ দেশে একটি সুন্দর বেনারসী কাপর ঝুলিয়ে রাখা হয়। বেদির চারকোনে রূপার স্তম্ভ। তার উপর চাঁদোয়া টাঙ্গানো আছে। মন্দিরর দরজার সামনে পাত্রে শ্রীচরণামৃত রাখা থাকে। এই মন্দিরে পরমহংসদেব পূজা করিয়াছেন।

শ্রীশ্রী রামকৃষ্ণদেব কল্পতরু রূপে @impersonal

শ্রীশ্রী রামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র দক্ষিনেশ্বর - পর্ব ১

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Ramkrishna is the greatest philosopher and Spiritual leader of India as well as religious Guru of Swami Vivekananda who is known for his groundbreaking speech to the 1893 World's Parliament of Religions in Chicago, USA.

Ramkrishna Paramhans who had practiced all religions rituals for realization of infinite bless and Eternal Joy. He had practiced different cult of hindu religion as well as Muslim and Christianity. He realized that what is God for Christian that is Allah for Muslim and Ishwar for Hinduism. It is just like getting water from a pond from different sides. When someone calls it water others say Pani or Jal but basically it is H2O. He is famous for his universal unification of religion as he believed, "so many paths to reach one and the same goal".

His initial years of Hindu worship was — Feminine Goddess Maa Kali which was swear in in a temple called Dakhinswar Kali Temple. His major span of life, around 40 years, was spent on all form of Sadhanas, Tantra, Yoga, Prayers, Meditation and Chanting Nāmājaj for liberation, in this place called Dakhinswar village in an Indian state Bengal.

Here we have tried to describe the architecture of the temple as well as the description of Sri Ramakrishna's sacred goddess Bhabatarini Kali Maa which are masterpiece of local artisans, artists and typical in Bengali tradition. So I chose my mother language to express my thoughts in a more justified way. That's why post is written in Bengali.

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার মূল্যায়ন আমকে অনেক অনুপ্রেরণীয় করে নতুন পোস্ট করতে।

Posted using SteemPro Mobile

 last year 

আজকে আপনি আমাদের সাথে শ্রী শ্রী কৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির নিয়ে,, অসম্ভব সুন্দর একটা বিষয়ে আলোচনা করেছেন! বিশেষ করে মন্দিরের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু,, সেটা অনেকেই জানেনা! কিন্তু আজকে আপনার পোস্টে,, আপনি সেটা সুন্দরভাবে উল্লেখ করেছেন।

শ্রীকৃষ্ণের যুবক অবস্থায় যে ছবি রয়েছে! সেটাও আপনি আমাদের সাথে শেয়ার করেছেন! আসলে যদিও আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে আমার তেমন একটা ধারণা নেই! তবে আপনার পোস্ট পড়ে,, কিছুটা হলেও ধারণা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই টপিকটা আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91