কোটা আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।

in Incredible India2 days ago

কোটা আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে যা আমাদের জন্য দুঃখ জনক একটি বিষয়। কোটা আন্দোলন করতে গিয়ে অনেক মায়ের কোল খালি হয়ে গিয়েছে যা আমাদের জন্য দুঃখ জনক একটি বিষয়। কোটা আন্দোলন করতে গিয়ে অনেক বোনেরা নির্যাতন হয়েছে যা আমাদের জন্য দুঃখ জনক একটি বিষয়। কোটা আন্দোলন করতে গিয়ে আজ সাধারণ মানুষ হয়রানির মধ্য আছে যা আমাদের জন্য দুঃখ জনক বিষয়।

1000037600.jpg

আজ কয়েক দিন ধরে বাংলাদেশে কোটা আন্দোলন চলছে। যে খবর আমরা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দেখছি। আমাদের বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা খুব নির্যাতন সহ্য করছে। তারা এখন অসহায় হয়ে পড়ে আছে রাস্তার মাঝে। পুলিশের লাঠির বাড়ি এবং ছাত্রলীগ লাঠির বাড়ি দিয়ে যাচ্ছে আমাদের ছাত্র-ছাত্রী ভাই-বোনেদের ওপরে।

1000037607.jpg

অনেক ছাত্র-ছাত্রী নিজেদের জীবন হারিয়ে ফেলেছে এই কোটা আন্দোলন করতে গিয়ে। অনেক মায়ের বুক খালি হয়ে গেলো এই কোটা আন্দোলন করতে গিয়ে। এখন সারা বিশ্বের মানুষ ক্ষেপে গিয়েছে বাংলাদেশের সরকারের উপরে। সরকারের অনুমতি ছাড়া আজ পুলিশের সাহস হতো না লাশ ফেলানোর। বাংলাদেশের নেট বন্ধ করে দেওয়ার জন্য খুব বেশি খবর নিতে পারলাম না। তবে এতো টুকু বুঝতে পারলাম যতোটুকু খবর আসে। তাতে আমাদের বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা খুবই অসহায়ের মধ্যে পড়ে আছে।

1000037605.jpg

সরকারের দলের লোকেরা ছাত্রলীগ এবং পুলিশ একান্ত হয়ে আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপরে নির্যাতন করে যাচ্ছে। সরকার যদি অনুমতি না দিতো তাহলে আমার মনে হয় না তারা এই কাজ গুলো করতে পারতো। ছাত্র-ছাত্রীর চেয়েছিল অধিকার সরকার তাদের কে বানিয়ে দিলো রাজাকার। ছাত্র-ছাত্রীরা চেয়েছিল অধিকার সরকার তাদেরকে উপহার দিলো মৃত্যু। সরকারের কাছে চেয়েছিল অধিকার সরকার তাদের কে উপহার দিলো পুলিশের লাঠির বাড়ি ছাত্রলীগের ছেলেরা নির্যাতন করছে মেয়েদের।

1000037606.jpg

আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশে আমার মা বোনেরা সুস্থ ভাবে চলতে পারছে না। দিনের পর দিন নির্যাতন সহ্য করে যাচ্ছে। কেনো কেনো আজ আমরা স্বাধীন দেশে বসবাস করে নিজেদের অধিকার চাইতে পারবো না। আমি ১৯৭১ সালের যুদ্ধ দেখেনি তবে ২০২৪ সালের ছাত্র ছাত্রীদের ভাই-বোনেদের যুদ্ধ দেখে যাচ্ছি। যা আমার সোনার বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে।

1000037602.jpg

এখান থেকে দুই দিন আগে সংবাদ নেওয়া ৩০ জনের উপরে ছাত্র ছাত্রী ভাই-বোনেরা মারা গিয়েছে। কেনো আজ নিজের অধিকার চাইতে গিয়ে নিজের জীবন দিয়ে দিতে হলো। পারবে কি সরকার এই জবাব দিতে বর্তমানে সারা বিশ্বের মানুষ ক্ষেপে গিয়েছে সরকারের উপরে। আজকে সকালে ফেসবুকের মাধ্যমে লাইভে দেখলাম কলকাতার ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ ক্ষেপে গিয়েছে। তারা শুধু একটি কথাই বলছে কেন আজ আমার ভাই বোনের রক্ত ঝরলো।

1000037599.jpg

সরকার কি পারবে একজন মায়ের বুকে তার সন্তান কে ফিরিয়ে দিতে। সরকার কোটা রেখে নিজের জায়গা ঠিক রাখতে চাইছিল। নিজের স্বার্থর জন্য আজ কোটা দিয়েছিল সরকার। কারণ আমাদের সরকার একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমরা সবাই মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মান করি। তাকে শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল বলে আমরা সোনার বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু যুদ্ধ তারা করেছিল কি তার পরিবারের জন্য। শুধু কি তারাই বসবাস করবে এই সোনার বাংলাদেশে বলে তারা যুদ্ধ করে গিয়েছিল। আমাদের মতো সাধারন মানুষ যদি বাংলাদেশে বসবাস না করতে পারে ভালো একটি চাকরি না করতে পারে তাহলে কেনো সোনার বাংলাদেশ নাম দেওয়া হয়েছিলো

1000037604.jpg

কেনো স্বাধীন বাংলাদেশ বলা হয় যে দেশে আমরা আমাদের অধিকার চাইতে পারবো না। স্বাধীন বাংলাদেশ মানে আমাদের সবার অধিকার আছে আমাদের ন্যায্য অধিকার দাবি রাখার। যে দেশে আজ মেয়েরা নিরাপত্তা ভাবে থাকতে পারে না সে দেশ কি ভাবে স্বাধীন হয়ে চলতে পারি। যে দেশে আজ সরকারের কথাই ছাত্র ছাত্রীরা নির্যাতন হচ্ছে সে দেশ কি ভাবে স্বাধীন হতে পারে। কোটা কেনো বন্ধ করছে না। কেনো আজ সারা বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে।

হাজারো প্রবাসী আজ নিজের পরিবারের সাথে দুই দিন কথা বলতে পারে না। কেনো আজ সরকার এই কাজ গুলো করছে। আজ দুইদিন ধরে বাংলাদেশের কোন খবর আমরা জানতে পারছি না।কি পাচ্ছে সরকার এই গুলো করে সে কি ভালো ভাবে থাকতে পারবে। কতো মানুষের লাশ পড়ে যাচ্ছে বাংলাদেশে আমাদের ভাবতেই চোখে পানি চলে আসছে। সরকারের বুকে একটুও কাঁদছে না।তার চোখে কি একটুও পানি আসছে না। কেনো আজ আমার মা বোনেদের উপরে নির্যাতন করছে। কেনো আজ আমার ছাত্র ভাইদের বুকে গুলি পড়ছে।

1000037603.jpg

আমরা কি তাহলে বাংলাদেশের মানুষ না শুধু মুক্তিযোদ্ধারাই কি বাংলাদেশের মানুষ। আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার কোনো মর্যাদা নেই। আমাদের সন্তানেরদের ভবিষ্যৎ কি। তারা কি আগামী দিনে চাষীর ছেলে চাষী থেকে যাবে। তারা কি ভ্যান চালকের ছেলে ভ্যান চালক থেকে যাবে। তারা কি কখনো মাতা উঁচু করে বাঁচতে পারবে না। তাদের লেখাপড়ার কোন সম্মান তারা পাবে না। কেনো তাদের এই অধিকার দিচ্ছে না সরকার।

কোটা আন্দোলন করে আজ অনেক মায়ের বুক খালি হয়েছে। আমি তাদের উপরে শ্রদ্ধা জানাই। যে সকল বাবা-মা তার সন্তান হারিয়েছে হয়ত বা তাদের সন্তান আমরা ফিরিয়ে দিতে পারব না। কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে তাদের নাম। আমাদের সন্তানরা দেখবে তাদের সামনের ভবিষ্যতের কথা ভেবে কতো মানুষ জীবন হারিয়েছে। কতো মানুষ যুদ্ধ করে গিয়েছে আমাদের বর্তমান সরকারের সাথে।

এই পোষ্টের মাধ্যমে যে সকল ছবি ব্যবহার করা হয়েছে সব ছবি স্ক্রিনশট নেওয়া ফেসবুকের বিভিন্ন আইডি থেকে এবং lnshot অ্যাপস দিয়ে এডিট করা হয়েছে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

@baizid123

Sort:  
 2 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 days ago 

কোটা আন্দোলনের সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখে আপনি আজকে খুব সুন্দর মতামত শেয়ার করেছেন। অবশ্যই স্বাধীন রাষ্ট্র সুষ্ঠু বিচার ন্যায্য অধিকার সবারই প্রাপ্য।

কোটা আন্দোলন সংস্কারের যে ভাইদের প্রাণ চলে গিয়ে তাদের সম্মান জানাই যেন তারা শহীদি মর্যাদা পায়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কোটা আন্দোলন সম্পর্কে আপনার মতামত শেয়ার করার জন্য।

image.png
CONGRATULATIONS!!

This post has been upvoted - Steem's Angels with @steemcurator0x/ Curated by: @solperez

«El único modo de hacer un gran trabajo es amar lo que haces» Steve Jobs.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 67873.49
ETH 3528.53
USDT 1.00
SBD 2.80