এই শহরে মানুষের দিতে পারলে ভালো আর না দিতে পারলে খারাপ।
জীবন থেকে দিন গুলো কি ভাবে চলে যাচ্ছে বলতে পারছি না। জীবন থেকে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট যে ভাবে চলে যাই বুঝতে পারা যায় না। মনে হলো সেদিন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসেছি। কিন্তু আজকে হিসাব করে দেখলাম দুই বছর দুই দিন পার হয়ে গেছে। বুঝা অনেক কষ্ট কি ভাবে পার করলাম এই দিন গুলো।
কিন্তু এই দুই বছর দুই দিনের মধ্য অনেক কিছু শিখতে পেরেছি আমি। কারণ বাংলাদেশের থাকতে হয়তো বা বন্ধু ছিলো অনেক অল্প টাকা উপার্জন করলেও তখন তাদের সাথে গিয়ে সময় দিয়ে টাকা পয়সা খরচ করতে পারতাম। কিন্তু এখন বর্তমান বাহিরে এসে এই দুই বছর পার করে একটি জিনিস বুঝতে পেরেছি। যতোদিন মানুষকে দিতে পারবো ততোদিন তার কাছে আমার মূল্য থাকবে।
বাংলাদেশ ছেড়ে যেদিন আমি এই প্রবাসী শ্রমিক হয়েছিলাম তখন কোন মানুষ খুব বেশি খোঁজ খবর নিতো না। মাঝে মধ্যেও কিছু মানুষ খোঁজ নিয়ে থাকে তাও সবশেষে বলে যাই সমস্যার মধ্যে আছি কিছু টাকা দেয়া যাবে। তখন নিজের কাছে খারাপ লাগে যদি একটি মানুষ সমস্যার কথা না বলে টাকার কথা না বলে কিছু সময় কথা বলতো তাহলে নিজের মনটা একটু আনন্দিত হতো।
কারণ দুই মিনিট ফোন দিয়ে কোন একটি মানুষ এই দুই বছর খোঁজ নেবে এমন মানুষ আমি পাইনি। খোঁজ নেয়ার মতো যদি কোন মানুষ থেকে থাকতো ছিলো আমার মা এবং বাবা। এই দুই বছরের মধ্যে বাবা-মা প্রতিদিন ফোন দিয়েছে কিন্তু তাদের মতো করে খোঁজ নেয়ার মতো মানুষ আমি আর খুঁজে পাইনি।
আজকে ও কোন একটি মানুষ এই দুই বছর পরে প্রথম ফোন দেয় এবং সে ফোন দিয়ে প্রথম 30 থেকে 40 মিনিট খুবই ভালোভাবে আমার সাথে কথা বলে। আমিও তার সাথে মন খুলে কথা বলছিলাম। এবং তার কাছে যখন জিজ্ঞাসা করেছিলাম এতদিন পরে কেন খোঁজ নিলো। সে আমাকে বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়েছিল। কিন্তু সবশেষে খারাপ লাগাটা কাজ করে যায়।
কেনো না দুই বছর পরে আজ প্রথম ফোন দিয়ে কথা বলার শেষের মুখে এসে আমার কাছে একটি মোবাইল দাবি করে। তখন কি বলবো ভেবে পাচ্ছিলাম না মুখের পরে বলে দিতে পারতাম আমি কিন্তু ভাবছিলাম এখন যদি এই ভাবে বলি তাহলে হয়তো বা কষ্ট পাবে। নিজের কষ্টটা নিজের বুকে চাপা দিয়ে তাকে বললাম আমার মোবাইলটা ও খুব বেশি ভালো নেই আমি নিজেও কিনতে পারছি না এখন। এবং আমার বড় ভাই বাড়ি আছে নিজের বাড়ির দিকে একটু সমস্যা। এখন মোবাইল কিনে দাও আমার দ্বারা সম্ভব না যদি দিতে পারি তাহলে দিবো।
সে আমার কথা শুনে কি মনে করছে এটা আমি জানিনা কিন্তু যখন বললাম আমার সমস্যার কথা ঠিক তার দুই মিনিট পরে সে বলল আমাকে ডাকছে আমি রাতে কথা বলব বলবো ফোনটা কেটে দিলো। আমি বুঝতে পারলাম সে তার প্রয়োজন বা সুবিধা নেয়ার জন্য আমার কাছে এই দুই বছর পরে ফোন দিয়েছে। এবং সত্য কথা বলতে বাড়ি থাকতে তার সাথে আমার সব সময় চলাফেরা ছিলো কথা বলা ছিলো তার সাথে সবকিছু আমার ছিলো ভালো।
আমি যখন নতুন নতুন প্রবাসী শ্রমিক হয়েছিলাম তখন তার কাছে কিছু বার ফোন দিয়েছিলাম কিন্তু সে জানতো আমি অনেক সমস্যার মধ্যে আছি। কারণ বাংলাদেশ থেকে আসার সময় কিছু টাকা ঋণ হয়ে এসেছিলাম তখন। তার সাথে কথা বলে কিছুটা মনের কথা বলবো বলে ফোন দিতাম। কিন্তু তাকে খোঁজ পায়নি আমি আজ হঠাৎ দুপুরে ফোন দিয়ে এমন কথা বলবে আমি আশা করিনি। প্রথম ভেবেছিলাম যে সমস্যার কথা গুলো বলছে সে হতেও পারে সেই সমস্যার জন্য আমার কাছে ফোন দিতে পারিনি।
কিন্তু পরে বুঝতে পারলাম আসলে এই সব কোন বিষয় না বিষয় ছিলো এখন যদি আমি ফোন দিতে পারতাম তাহলে সে আমার কাছে প্রতিদিন ফোন দিতো এবং যদি বলতাম আচ্ছা সমস্যা নেই কিছু দিনের মধ্যে দিবো ফোন কিনে তাহলে সে প্রতিদিনই আমার কাছে ফোন দিয়ে খোঁজে নিতো সে। আসলে আমাদের এই আশেপাশে কিছু মানুষ আছে তাদের দিতে পারলে ভালো থাকতে পারি আমরা। না দিতে পারলে তাদের কাছে কখনো ভালো হতে পারি না আমরা।সেটা আরেক বার প্রমাণ হয়ে গেলো আজকে।
এই দুই বছরে অনেক কিছু শিখলাম আমি এবং এই জীবনে আরো কতো কি শিখব জানি না। আসলে আশে পাশের এই মানুষদের প্রয়োজন থাকলে খোঁজ নিতে পারে। প্রয়োজন না থাকলে প্রবাসীদের খোঁজ নেয়ার মতো মানুষ নিজের পরিবারও থাকে না।
"আশা করি সবার জীবনে ভালো থাকতে পারে 😊। এই দুই বছরে অনেক কিছু শিখলাম আমি এবং এই জীবনে আরো কতো কি শিখব জানি না 🤔। আসলে আশে পাশের এই মানুষদের প্রয়োজন থাকলে খোঁজ নিতে পারে 🙌। প্রয়োজন না থাকলে প্রবাসীদের খোঁজ নেয়ার মতো মানুষ নিজের পরিবারও থাকে না 😔।
ধন্যবাদ সবাইকে 🙏।"
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/8) Get profit votes with @tipU :)
THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।
দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ এই শব্দগুলো আমাদের মাঝে নতুন নয়। তবে কিছু কিছু সময় কষ্ট লাগে যদি সারাজীবন দেওয়ার পর আপন মানুষের মন পাওয়া না যায়।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
এটা আমিও বিশ্বাস করি এবং এটা নতুন নয় আমিও জানি। আসলে খারাপ লাগে তখন যখন কোন মানুষ স্বার্থ ছাড়া আমাদের সাথে কথা বলতে চায় না। এবং বিশেষ করে আপনিও এটা অনুভব করতে পারেন কারণ আপনি একজন প্রবাসী। প্রবাসীদের কাছ থেকে নেয়ার জন্য ছাড়া কোন মানুষ খোঁজ নিতে আসে না তখন সবচেয়ে বেশি খারাপ লাগা কাজ করে।