আমার দুইজন দাদি এবং একটি ভাইকে নিয়ে নিজস্ব কিছু অনুভূতি।

in Incredible India9 months ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমার জান প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, এবং অনেক বেশি ছোট্ট আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি, তাইতো আজ চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করব বলে।

1000025421.jpg ছবিটি whatsapp এর মাধ্যমে নেওয়া হয়েছে।

আজকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিতে এসেছি আমার ছোট্ট একটি ভাই এবং দুটি দাদির সাথে, নিচে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটি আমার দাদী এবং ছোট্ট যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি আমার চাচাতো ভাই, ওই বাংলাদেশ থেকে যেদিন এই দূর বিদেশে এসেছিলাম তখন এই সব আপন মানুষের মায়া ত্যাগ করে এসেছিলাম।

1000025412.jpgছবিটি whatsapp এর মাধ্যমে নেওয়া হয়েছে।

কিন্তু যতো মায়া ত্যাগ করি না কেনো মনের ভেতরে তাদের জন্য ভালোবাসা থাকে, যে ভালোবাসা কখনো ফুরানোর জন্য নয়, যে ভালোবাসা চাইলে ও মন থেকে মুছতে পারবো না, হয়তো বা ক্ষণিকের জন্য মুখে বলতে পারি তাদের জন্য কোনো মায়া মহব্বত আমার মনের ভেতর নেই কিন্তু আসলে তাদেরকে আমি অনেক মিস করি।

1000025415.jpgছবিটি whatsapp এর মাধ্যমে নেওয়া হয়েছে।

যখন বাড়ি ছিলাম তখন যেকোনো একটি সমস্যা হলে তারা আমার পাশে আসতো আমার বাবা মায়ের পাশে দাঁড়াতো বাড়ি থেকে যেদিন চলে এসেছিলাম তাদের আশা পেয়ে বাড়ি থেকে চলে এসেছিলাম কারণ আমি জানতাম বাড়ি যেকোনো একটা সমস্যা হলে তারা অবশ্যই আমার বাড়ি এসে দাঁড়াবে তারা অবশ্যই আমাদের পাশে থাকবে।

1000025406.jpgছবিটি whatsapp এর মাধ্যমে নেওয়া হয়েছে।

রক্তের সম্পর্ক কিন্তু বর্তমানে সংসারের জন্য সবাই নিজেদের মতো সংসার সাজিয়ে নিয়েছে কিন্তু ভালোবাসা আমাদের সবার মাঝে ঠিক আগের মতো আছে। আমার এই দাদিরা সবাই আমার নিজের দাদির মতো কারণ এগুলো আমার দাদার ভাইয়ের স্ত্রী সবাই।

এবং তারা আমাদের অনেক যত্ন করতো ভালোবাসতো তাইতো তাদের কথা মনে পড়ে এবং যে ছোট্ট ভাই টিকে দেখতে পারছেন এই ভাইটি যখন হয়েছিল তখন থেকে আমি তার দেখাশোনা করতাম ছোট বাচ্চা আমার খুব ভালো লাগে এবং সে যখন হালকা কথা বলতে পারলো তখন ভাইয়া ভাইয়া করে ডাকতো খুব ভালো লাগতো সেই মধুর ডাক এখন আর ডাকে না কারণ মোবাইলে সেই ভাবে কথা বলে না।

1000025409.jpgছবিটি whatsapp এর মাধ্যমে নেওয়া হয়েছে।

সে এখন অনেক ছোট তার চোখের সামনে আমি থাকলে হয়তোবা সে ভালোভাবে আমাকে ডাকত এবং সুন্দর করে আমার সাথে চলাফেরা করোতো তাদের সাথে সময় কাটাতে পারলে ভালো হতো অনেক ধরনের চিন্তা ভাবনা নিজের মনের ভেতরে চলে আসে যেগুলো কারো সাথে বলতে পারি না মাঝে মাঝে আপনাদের মাঝে মনের আবেগ শেয়ার করি যা মন থেকে অনেক কিছু হালকা হয়ে যায়।

আজকে দাদি সেলাইয়ের কাজ করছিল এবং আমি হঠাৎ করে ফোন দিয়েছিলাম আমার ভাবির কাছে তখন দাদির সাথে কথা বললাম এবং দুই দাদি সেখানে বসে ছিলো তাই বলছিলাম তাদের ছবি আমার কাছে শেয়ার করার জন্য এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ছবি গুলো কিন্তু আমি সব নিয়েছি এবং আপনাদের মাঝে আমি শেয়ার করেছি।

1000025289.jpgছবিটি whatsapp এর মাধ্যমে নেওয়া হয়েছে।

আমি দোয়া করি আমার এই দুই দাদি যেন সবসময় ভালো এবং সত্য ভাবে থাকে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে এই দাদির মধ্যে একটি দাবি অসুস্থ হয়েছিল সেই দাদির সেবা যত্ন করেছিল আমার আম্মা আমার আম্মা আজ নেই কিন্তু আল্লাহতালা আমার দাদি কে রেখে দিয়েছেন তাদেরকে আল্লাহ তা'আলা আরো হায়াত দান করুন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 9 months ago 

প্রিয় মানুষের সুখের জন্য মায়া ত্যাগ করে দূর প্রবাসে গিয়েছেন। আজকে যখন প্রিয় মানুষের ছবি দেখতে পেয়েছেন। তখন পুরনো দিনের কথা গুলো মনে পড়ল। আসলেই সত্যি এই মানুষগুলোই আমাদের বিপদে-আপদে আমাদের পাশে থাকে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার এই দুই দাদি সবসময় ভালো থাকুন। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং বিস্তারিত আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 9 months ago 

জি আপনি একদম ঠিক কথা বলেছেন প্রিয়জন মানুষের সুখের জন্য আজ আমরা দোয়া করি পাশে এসেছি এবং হঠাৎ করে বা অনেকদিন পরে তাদের সাথে কথা হলে মনের আবেগ ফুটে ওঠে এবং হাজারো কথা মনের চাই তাদের সাথে বইতে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 9 months ago 

প্রিয় মানুষের সাথে কথা বলতে শুরু করলে, মাঝে মাঝে তো আমার মনে হয় কথা যেন শেষ হয় না। মনে হয় কত যুগ হয়ে গেছে, তাদের সাথে কথা হয় না। আবারও যদি তাদের সাথে একটু আলিঙ্গন করে নিজের মনের অনুভূতিগুলো শেয়ার করা যায়। তাহলে কতই না ভালো লাগে ধন্যবাদ।

 9 months ago 

আজকের পোষ্টের মাধ্যমে আপনার দুই দাদী ও ছোট ভাইয়ের সাথে পরিচিত হলাম। আপনার মা নেই জেনে খুব খারাপ লাগতো। দোয়া করি যেন সৃষ্টিকর্তা আপনার তুই দাদী ও ছোট ভাইকে ভালো এবং সুস্থ রাখেন।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য, জি আমার আম্মা বেঁচে নেই, আপনার দোয়া প্রার্থনার জন্য শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 9 months ago 

আসলে দাদা দাদির ভালোবাসা অন্য রকমের হয়।ছোট থেকে তারা আমাদেরকে বড় করে তাই তাদের প্রতি আমাদের ভালোবাসা আর সন্মান যেমঅন অনেক বেশি হয় তেমনই অপরদিকে তারাও আমাদেরকে অনেক ভালোবাসে।
আপানার ছোট ভাই আগে আপনাকে ভাইয়া ভাইয়া বলে যেভাবে ডাকতো এখন আর সেভাবে ডাকে না কারন আপনি তার কাছ থেকে দূরে থাকেন।বাচচারা অনেক কিছুই খুব দ্রুত ভুলে যায়।
কাছে আসলে আর আপনাকে দেখলে হয়তো আবার তার সেই ডাক ফেরত আসবে।
আপনার লেখা পড়ে ভালো লাগলো।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 8 months ago 

দাদা দাদির ভালোবাসা সবার ভাগ্যে থাকে না আমি দাদির ভালোবাসা পেয়েছি দাদার ভালোবাসা পাইনি। এবং এই দুইটি দাদী আমার নিজের দাদির মতো তারা আমাদের খুবই ভালোবাসে এবং যত্ন করে।

এবং আপনি সত্য কথায় বলেছেন ছোট বাচ্চারা খুবই দ্রুত অনেক কথাই ভুলে যায়, সে আমাকে অনেক সুন্দর করে ডাক দিতো যখন তার পাশে ছিলাম আমি হয়তোবা অনেক দূরে আছে বলে এখন আর সেই ভাবে কথা হয় না এবং সেইভাবে দেখতে পায় না বলে আর ডাকে না। তবে অবশ্যই যদি বাংলাদেশের যাই কখনো তাহলে আবার সে ডাকবে ইনশাল্লাহ।

সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 8 months ago 

সত্যি কথা বলতে ভাই দাদা দাদী মানেই একটা অন্যরকম প্রশান্তির ছায়া। কিন্তু দুঃখের বিষয় আমার দাদী বেঁচে নেই। বাইরে থাকলে পরিবারের প্রতিটি সদস্যের প্রতি অনেক টান রয়ে যায়। আপনার দুই দাদি এবং এক ছোট ভাইয়ের আনন্দের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

দোয়া করি প্রবাস জীবনের সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা রইল।
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

এটা জানতে পেরে আমার কাছে অনেক খারাপ লাগছে আপনার দাদি বেঁচে নেই, আসলে মানুষ সারা জীবন আমাদের কাছে থাকে না একটি সময় তার ডাক পড়লে সে চলে যায়, দাদা দাদির ভালোবাসা অন্য কোন মানুষের কাছ থেকে পাওয়া যায় না।

সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.036
BTC 95282.29
ETH 3279.60
USDT 1.00
SBD 3.07