I will Earn money but will not work!!

in #blog6 years ago

টাকা ইনকাম করবো কিন্তু কাজ করবো না।

আশা করি হ্যাডলাইন দেখেই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আজকে আমি নিজেকে এবং সেসব মানুষদের নিয়ে কথা বলতে যাচ্ছি যারা শুধু টাকা ইনকাম করতে চাই অথচ কাজ করতে নারাজ।

যাই হোক শুরু করি আমি অনলাইনে আসি দুই হাজার চৌদ্দ'য়ের দিকে যদিও প্রথম অবস্থায় কিছু বুঝতাম না তবে আমার নেশা (লক্ষ) একটাই ছিলো আমি অনলাইন থেকে টাকা কামানো, সেটা হউক চুরিবিদ্যা ছাড়া যেকোন উপায়ে ইনভেস্টমেন্ট অথবা ইউটিউব থেকে!!
georgeallensr1-2x.jpg Sourch
প্রথম দুই বছর গেলো শুধু ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করতে করতে, শেষের দিকে এসে কয়েকটা PTC, REVENU সাইটের সাথে পরিচয় হয় যদিও তখনো আমি অনলাইন আর্নিং সম্পর্কে কিছু জানতাম না। ফেসবুক ফ্রেন্ডরা যে যেভাবে বলতো সেভাবেই কাজ করতাম যার ফলে কোন ফায়দা হয় নাই।

এসব বাদ দিয়ে ধরলাম 10Adpays এবং RBB তে ইনভেস্টমেন্ট করলাম কিছু যদিও সাইটগুলো বছর দের বছর পেমেন্ট দিয়েছে পরে এসে সেগুলোতেও ধরা খেলাম, যাই হোক সেটাও গেলো তারপর চিন্তা করলাম অন্যকিছু করবো শুরু করলাম লাইক কমেন্ট শেয়ারের ব্যবসা কিছুদিন পর সেটিও বাদ কারণ ধৈর্যয়ে কোলায় না।

অবশেষে দুই হাজার সতেরো সালের শেষের দিকে এসে @ronimhr ভাই'য়ের মাধ্যমে জয়েন করলাম steemit এ, একাউন্ট করার প্রথম দুই মাস গেলো ডিএকটভ অবস্থায় যখন দেখলাম সাথের ভাই টাকা কামাচ্ছে তারপর একদিন লগিং করলাম, আর কি যেমন মানুষ তেমন কাজ আমিও কাজ শুরু করলাম আর প্রাইসও কমতে লাগলো তারপর আবার মন দিল খারাপ করে এটাও বাদ দিলাম!!

তার কিছুদিন পর প্রাইস আবার হালকা বাড়তে লাগলো @Nirob ভাই বলবো এখন ইনভেস্টমেন্ট করার সঠিক সময় করেন বুঝে করতে পারলে আশা করি লাভবান হবেন, শুরু করলাম আবার কাজ এইতো কয়েকমাস আগে হাজার দশেকের মত ইনভেস্টমেন্ট করলাম এবং সে থেকেই কাজ শুরু তবে তেঁতো সত্য এটা যে আজ পর্যন্ত স্টিম না অনলাইন থেকেই কোন টাকা কামাতে পারলাম না কোন ধরণেরকাজ না জানার কারণে উল্টো আরো হাজার কয়েক এম্বির টাকা গেছে!!

মূল বিষয়
  • আমরা সবাই অনলাইন থেকে ইনকাম করার জন্য পাগল যার ফলে যখনি কোন বড় ভাই কিংবা সিনিয়র কেউ কাজের সন্ধ্যান দেয় আমরা তা সাদরে গ্রহন কিন্তু যখনি তারা বলে যে সেখানে কাজ করতে এত হাজার টাকা এবং মাস খানেক সময় লাগবে শিখতে তখনি শুরু হয় আমাদের পেটে কামড় নানা জাতের অজুহাত!!
ছোট একটা গল্প শেয়ার করি!!
  • কিছুদিন আগে এক ছেলে তার বড় ভাই'কে বলে ভাইয়া আপনি তো অনলাইন থেকে ভালো টাকা ইনকাম করেন আমাকে একটা লাইন ধরাই দেননা যেনো কিছু টাকা আর্ন করতে পারি, তার বড় ভাই বললো ওকে ঠিক আছে এক লক্ষ টাকা আর ছয় মাস সময় নিয়ে চলে আসো শিখিয়ে দিবো কাজ, সে ছেলে আর অনলাইন কাজের নামই মুখে আনেনি।

  • অন্যদিকে একই ছেলেকে যখন কোন এস আই ফোন করে বলে দশ টাকা নিয়ে রেডি করতে পারলে তোমার পুলিশ কন্সটবলের চাকরী ফিট, সে দিনে চৌদ্দবার তার খবর নেই!!

অনলাইনের ব্যাপারটা আসলে অন্যরকম এখানে অনেকে আছে ইন্টার পাশ করে লাখ টাকা কামাচ্ছে আবার অনেকে মাস্টার্স কমপ্লিট করে সঠিক গাইড লাইনের সন্ধ্যান করতেছে পাচ্ছে না অনলাইনে কাজ করার জন্য যখনি শুনে যে কাজ শিখতে টাকা লাগবে মন উঠে যায় সেখান থেকে।

আমি নিজে কাজ জানি না তবে আমি এটা জানি যে যে কাজের বিনিময়ে আপনারা হাজার, লাখ টাকা কামাতে পারবেন সে কাজ আপনাকে কেউ ফ্রিতে শেখাবে না সুতরাং টাকা ইনকাম করতে আপনাকে অবশ্যই আপনার মূল্যবার সময় এবং নিজের পকেটের টাকা খরচ করে শিখতে হবে তাহলেই আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন, আমার বিশ্বাস।

  • তবে সবার উদ্দেশ্যে আমার একটা কথা আছে সেটা হচ্ছে আপনি চাইলে প্রথমে ফ্রিতে কিছু টাকা ইনকাম করতে পারেন এবং সে টাকা দিয়ে পেইড কোর্সগুলো শুরু করতে পারবেন আর তার জন্য আপনার লাগবে ব্লগিং এক্সপ্রিয়েন্স কাজের দক্ষতা ও উচ্চ লেভেলের ধৈর্য তাহলেই আপনি এখানে সফল হতে পারবেন।

আজকের মত এখানেই শেষ দেখা হচ্ছে আগামী কোন পোস্টে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এ পোস্ট ভালো লাগিলে অন্যান্য পোস্টগুলো দেখুন-

To learn more Click Here @hossainbd
PicsArt_08-26-07.37.38.jpg Create by @hossainbd

Sort:  

সবার গল্প এভাবেই শুরু।

হইতো বা।

বাই দ্যা ওয়ে ধন্যবাদ ❤

Posted using Partiko Android

Congratulations!

This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.

If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:

50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.

YOU ARE INVITED TO JOIN THE SERVER!

Congratulations @hossainbd! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Your post has been selected to be presented in Steemit Bangladesh Curation Competition Episode # 16 . If you are from Bangladesh and would like to present the article in the voice hangout during the competition, Please join the hangout on our Discord server.

Steemit Bangladesh Curation Competition Episode # 16
Time : 10 PM BDT
Date: 04/09/2018 (Tuesday)


Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 97628.25
ETH 3466.00
USDT 1.00
SBD 3.37