A story of 'Noakhali' with my Two friends

in #blog6 years ago (edited)

আসসালামওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি ভিন্ন টপিক নিয়ে, টপিকের নাম কি দেওয়া যায় আমি সঠিক জানি না তবে এটা জানি যে আজকে আমি নোয়াখালী জেলা & জেলার মানুষদের নিয়ে কথা বলবো সুতরাং আর কথা না বাড়িয়ে বিস্তারিত শুরু করি!! PicsArt_08-29-06.41.37.jpg ২০১৩ সালে আমরা চারজন, এখানে কে রয়েছে কিভাবে আসলো বিস্তারিত পুরো পোস্ট পড়লেই বুঝতে পারবেন।

প্রথমেই জেনে নেই নোয়াখালী কোথায় অবস্থিত, তাদের জনসংখ্যা ও খুঁটিনাটি! নোয়াখালী একটি জেলার নাম, নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া! নয়টি উপজেলা নিয়ে ঘটিত নোয়াখালী জেলাটি পার্বত্য চট্রগ্রাম বিভাগের দক্ষিণপূর্ব অঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। আগে ফেনী, লক্ষীপুর নোয়াখালী নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিলো যা এখন বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত!! নিচের ছবিতে নোয়াখালীর ম্যাপ দেখুন- noakhali-news-map_6533.jpg Sourch

২০১১ সালের গণনা অনুযায়ী নোয়াখালীর মোট জনসংখ্যা ৩৩,৭০,২৫১ জন, যেখানে পুরুষের সংখ্যা হচ্ছে ১৪,৮৫,১৬৯ এবং মহিলা রয়েছেন ১৬,২২,৯১৪ জন এবং তার আয়তন হচ্ছে ৪২০২.৭০ কিলোমিটার! Sourch তাছাড়াও জেলাটির স্বাক্ষরতার হার রয়েছে ৮৯.৫০% যা অন্য কয়েকটি জেলা থেকে অনেক বেশি। তাছাড়াও জেলাটিতে ৯৫.৪২% মুসলিম এবং বাকি ৪.৫২% অন্যান্য ধর্মপ্রাণ এর বসবাস।

আসলে নোয়াখালী নিয়ে আমার বলার তেমন কিছু নেই অনেকেই অনেক পোস্ট করে রেখেছে তাছাড়া উইকিপিডিয়াতে সব তথ্যও দেওয়া রয়েছে সুতরাং নতুনভাবে নোয়াখালীকে পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন দেখছি না। তাছাড়া আপনারা জানেন যে পৃথিবীর যেকোনো প্রান্তে গেলে নোয়াখালীর দেখা পাওয়া যায়, আসুন তাদের নিয়ে একটা জোক্স বলি-

  • একদিন কুমিল্লার এক ধনী ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো যে পুরো দেশ তো ঘুরে শেষ করলাম সাথে বিদেশ ও এখন আমার মনে হয় চাঁদের দেশে যাওয়া উচিত! এবং তিনি এটাই সিদ্ধান্ত নিলেন যে তিনি চাঁদের দেশে যাবেন এবং পুরো পৃথিবীকে জানাবেন প্রথমবারের মত কোন বাংলাদেশী পা রাখলেন চাঁদের দেশে, যে কথা সে কাজ পরের মাসেই চাঁদের দেশে রওনা দিলেন এবং সেখানে পোঁছে খুশিতে বলতে লাগলেন ইয়াহু আমিই প্রথম আমিই প্রথম!! হটাৎ তিনি পাশে একজন লোক দেখতে পেলেন এবং সাথে সাথে লোকটির কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কে ভাই? লোকটি বলে উঠলেন আইয়েম ফ্রম নোয়াখালী আঁই এয়ানে বাদম বেছি!! কুমিল্লার লোক সাথে শকট এবং বলতে লাগলেন হায়রে খোঁদা এখানেও জাপানী?

তাহলে বুঝেন এবার তাদের নিয়ে নতুন করে কিছু বলার আছে? নাই তবে নোয়াখালী জেলার কিছু মানুষদের নিয়ে বলার আছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই ভালো খারাপ মানুশ আছে নোয়াখালী তার ব্যতিক্রম নয়, নোয়াখালীর আমার সবচেয়ে যে বেশি ভালো লাগে সেটা তারা দলবদ্ধ!! যা আপনি অন্য কয়েকটি জেলাতে সেটি পাবেন না তাছাড়াও তাদের কথার মধ্যে রয়েছে অনেক মধু যা আপনি একবার শুনলে বারবার শুনতেই থাকবেন।

আমি আমার এর আগে পোস্টে লিখেছিলাম প্রত্যেকটা মানুষেরই এ বিষয়গুলো খেয়াল করে চলা উচিত যদিও সেখানে দুইজন নোয়াখালী ব্যক্তি ছাড়া কাউকে ম্যানশন করিনি বা নোয়াখালী কিংবা কোন জেলাকে নিয়েই খারাপ মন্তব্যের উদ্দেশ্যে আমার পোস্টি ছিলো সেটি ছিলো একটি সতর্কবার্তার মত মেসেজ জানি না @Ayasha আপু আপনি ব্যাপারটা কিভানে নিয়েছেন কিন্তু আমার উদ্দেশ্যে মহত ছিলো।

যাই হোক নোয়াখালীর মানুষ নিয়ে কথা বলা যাক আসলে মানুষ নিয়ে কথা বলতে গেলে প্রথম যাকে নিয়ে কথা বলতে সে হচ্ছে আমার বন্ধু Sultan mahmud Tipu আমি যখন ১২ সালে প্রথম ঢাকা যায় তখন সে একটি ম্যাটেরিয়াল দোকানে চাকরী করতো আর আমি ছিলাম তার কাস্টমার, এখন সে একটি দোকানের মালিক আর আমি একটি ছোটখাটো চাকরীতে আছি, আমার আসলে হোসাইন ভাইকে দিয়ে শুরু দ্বিতীয়ত Sultan mahmud Tipu তাছাড়াও আরো একজন রয়েছে তিনি হচ্ছেন Imran khan ik আমি শুধু মিস করি সে দিনগুলোকে যেসময়ে শুক্রবার আসলেই ছুটে যেতাম রমনা , সরওয়ার্দি, উসমানওদ্দিনসহ নানা প্লেসে তুলতাম হরেক রকমের ছবি, এখন সবাই চতুর্ভঙ্গ।

আসলে তাদের কথা মনে করে দিল খারাপ হয়ে গেছে এখন আর চাইলেও আগাতে পারবো না সুতরাং আজকের মত এখানেই শেষ, আমি আদৌ চাইনি ব্যক্তি কিংবা কোন জেলা নিয়ে কঠুক্তি করতে আশা করি আমার এ মেজেস্টি সবাই বুঝতে পেরেছেন। যারা আগের পোস্টি পড়েননি তাদের জন্য - The think you need to know in real life (Bengali)

সময় দেওয়ার জন্য ধন্যবাদ ❤

Sort:  

Congratulations @hossainbd! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the total payout received

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Congratulations!

This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.

If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:

50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.

YOU ARE INVITED TO JOIN THE SERVER!

This post received a 47% upvote from @krwhale thanks to @hossainbd! For more information, click here!
이 글은 @hossainbd님의 소중한 스팀/스팀달러를 지원 받아 47% 보팅 후 작성한 글입니다. 이 글에 대한 자세한 정보를 원하시면, click here!

Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by HossainBD from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.

যে যাই বলুক নোয়াখালী বিভাগ চাই। মানতে হবে মেনে নাও.....

হবে হবে

Posted using Partiko Android

You just planted 0.12 tree(s)!


Thanks to @hossainbd

We have planted already 3349.32 trees
out of 1,000,000


Let's save and restore Abongphen Highland Forest
in Cameroonian village Kedjom-Keku!
Plant trees with @treeplanter and get paid for it!
My Steem Power = 25454.16
Thanks a lot!
@martin.mikes coordinator of @kedjom-keku
treeplantermessage_ok.png

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63799.64
ETH 3130.40
USDT 1.00
SBD 3.97