'Hereditary' Horror Movie Review with Download link (Bangla)
প্রথমেই বলে রাখি এটা একটি আমেরিকান মুভি কাজেই দেশীয় ভুতের স্বাদ এ মুভিতে পাবেন না তবে হ্যাঁ ছবিতে এমন কিছু দৃশ্য আছে যা দেখলে সবারই গা শিহরে উঠবে, তা না হলে মুভিটি এ বছরের সেরা হরর মুভি হত না।
যাই হোক রিভিউ শুরু করা যাক! মুভিটির পরিচালনায় ছিলেন Ari Aster এবং মুভিটি ৭ জুন ২০১৮ তে রাশিয়ায় মুক্তি পায়! মুভির কাহিনী মূলত শুরু হয় পরিবারের এক মুরব্বীর (নানী) মৃত্য নিয়ে যা পরবর্তীতে একে একে সবাইকে মৃত্যুর কোলে টেলে দেয়, তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিলো পাঁচজন দাদী, পিটার, চার্লি এবং পিটারের বাবা মা।
Hereditary Official Trailer
পিটারের দাদি মৃত দেহ কবর স্থানে সাহিত করার সাতদিন পর তার দাদির লাশ কবর স্থান থেকে গায়েব হয়ে যায় এবং সেটা কিভাবে কেউ জানে না। এদিকে পিটারের বোন চার্লি প্রতিদিন অদ্ভুত অদ্ভুত সব কাজ কর্ম করে বেড়াচ্ছে যেমন- কারো ছবি আকঁতে গিয়ে ভুতের ছবি একে ফেলে যেকোনো পুতুলের শরির হতে মাথা আলাদা করে ফেলা, তবে আরেকটা কথা আগে থেকেই বলে রাখা ভালো পিটারের দাদি মারা যাওয়ার কিছুদিন আগে তার মায়ের সাথে তেমন ভালো সম্পর্ক ছিলো না।
Sourch
পিটারের মা তার মায়ের কষ্ট ভুলতে না পেয়ে মুভি দেখার উচিলা করে মাঝেমধ্যে অন্যান্য ইতিমদের সাথে দুঃখ শেয়ার করতে যেতো, এদিকে পিটারের স্কুল ফ্রেন্ড এক বারবিকিউ পার্টিতে থাকে ইনভাইট করে এবং সে তার মায়ের কাছে গাড়ির চাবি নিতে যায় এবং তার মা তার সাথে তার বোন চার্লিকে পার্টিতে নিতে বলেন কারণ সেখানে গেলে নাকি তাদের দাদী হারানোর শোক কমবে।
পার্টিতে গিয়ে চার্লিকে রেখে পিটার তার বন্ধুদের নিয়ে গাঁজা খেতে আলাদা রুমে চলে যায় এদিকে চার্লি চকলেট খেতে খেতে শ্বাসনালীর ফুলে যায় পিটার মাতাল অবস্থায় চার্লিকে গাড়িতে করে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেই এবং মাঝপথেই দুর্ভাগ্যবসত গাড়ি এক্সিডেন্টে চার্লির দেহ থেকে তার মাথাটা আলাদা হয়ে যায়, এবং বাসায় আসার পর তার মা মেয়ে হত্যার পুরোপুরি দোষ পিটারের উপর দেন এ নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া চলে এবং এক পর্যায়ে পিটারের মা থাকে ফলো করতে করতে স্কুলের পাশে যায় এবং সেখানে গিয়ে jonie নামে এক মহিলার সাথে দেখা হয় এবং তিনি অনেক আবেগময় কথা হলে পিটারের মাকে তার এড্রেস দেন কোন প্রকার দরকার পড়লে যেনো সোজা তার বাসায় চলে যান।
Sourch
প্রথমে মা পরে মেয়ের মৃত্যুর শোক ভুলতে না পেরে পিটারের মা ঐ ভদ্র মহিলার বাসায় দেখা করতে যায় প্রথমদিন খাওয়া দাওয়া ছাড়া কিছুই হয়নি কিন্তু দ্বিতীয় দিন তিনি তার নাতনীর আত্মার সাথে তাকে দেখা করিয়ে দেই এবং সে অনেক ভয়ে যায় তবুও ভদ্র মহিলা থাকে একটা মন্ত্রের কাগজ আর একটা মোমবাতি দিয়ে দেই, পরবর্তীতে পিটারের মা তার ছেলে এবং স্বামীকে নিয়ে এ কাজটি করতে যান সে থেকেই শুরু হয় আসল কাহিনী!!
Sourch
আত্মা ঠিকই আসে তবে সেটা তার মায়ের শরিরে ভড় করে এবং পরে এমনাবস্থা হয় যে তার পুরো পরিবার নরকে পরিণত হয়, পরে দেখা যায় একটা বইয়ে আগুন ধরালে তার মায়ের শরির পুড়ে যায় তার মা মনে করে এটার সাথে পিটারের সম্পর্ক রয়েছে তাই সে এটাকে পুড়িয়ে ফেলার জন্য তার বাবাকে বলেন কিন্তু তার বাবা সেটস করেননি পরে পিটারের মা জোড় পূর্বক বইটিকে আগুনে ফেলে দেন এবং সাথে পিটারের বাবা আগুনে জলে যান, এবং একে একে তাদের পরিবারের সবাই মারা যায় আর পিটার হয়ে যায় নরকের সাত সম্রাটের রাজা দ্যা পাইমন!!
কিভাবে হলো তার দাদীই কি ছিলো পিটারের মায়ের সাথে দেখা হওয়া মহিলাই বা কে ছিলো এসব প্রশ্নের উত্তর পেতে অবশ্যই মুভিটি দেখতে হবে!! আশা করি সবাইকে বুঝাতে পেরেছি।
Movie Download Link Click Here
Hereditary Bangla Subtile Download Click Here
My all Blog post
Subscribe follow and get a Xiaomi Poco F1 phone from c4e tech
The scene after the end of Cyclone Mora!!
To learn more Click Here @hossainbd
Create by @hossainbd
মুভি টা আজকেই দেখার ইচ্ছা আছে।
শুভকামনা!
তবে অবশ্যই গভীর রাতে দেখবেন😉
This comment was made from https://ulogs.org
vai sei article liksen, weldone bro, carry on
Thank you @mawahab vai ❤
Congratulations!
This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.
If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:
50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.
YOU ARE INVITED TO JOIN THE SERVER!
Thank you so much for using our service! Congratulations! This round earned an ROI of 57.76% with total bids of: 0.591$
You just received 12.25% upvote from @onlyprofitbot courtesy of @hossainbd!
More portion of profit will be given to delegators, as the SP pool grows!
Comment below or any post with "@opb !delegate [DelegationAmount]" to find out about current APR, estimated daily earnings in SBD/STEEM
You can now also make bids by commenting "@opb !vote post [BidAmount] [SBD|STEEM]" on any post without the hassle of pasting url to memo!
* Please note you do not have to key in [] for the command to work, APR can be affected by STEEM pricesCongratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by HossainBD from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.
If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.
Congratulations @hossainbd! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :
You published a post every day of the week
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!