BridgeFY এপ্লিকেশন।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ। কিছুদিন আগে যে আন্দোলন হলো সেই সাথে নেট অফ ছিলো তারপর ভেবেছিলাম পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে। অনেকগুলো কারণে ছাত্র সমাজ আবারও বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছে। শহরে যে সকল মানুষের বসবাস তাদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কের দেখা দিয়েছে।

ধরুন দেশের অবস্থা আরো খারাপের দিকে গেল। অবস্থা এতটাই খারাপ হলো যে বেসরকারি অনেক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হলো। বেসরকারি চাকরিগুলোতে অনেক কোম্পানি দেখা যায় তারা ইনআ্যাক্টিভ টাইম এর সেলারি দিতে চায় না। এবার আমরা ধরে নিই একজন মানুষ তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছে, তার বেতন ২৫ হাজার টাকা। দেশের এমন পরিস্থিতির জন্য তার বেতনে ভাটা পড়ল। ডিউটি না থাকার কারণে বেতন কাট করা হলো। সাধারণত এই রেঞ্জের বেতনের চাকরি যারা করে তাদের সঞ্চয় থাকে খুবই কম। অনেক সময় আবার থাকে ও না।

চারিদিকে সবকিছুর দাম আকাশ ছুঁয়ে যাবে। একটি বিল্ডিং এর কোন একটা ফ্লোরের কোন একটা পরিবারের আর্তনাদ হয়তো কেউ শুনতে পাবে না। কিন্তু প্রতিটা সেকেন্ড কষ্টের সাথে পার করতে হবে এমন হাজার হাজার পরিবারের। দেশের এমন পরিস্থিতি কারো জন্যই সুখের হয় না। আমাদের প্রত্যেকের উচিত যে কোন পরিস্থিতিতে মানুষ যখন বিপদে থাকে তখন তার সাপোর্ট করা। সম্ভাব্য কোন সমস্যা দেখলে আপনার যদি পরিচিত কেউ কোন বিপদে আছে মনে হয় তাহলে অবশ্যই তাকে খোঁজ নেয়ার চেষ্টা করবেন।

অল্প কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে, সেই সাথে আজকে একটি সময়োপযোগী অ্যাপস এর সন্ধান দিব। হয়তোবা ইন্টারনেটে আপনার অনেকেই সন্ধান পেয়েছেন। অনেকেই জানেন না শুধু তাদের জন্য। অ্যাপসটি নাম হলো bridgefy - Offline Messages. এই অ্যাপটি ব্যবহার করে আপনার বন্ধুদের সাথে খুব সহজেই কানেক্ট থাকতে পারবেন যখন ইন্টারনেট থাকবে না তখনও।

IMG_20240803_232844.jpg

ধরুন আপনি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছেন, সেখানে পরস্পরের সাথে কানেক্ট থাকা খুবই প্রয়োজন কিন্তু ইন্টারনেট সংযোগ নেই। এক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। ওয়ারলেস কানেকশন এর মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকতে পারবেন সহজেই।

ধরুন তিনটি বন্ধু এ, বি এবং সি। এ থেকে বি এর দূরত্ব ১০০ মিটার। এ'র সাথে বি খুব সহজেই কানেক্ট হতে পারবে। আবার বি থেকে সি এর দূরত্ব ১০০ মিটার। তারাও খুব সহজেই কানেক্ট হতে পারবে। সমস্যা হলো এ থেকে সি এর দূরত্ব ২০০ মিটার। কিন্তু এখানে এই সমস্যাটা সমাধান করা হয়েছে। যেহেতু এ'র সাথে বি এবং বি এর সাথে সি, কানেক্ট আছে তাই এ এবং সি কানেক্ট হতে পারবে। ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবো না কারণ ইউজ করা হয়নি এখনো তেমন।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলেই ভাই দেশের অবস্থা একেবারে খারাপের দিকে যাচ্ছে। কি যে হবে সেটা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। যাইহোক দারুণ একটি অ্যাপস এর সন্ধান দিয়েছেন ভাই। যেহেতু ইন্টারনেট সংযোগ ছাড়া এই অ্যাপসটি ব্যবহার করা যায়, তাহলে অনেকে এই অ্যাপস ব্যবহার করে উপকৃত হবে বলে আমি মনে করি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

সত্যি ই ভাইয়া খুবই চিন্তায় পরে গেলাম দেশের কথা, দেশের মানুষের কথা ভেবে।আপনি দেশের এই পরিস্থিতিতে চমৎকার একটি অ্যাপের সন্ধান দিয়েছেন।এই অ্যাপটি বিষয়ে আমার আসলে আগে ধারনা ছিল না।এটা যেহেতু ইন্টারনেট ছাড়া সম্ভব তবে খুব ভালো একটি অ্যাপ আমাদের জন্য। আশাকরি সবাই উপকৃত হবে এই অ্যাপটির ব্যবহার নিশ্চিত করে।ধন্যবাদ আপনাকে খুব চমৎকার এই অ্যাপটির ব্যবহার সম্বন্ধে আমাদের ধারনা দেয়ার জন্য।

 last year 

সময়োপযোগী একটি এপস এর কথা শেয়ার করেছেন। কারণ এর মাঝে আবারো গুঞ্জন উঠেছে যে ইন্টারনেট আবারও বন্ধ হয়ে যেতে পারে কি না! আবার, মোবাইল নেটের মাধ্যমে ফেসবুক / ম্যাসেঞ্জার/ টেলিগ্রাম বন্ধ! সেক্ষেত্রে ডাটা ছাড়াই এমন এপস হতে পারে যোগাযোগ এর অন্যতম প্রধান মাধ্যম!

 last year 

আসলে ভাইয়া দেশের অবস্থা একেবারে খারাপের দিকে যাচ্ছে। আপনি অনেক সুন্দর একটা এপস এর সন্ধান দিয়েছে। এপসটি অবশ্যই ব্যবহার করতে হবে। ধন্যবাদ ভাইয়া পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বর্তমানে এই পরিস্থিতি কোন একটি সমাধানে না গিয়ে শান্ত হবে না। বর্তমান এই পরিস্থিতির মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও মানুষের কিছুটা কষ্ট ভোগান্তিতে পড়তে হবে। এ সময় সকলের উচিত আশেপাশের মানুষদের সাহায্য করা। যাই হোক বেশ কয়েকদিন ধরে আমিও দেখছি এই এপপ্সটি। আন্দোলনকারীদের জন্য হেল্পফুল হবে বলে মনে হয়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 108756.59
ETH 4284.49
USDT 1.00
SBD 0.83