বর্তমানে এই পরিস্থিতি কোন একটি সমাধানে না গিয়ে শান্ত হবে না। বর্তমান এই পরিস্থিতির মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও মানুষের কিছুটা কষ্ট ভোগান্তিতে পড়তে হবে। এ সময় সকলের উচিত আশেপাশের মানুষদের সাহায্য করা। যাই হোক বেশ কয়েকদিন ধরে আমিও দেখছি এই এপপ্সটি। আন্দোলনকারীদের জন্য হেল্পফুল হবে বলে মনে হয়।