সময়োপযোগী একটি এপস এর কথা শেয়ার করেছেন। কারণ এর মাঝে আবারো গুঞ্জন উঠেছে যে ইন্টারনেট আবারও বন্ধ হয়ে যেতে পারে কি না! আবার, মোবাইল নেটের মাধ্যমে ফেসবুক / ম্যাসেঞ্জার/ টেলিগ্রাম বন্ধ! সেক্ষেত্রে ডাটা ছাড়াই এমন এপস হতে পারে যোগাযোগ এর অন্যতম প্রধান মাধ্যম!