ডিএলএস মেথডে সাউথ আফ্রিকা এক ধাপ এগিয়ে গেলো

in আমার বাংলা ব্লগ7 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: WILLOW

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছে, তবে এই সাউথ আফ্রিকা ট্যুরে খেলতে গিয়ে ইন্ডিয়া তেমন সুবিধা করে উঠতে পারছে না বলতে গেলে। কারণ এক তো সাউথ আফ্রিকার পিচ কঠিন অর্থাৎ তেমন সুবিধাজনক না। কখনো স্লো তো কখনো ফাস্ট। প্রথম টি২০ ম্যাচ তো একদমই খেলা হয়নি বৃষ্টির কারণে। আর প্রথমটা না হওয়ায় আরো বিপাকে পড়তে হয়েছে, কারণ মাত্র ৩ টি টি২০ ম্যাচ এর মধ্যে হাতে ২ টি টি২০ ম্যাচ খেলা মানে খুবই চাপের একটা পরিস্থিতি। আর যদিও এই সাউথ আফ্রিকার ট্যুরে টি২০ ম্যাচে তেমন একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান বা বলার নেই যে, এই পিচের সাথে সেভাবে পরিচিত আছে। ফলে তাদের জন্য একটু ডিফিকাল্ট বিষয়তো আছেই এখানে। সাউথ আফ্রিকার পিচ তারাই ভালো জানবে আর সেই হিসেবে টসে জিতেই তারা বোলিং এর সিদ্ধান্ত নিয়ে নেয় প্রথমেই। আর তার আরও একটা সুবিধা আছে যে, প্রথমে ব্যাট করে যত রান হোক না কেন, যদি বৃষ্টি হয়, তাহলে এই রান dls মেথডে ভেঙে যাবে।


স্ক্রিনশর্ট: WILLOW

আর dls মেথড হওয়া মানে সেই ম্যাচের আর কোনো অস্তিত্ব সেইরকম বেঁচে থাকে না। মূল রান-ওভারের খেলায় যে প্রেসার ক্রিয়েট হয় ওটাই মজার। তবে dls মেথডে লাস্টে বোলারদের উপর ভীষণ প্রেসার পড়ে যায়, কারণ তাদের একটা চিন্তা থাকে যে, এই রানের মধ্যে আটকাতে হবেই। ইন্ডিয়া ব্যাটে এসে শুরুটা খুব বাজে ভাবে শুরু করে। প্রথম দুই ওভারেই দুটি উইকেট পড়ে যায়। তবে পরে তিলক শুরুটা বেশ ভালো ভাবেই করে অর্থাৎ ৪/৬ ভালোই আসতে থাকে তার ব্যাট থেকে। তবে বেশিক্ষন টিকতে পারেনি শুরু করলেও। সাউথ আফ্রিকার বলার বা ফিল্ডারদের আরো একটা সুবিধা আছে, যে তাদের কিছু বলার এতটাই লম্বা যে বাউন্ডারির বলগুলো সেভ করতে পারে ভালো, তিলক এর যে ক্যাচটা হয়েছিল ওটা ভালোই হাইট ছিল, মনেই হয়েছিল ৬ হয়ে যাবে, কিন্তু একদম বাউন্ডারির কিনারা থেকে ক্যাচ নিয়ে নেয়। তবে আজকে ব্যাটিং এ আসল হিরো হলো রিঙ্কু আর সূর্য কুমার যাদব। এরা দুইজন না থাকলে এই কঠিন পিচে রান করা মুশকিল ছিল একপ্রকার।


স্ক্রিনশর্ট: WILLOW

রিঙ্কু এসেই ৪ দিয়ে শুরু করে দেয়, তার শুরুটা যেমন ছিল সেইরকমই একই ধারায় খেলে গিয়েছে শেষ পর্যন্ত। দুইজনেই খুব দ্রুত রান তুলে ফেলে, আর সূর্য কুমার যাদবেরও এই রানের সুবাদে টি২০ ম্যাচে দ্রুত ২০০০ রানের কোঠা পূর্ণ হয়েছে। এই সিজনে আসলেই রিঙ্কু সবারই নজর কাড়া ম্যাচ খেলছে সেই অস্ট্রেলিয়ার সাথে খেলার থেকে। রান তো ১৮০ তে নিয়ে যায় কিন্তু হাতে আরো ৩ টি বল বাকি থাকতেই আবার বৃষ্টি এসে যায়। এখানেও হয়তো আরো কিছু রান হতে পারতো, কারণ ক্রিকেট এর কথা বলা যায় না। এখানেও রান চেপে গেল আর সাথে বৃষ্টির কারণে বিলম্ব হওয়ায় রান ওভার কেটে ১৫ ওভারে ১৫০ রানের টার্গেট দেয়, যা কোনোমতেই ওভারের সাথে রানের মানানসই হয় না। তারপর ইন্ডিয়ার জন্য আরো একটা অসুবিধার কারণ হলো বৃষ্টির কারণে মাঠের ঘাস একদম ভিজে গিয়েছে আর তাতে ফিল্ডিং করতেও যেমন অসুবিধা হবে তেমনি বোলিং করতেও অসুবিধা হবে। এর কারণে শুরুতেই ক্যাচ মিস অনেকগুলো, যদিও কঠিন ছিল ক্যাচগুলো কিন্তু তারপরেও বল ভিজে যাওয়ায় হাতে বল রাখাটাও অনেক মুশকিল ছিল, কারণ গতির বল স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে।


স্ক্রিনশর্ট: WILLOW

তবে সাউথ আফ্রিকা যেভাবে মারা শুরু করেছিল আর ৬ ওভারে যে রান রেট তাতে ম্যাচের জিত নির্ধারণ হয়ে গেছিলো, কারণ ৬ ওভারেই যদি ৮০+ রান হয় তাহলে ১৫০ রান করতে আর কি সময় লাগবে। তার পরেও অতো সহজে ম্যাচটা জিততে দেয়নি, শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। প্রথমে রান করলেও ১১ ওভারের পরে কয়েক ওভার চেপে দেয় আর উইকেটও পর পর পড়ে যায়। তবে ইন্টারেষ্টিং বিষয় হলো, যে রান ১০-১১ ওভারে শেষ হয়ে যায়, সেটা ১৪ ওভারে টেনে নিয়ে গিয়েছে। এই উইকেটগুলো যদি আরো আগে ফেলতে পারতো তাহলে এই রানেও ভালো জবাব দিতে পারতো। তবে লাস্টের টি২০ টা অনেক গুরুত্বপূর্ণ, হতে পারে টাই হবে, আবার সিরিজ সাউথ আফ্রিকার দিকেও যেতে পারে। প্রথমটা জিতলে মনোবলটা বেশি থাকে যদিও সেই টিমের। দেখা যাক, এখন জোহানেসবার্গ এর পিচে কেমন খেলা হয়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 7 months ago 

সাউথ আফ্রিকা এমন একটি দল যারা এমনি সিরিজে খুব ভালো পারফরম্যান্স করে। কিন্তু বিশ্বকাপে গেলে বিশেষ করে সেমিফাইনালে তাদের মনে হয় বেঁধে রেখেছে। তাদের অনেকগুলো ম্যাচ দেখেছি এরকম। যাইহোক, গতকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ভালো একটা টার্গেট ছিল। ডিএলএস পদ্ধতিতে সাউথ আফ্রিকা কিছুটা এগিয়ে গিয়েছিল । সেজন্য ম্যাচটা জিততে সহজ হয়েছে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

দাদা আপনি আজকেও একটা খেলা বিষয়ক পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে সব সময় আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্ট গুলো শেয়ার করে থাকেন। গতকাল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে এটা আমি শুনিনি। আপনার আজকের এই পোষ্টের মাধ্যমে এই ম্যাচের সম্পর্কে জানতে পেরেছি এবং কি ম্যাচের পুরো রিভিউ পড়তে পেরেছি। অনেক সুন্দর করে আপনি পুরো ম্যাচটার রিভিউ লিখেছেন দাদা। ডিএলএস মেথডে সাউথ আফ্রিকা এক ধাপ এগিয়ে গিয়েছে এটা আপনার মাধ্যমে জানতে পারলাম। সূর্য কুমার যাদবের এই রানের সুবাদে দেখছি টি-টোয়েন্টি ম্যাচে দ্রুত ২০০০ রানের কোটা পূরণ হয়েছে। সব মিলিয়ে পুরোটা বেশ ভালোই উপভোগ করেছি দাদা।

 7 months ago 

দাদা কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথেও টিম ইন্ডিয়াতে মূল তারকা ব্যাচম্যানরা খেলে নাই। আর আজকেও দেখলাম সাউথ আফ্রিকার সাথে মূল ফরমেটের ব্যাটসম্যানরা খেলতে যায়নি। ঐ খানে তারা তিনটি টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বৃ্ষ্টির কারনে একটি ম্যাচ ছুটে গেল। সাউথ আফ্রিকার পিচ তারাতো ভালোই জানে কোন পিচে কোন বল ভালো হয়। সেটা ইন্ডিয়ার পুরাতন খেলোয়ার গনও ভালোভাবেই জানে। তবে নতুনরা তেমন জানে না। যায়হোক আজকের খেলা টস জিতে টিম ইন্ডিয়া কিন্তুু ভালোই করেছিল। ১৮০ প্লাস করেছিল। আজকে ব্যাটিং এ আসল হিরো হলো রিঙ্কু আর সূর্য কুমার যাদব। তাদের ব্যাটিং এর উপর নির্ভর করেই এত রান তুলতে সক্ষম হয়েছে। তবে খেলাটা নষ্ট করে দিয়েছি বৃষ্টি। বৃষ্টির কারণে বিলম্ব হওয়ায় dls এর মাধ্যমে রান ওভার কেটে ১৫ ওভারে ১৫০ রানের টার্গেট দেয়। তাও আফ্রিকার জন্য সেটা কঠিন ছিল। তবে আফ্রিকার ব্যাটসম্যানদের নিজেদের মাঠ,তারাতো জানে কিভাবে খেলতে হবে। আর তারাও খুব বিচক্ষন ভাবেই লড়াইটা চালিয়ে গেছে। যদি ইন্ডিয়ার বোলার দশ অভারের আগে চেপে ধরতে পারতো তাহলে যেতার সম্ভাবনা ছিল। তারপরও টিম ইন্ডিয়া ভালোই খেলেছে। এখন দেখা যাক সিরিজ কে জিতে। যদি পরের ম্যাচ ইন্ডিয়া জিতে তাহলে তো ড্র হয়ে যাবে। এখন দেখার বিষয় ফলাফল কি দাড়ায়। ধন্যবাদ।

 7 months ago 

ভারতের স্কোরটাও ঠিকঠাকই ছিল! কিন্তু বৃষ্টির কারণে মাঠের পিচও কিছুটা অন্যরকম হয়ে যায়। ১৫ ওভারে ভারতের বোলাররা সেভাবে কভার দিতে পারেনি। সবাই মোটামোটি মার খাচ্ছিল। তবে খেলাটা দাদা উপভোগ করার মতো ছিল 🌼

 7 months ago 

এই সিরিজের প্রথম ম্যাচটি দেখার জন্য অপেক্ষা করছিলাম,কিন্তু বৃষ্টির কারণে খেলাই হয়নি। যাইহোক ব্যস্ততার জন্য এই ম্যাচটি দেখা হয়নি আমার, কিন্তু হাইলাইটস দেখেছিলাম ইউটিউবে। সূর্য কুমার এবং রিংকু সিং এককথায় দুর্দান্ত ব্যাটিং করেছে। ভারতের স্কোর খারাপ হয়নি বলতে গেলে। তবে শুরুর দিকে যদি ভালো ব্যাট করতে পারতো, তাহলে ২০০ রান সংগ্রহ করতে পারতো। বৃষ্টির পর বোলিং এবং ফিল্ডিং করা বেশ কঠিন হয়ে যায়। তবে ভারত ম্যাচটি হারলেও মোটামুটি ভালো ফাইটিং করেছে। আশা করি পরবর্তী ম্যাচ ভারত জিতবে এবং এই সিরিজটি ১-১ এ শেষ হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দাদা আপনি প্রত্যেক দিনের মতো আজকেও একটা খেলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে জেনে খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রথম ম্যাচটির দিনে নাকি বৃষ্টি হয়েছিল, যার কারণে খেলা হয়নি, এটা আমি কয়েকজনের কাছে শুনেছিলাম। আসলে আমার অনেক বেশি ইচ্ছা থাকে খেলা দেখার। তবে দিনে দিনে ব্যস্ততায় ততটাই বেড়ে গিয়েছে খেলা দেখার সময় হয় না। তবে এতে আমার কোন আফসোস নেই। কারণ খেলার সম্পূর্ণ রিভিউটা আমি আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে পড়ে নিতে পারি। আর এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দাদা। তাইতো আমি আজকেও আপনার খেলার বিষয়ক পোস্টটা খুবই ভালোভাবে পড়েছি। সূর্য কুমার এবং রিংকু সিং খুবই দুর্দান্ত খেলেছে দেখছি। ভারতের স্কোর কিন্তু ততটাও কম ছিল না। বেশ ভালোই খেলেছে কিন্তু। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য। সুন্দর করে পুরোটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67079.94
ETH 3266.85
USDT 1.00
SBD 2.64