RE: ডিএলএস মেথডে সাউথ আফ্রিকা এক ধাপ এগিয়ে গেলো
দাদা কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথেও টিম ইন্ডিয়াতে মূল তারকা ব্যাচম্যানরা খেলে নাই। আর আজকেও দেখলাম সাউথ আফ্রিকার সাথে মূল ফরমেটের ব্যাটসম্যানরা খেলতে যায়নি। ঐ খানে তারা তিনটি টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বৃ্ষ্টির কারনে একটি ম্যাচ ছুটে গেল। সাউথ আফ্রিকার পিচ তারাতো ভালোই জানে কোন পিচে কোন বল ভালো হয়। সেটা ইন্ডিয়ার পুরাতন খেলোয়ার গনও ভালোভাবেই জানে। তবে নতুনরা তেমন জানে না। যায়হোক আজকের খেলা টস জিতে টিম ইন্ডিয়া কিন্তুু ভালোই করেছিল। ১৮০ প্লাস করেছিল। আজকে ব্যাটিং এ আসল হিরো হলো রিঙ্কু আর সূর্য কুমার যাদব। তাদের ব্যাটিং এর উপর নির্ভর করেই এত রান তুলতে সক্ষম হয়েছে। তবে খেলাটা নষ্ট করে দিয়েছি বৃষ্টি। বৃষ্টির কারণে বিলম্ব হওয়ায় dls এর মাধ্যমে রান ওভার কেটে ১৫ ওভারে ১৫০ রানের টার্গেট দেয়। তাও আফ্রিকার জন্য সেটা কঠিন ছিল। তবে আফ্রিকার ব্যাটসম্যানদের নিজেদের মাঠ,তারাতো জানে কিভাবে খেলতে হবে। আর তারাও খুব বিচক্ষন ভাবেই লড়াইটা চালিয়ে গেছে। যদি ইন্ডিয়ার বোলার দশ অভারের আগে চেপে ধরতে পারতো তাহলে যেতার সম্ভাবনা ছিল। তারপরও টিম ইন্ডিয়া ভালোই খেলেছে। এখন দেখা যাক সিরিজ কে জিতে। যদি পরের ম্যাচ ইন্ডিয়া জিতে তাহলে তো ড্র হয়ে যাবে। এখন দেখার বিষয় ফলাফল কি দাড়ায়। ধন্যবাদ।