অবশেষে ডাবল সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি

in আমার বাংলা ব্লগ7 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: Star sports

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। তবে গতকাল খেলাটা রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় বড়ো পর্দায় দেখেছি। বড়ো পর্দায় তেমন দেখা হয় না, আর সাধারণত কোনো বিশ্বকাপ না হলে রাস্তায় বড়ো পর্দা টানায় না। তবে গতকাল আসার পথে দেখলাম সবাই দেখছে, তাই আমিও দেখে নিলাম। তবে ওখানে দেখার কারণ হলো, কালকে কঠিন আর ইন্টারেষ্টিং একটা খেলা হয়েছে। এইরকম খেলা হলে দেখেও ভালো লাগে। যাইহোক, গতকাল লাস্ট টি২০ ছিল ইন্ডিয়া আর আফগানের মধ্যে আর এটা ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল। ব্যাঙ্গালুরুর মাঠ সাধারণত রান তোলার জন্য সেরা পিচ হিসেবে বিবেচিত আর তারপর রোহিতের ঘরের মাঠ এটা।


স্ক্রিনশর্ট: Star sports

তবে ঘটনা হচ্ছে ম্যাচটা শুরু হতে না হতেই ৪ ওভারে ৩ টা উইকেট পড়ে গেলো কোহলি সহ। এ এক কঠিন পরিস্থিতি ছিল গতকাল ভারতের সামনে। রান রেটের অবস্থা খুবই খারাপ ছিল ১০ ওভার পর্যন্ত। এক রোহিত বাদে প্রথমেই ৪ জন আসলো আর আউট হয়ে গেলো। যদিও প্রথমে দেখতে পারিনি সরাসরি, তবে হাইলাইটস দেখে যেটা বুঝেছিলাম। আর প্রথম দিকে দেখলাম আসলেই আফগানরা বোলিং আর ফিল্ডিং খুবই হার্ড করেছিল। তবে ম্যাচতো কারো না কারো ধরতে হবে, কারণ পার্টনারশীপ না ধরলে রান আর হবে না তাদের। ৪ উইকেটের পরে আর উইকেট পড়েনি তাদের, রিঙ্কু আর রোহিত দুইজনেই ম্যাচ এর নিষ্পত্তি ঘটিয়েছে। বলা যায় কঠিন একটা পরিস্থিতির সামনাসামনি করেছে দুইজন। এই পরিস্থিতিতে ওই দুইজনেই ভরসা ছিল, কারণ তার আগেই বাকি ব্যাটসম্যানরা আউট হয়ে গিয়েছে।


স্ক্রিনশর্ট: Star sports

তবে রোহিত শেষ পর্যন্ত এতো ভয়ানক খেলবে এটা ভাবা যায়নি, ওভার ১৬ আর রান ১৩০ সামথিং, সেখান থেকে রান ২১২ পৌঁছিয়ে দিয়েছে। রোহিত একাই এক ম্যাচে সেঞ্চুরি করে দিয়েছে, এ বাকি ২-৩ টি ম্যাচ কিছু না করলেও একটি ম্যাচে সেটার ভরপাই করে নেয়। এই রান দেখে তো ভেবেছিলাম চেজ করতে পারবে না। কিন্তু মজার ঘটনা ঘটেছে এখানেই, যেটা কেউ ভাবেনি সেটাই ঘটে গিয়েছে। আফগান ব্যাটসম্যানরা প্রথম থেকেই ভালো টার্গেট নিয়ে খেলেছে আর সেই ধাপে ধাপে এগিয়েও গিয়েছে কোনো উইকেট না হারিয়ে। মাঝখানে একটু রান চাপলেও সেটা আর চেপে রাখতে পারেনি,রান ঠিকই উঠে গিয়েছে।


স্ক্রিনশর্ট: Star sports

২১২ রান চেজ তো করেছে সাথে ম্যাচটা টাই হয়েছে। এই ম্যাচটা দেখে এটাই মনে হয়েছে যে উভয়পক্ষ কঠিন পরিস্থিতিতে কঠিন মোকাবেলা করেছে। এর থেকেও ইন্টারেষ্টিং ঘটনা ঘটেছে সুপার ওভারে, কারণ এই সুপার ওভার দুইবার দুইবার হয়েছে। প্রথম সুপার ওভারেও টাই হলো। তবে দ্বিতীয় সুপার ওভারে গিয়ে ম্যাচটার শেষমেশ রেজাল্ট বেরোলো আর ইন্ডিয়া এই টি২০ এর পুরো সিরিজটাই জিতে নিলো। বেশ ভালো ইন্টারেষ্টিং একটা খেলা হয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 7 months ago 

আজকে দেখছি আবারো আপনি খেলার একটি পোস্ট নিয়ে হাজির হলেন। এমনিতে খেলা দেখার অভিজ্ঞতা না থাকলেও, আপনার পোস্টের মাধ্যমে সব সময় খেলার আপডেট গুলো জানতে পারি। তবে এটা ঠিক বলেছেন বড় পর্দায় খেলা দেখার মজাই আলাদা। তবে সব সময় আসলে বড় পর্দায় খেলা দেখতে দেখা যায় না। ভালোই হয়েছে আসার সময় সবাই যখন দেখছিল তখন আপনিও বড় পর্দায় খেলা দেখে নিলেন। কিন্তু দেখছি ইন্ডিয়া আর আফগানের খেলাটা হয়েছে। তবে এটা অবাক লাগলো ম্যাচের শুরুতেই ৪ অভারে তিন উইকেট পড়ে গেল। তার মধ্যে আবার কোহলিও ছিল দেখছি। সত্যি এরকম হলে তো খেলাটা অনেক কঠিন ছিল। তবে রোহিত সবার সাথে অন্তত টিকে ছিল এটাই ভালো খবর। তবে শুরুতে এত কঠিন ভাবে চলেও শেষ পর্যন্ত যে খেলাটা ইন্ডিয়া জিতল এটা শুনে খুবই ভালো লেগেছে। আপনার পোস্টের মাধ্যমে খেলাটা না দেখলেও পুরো খেলার অভিজ্ঞতা হয়েছে। এমনকি খেলা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে আবার ও খেলার নতুন আপডেট নিয়ে আসার জন্য।

 7 months ago 

দাদা বড় পর্দায় খেলা দেখার মজাই আলাদা। রেডিও আমি বর্তমানে ব্যস্ততার কারণে একদমই খেলা দেখতে পারি না। আপনার আজকের খেলা দেখার অভিজ্ঞতাটা পড়ে ভীষণ ভালো লাগলো। ভালোই হয়েছে সবাই বড় পর্দায় খেলা দেখার সময় আপনি নিজেও খেলাটা দেখে নিলেন। যদিও আমাদের এদিকেও কিন্তু বড় পর্দায় সবসময় সবাই খেলা দেখে না। যখন কোন বড় ম্যাচ হয় তখনই বড় পর্দায় দেখা হয়। তবে গতকাল দেখছি ইন্ডিয়া আর আফগানের মধ্যে খেলা হয়েছে। তবে প্রথম চার ওভারে দেখছি তিন উইকেট পড়ে গেল। কিন্তু রোহিত তাদের মধ্যে দেখছি টিকে ছিল। আসলেই এই খেলাটা দেখছি অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে রোহিত একাই সেঞ্চুরি করেছে এটা দেখেই ভালো লাগলো। তবে প্রথম দিকে একটু কঠিন হলেও ম্যাচটা ইন্ডিয়া জিতেছে এটা দেখেই ভালো লাগলো। ইন্ডিয়ার খেলা বরাবরই আমার কাছে ভালো লাগে। বিশেষ করে খেলা নিজে না দেখলেও আপনার পোষ্টের মাধ্যমে খেলা সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ দাদা খেলা সম্পর্কিত পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

গতরাতে আমিও খেলাটি দেখেছিলাম খেলা দেখে তো রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমিও এই খেলার স্ক্রিনশট দিয়ে রেখেছি কিছুক্ষণ পরেই পোস্ট করব বলে চিন্তা করছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

জী দাদা আমি জানতাম আপনি গত কালকের আফগানিস্তান বনাম ভারতের ডাবল সুপার ওভারেরের টি-২০ খেলাটি নিয়ে ব্লগে শেয়ার করবেন। প্রথম দিকে ভারতের যেভাবে উইকেট পড়তেছিল তখন তো মনে হয়েছে হয়তো একশো রানও হবে না। পরে রোহিত শর্মা আর রিংকু যে খেলাটা দেখিয়েছে সবাই আশ্চর্য হয়ে গেছে। রোহিত মাত্র ৬৯ বলে ১২১ রানের অসাধারন একটি ইনিংস খেলেছে। আর রিংকুও কম করেনি ৩৯ বলে ৬৯ রান করেছে। তাদের খেলা দেখে মনে হয়েছে চার ছয়ের ফুল পড়ছে। দুই জন মিলেই ২০৫ রান করে ফেলেছে। অপর দিক দিয়ে আফগানিস্তানও ভালো খেলেছে। তারাও ২১২ রান তুলে ফেলেছে। সব থেকে মজা পেয়েছি সুপার ওভার গুলো দেখে। প্রথম সুপার অভারও ড্র হয়েছে। পরে অবশ্য দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তান পুরোপুরি ভাবে পরাস্ত হয়েছে। ১১ রানের জবাবে মাত্র এক রান করে দুইজন আউট হয়ে গেছে। তবে অনেকে রোহিতের দ্বিতীয় সুপার ওভারে খেলা নিয়ে প্রশ্ন তুলেছে। সেটা আইসিসির নিয়মে আছে কি না সেটা আমারও জানা নেই। যায়হোক সব মিলিয়ে আমরা দারুন একটি ম্যাচ উপভোগ করেছি। খেলায় প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। ধন্যবাদ দাদা।

 7 months ago 

অসাধারণ একটা খেলার রিভিউ শেয়ার করেছেন দাদা। ম্যাচ টাই,সুপার ওভার টাই ২য় সুপার ওভারে ভারতের জয়। অনেক দিন মনে রাখার মত ম্যাচ। ক্রিকেটে ২য় সুপার ওভার এর আগে আমি দেখিনি। অসাধারণ ছিল ম্যাচটি। ম্যাচটির রিভিউ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 7 months ago 

দাদা বড় পর্দায় খেলা দেখার মজাই আলাদা। তবে এমন ম্যাচ এর আগে দেখেছি বলে মনে পড়ে না। এমনিতে ম্যাচ টাই হলে সুপার ওভার একবার হলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। কিন্তু এই ম্যাচে দুইবার সুপার ওভার দেওয়া হলো ফলাফলের জন্য। যাইহোক রোহিত শর্মা এমন একজন প্লেয়ার, সে যেদিন ক্রিজে থেকে যাবে, সেদিন কাউকেই পাত্তা দেয় না। রোহিত শর্মা এবং রিংকু সিং অসাধারণ ব্যাটিং করেছে। রিংকু সিং ভারতের এমন একজন তরুণ উদীয়মান ব্যাটসম্যান,যে কিনা যেকোনো ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। নিঃসন্দেহে ব্যাটসম্যান গড়ার কারিগর হচ্ছে ভারত। আইপিএলের মাধ্যমে ভারতীয় প্রচুর ব্যাটসম্যান বের হচ্ছে বেশ কয়েক বছর ধরে। যাইহোক এই ম্যাচে আফগানিস্তান টিমও দারুণ খেলেছে। সবমিলিয়ে একেবারে উপভোগ করার মতো একটি ম্যাচ। যদিও এই ম্যাচটি লাইভ দেখা হয়নি আমার, তবে হাইলাইটস দেখেছিলাম। যাইহোক এতো চমৎকার একটি ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

খেলাটা আমিও দেখেছি। অনেক দিন পর একটা খেলা দেখে এতো মজা লেগেছে। আমি নিজেও ভাবি নি যে রোহিত শর্মা এমন দূর্দান্ত একটা ম্যাচ উপহার দেবে। উনি ভারতের আরেক লেজেন্ড রে ভাই 👌👌। আর খেলার শেষের দিকেই ছিল আসল মজাটা। তবে হ্যাঁ রিংকু শিং নিঃসন্দেহে অসাধারন একজন ফিনিশার। পুরো বিশ্ব কে তাক লাগিয়ে দেবে এরাই।

 7 months ago 

বড় পর্দায় খেলা দেখতে সত্যিই অনেক ভালো লাগে। যখন কোন ফাইনাল খেলা হয় তখন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় বড় পর্দা লাগানো হয় আর খেলা দেখা হয়। তবে দাদা যাই বলুন না কেন বড় পর্দায় সবার সাথে একসাথে খেলা দেখার আনন্দ অনেক বেশি। ৪ ওভারে ৩ টা উইকেট পড়েছে এটা সত্যি অনেক চিন্তার বিষয় ছিল। কোহলির এভাবে আউট হওয়াটা সত্যি বেশ কষ্টে ছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো খেলাটা শেষ পর্যন্ত ভালোভাবে হয়নি। এবার সম্পূর্ণ পোস্ট করে জানতে পারলাম রিঙ্কু আর রোহিত পুরো খেলাটা একেবারে ঘুরিয়ে দিয়েছে। তারা কিন্তু বেশ কঠিন ভাবে সবটা সামলেছে। আসলে এরকম পরিস্থিতিতে নিজেকে সামলানো আর পুরো ম্যাচটা ঘুরিয়ে দেওয়া অনেকটাই কঠিন ব্যাপার ছিল। সত্যি দাদা খেলাটা একেবারে উত্তেজনাতে পরিপূর্ণ ছিল বোঝাই যাচ্ছে। মনে হচ্ছিল যেন হেরে যাওয়া ম্যাচে আবারো প্রাণ ফিরে এসেছিল। যদিও খেলা দেখা হয় না তবে আপনার লেখা এই স্পোর্টস রিভিউ পড়ে সত্যি অনেক ভালো লেগেছে দাদা। দারুন ভাবে আপনি স্পোর্টস রিভিউ তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60420.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.60