You are viewing a single comment's thread from:

RE: অবশেষে ডাবল সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি

in আমার বাংলা ব্লগ7 months ago

জী দাদা আমি জানতাম আপনি গত কালকের আফগানিস্তান বনাম ভারতের ডাবল সুপার ওভারেরের টি-২০ খেলাটি নিয়ে ব্লগে শেয়ার করবেন। প্রথম দিকে ভারতের যেভাবে উইকেট পড়তেছিল তখন তো মনে হয়েছে হয়তো একশো রানও হবে না। পরে রোহিত শর্মা আর রিংকু যে খেলাটা দেখিয়েছে সবাই আশ্চর্য হয়ে গেছে। রোহিত মাত্র ৬৯ বলে ১২১ রানের অসাধারন একটি ইনিংস খেলেছে। আর রিংকুও কম করেনি ৩৯ বলে ৬৯ রান করেছে। তাদের খেলা দেখে মনে হয়েছে চার ছয়ের ফুল পড়ছে। দুই জন মিলেই ২০৫ রান করে ফেলেছে। অপর দিক দিয়ে আফগানিস্তানও ভালো খেলেছে। তারাও ২১২ রান তুলে ফেলেছে। সব থেকে মজা পেয়েছি সুপার ওভার গুলো দেখে। প্রথম সুপার অভারও ড্র হয়েছে। পরে অবশ্য দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তান পুরোপুরি ভাবে পরাস্ত হয়েছে। ১১ রানের জবাবে মাত্র এক রান করে দুইজন আউট হয়ে গেছে। তবে অনেকে রোহিতের দ্বিতীয় সুপার ওভারে খেলা নিয়ে প্রশ্ন তুলেছে। সেটা আইসিসির নিয়মে আছে কি না সেটা আমারও জানা নেই। যায়হোক সব মিলিয়ে আমরা দারুন একটি ম্যাচ উপভোগ করেছি। খেলায় প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60784.40
ETH 2633.51
USDT 1.00
SBD 2.61