আপনি কি ভাইরাসবিহীন এপস ডাউনলোড করেন?|| 10% beneficiary for @shy-fox
আচ্ছালামুয়ালাইকুম,
আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।
আজকে আপনাদের সামনে আমি আবারও নিয়ে এসেছি ট্রিপস এন্ড ট্রিকস নিয়ে। টিপস-এন্ড-ট্রিকস এর শেষ পর্বতে জানিয়েছিলাম কিভাবে আপনার কম্পিউটারকে হ্যাকিং থেকে নিরাপদ রাখবেন তার একটি উপায় মাত্র। আজকে একটি অসাধারন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি।
গত পর্বে আমরা বলেছিলাম, এন্টিভাইরাস ব্যবহারের ক্ষেত্রে প্রিমিয়াম এন্টিভাইরাস ব্যবহার করবেন কিংবা উইন্ডোজ এর নিজস্ব যে উইন্ডোজ ডিফেন্ডার আছে সেটি ব্যবহার করবেন এবং আরো বলেছিলাম যে, অনলাইন থেকে কোন ফাইল ডাউনলোড করার সময় সাবধানে করতে।
তো যেভাবে আপনারা অনলাইন থেকে কোন কিছু ডাউনলোড করার সময় সাবধানে থাকবেন, সেটার একটা ট্রিকস নিয়ে বিস্তারিত জানাবো।
হ্যাকাররা বেশিরভাগ সময় আপনার কম্পিউটারে ম্যালওয়্যার কিংবা ভাইরাস, ব্যবহারকারী অনলাইন থেকে কিছু ডাউনলোড করার সময়, ভাইরাস গুলোকে প্রবেশ করিয়ে দেয়।
ধরুন, 'ক' একজন ব্যবহারকারী, তার এডোভ ফটোশপ প্রয়োজন। এডোভ ফটোশপ এপসটি যেহেতু প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়। সেহেতু 'ক' চাইতেছে যে, সে টাকা দেয়া ছাড়া ব্যবহার করবে। মানে ক্র্যাক ভার্সন ব্যবহার করবে।
|
---|
প্রথম পদক্ষেপ হিসেবে কখনো ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করবেন না।
তারা শুধু ক্র্যাক সফটওয়্যার না, তারা বিভিন্নভাবে অনলাইনে বিভিন্ন ফাইলে ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশ করিয়ে দেয়।
আমি আপনাদেরকে একটি পথ দেখিয়ে দিচ্ছি আপনারা কি করতে পারেন।
আপনারা কোন ফাইল ডাউনলোড করে, সেটি ওপেন করার আগে এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিবেন। এইজন্য আপনার JOTTI ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।
এই JOTTI ওয়েবসাইটের মাধ্যমে আপনার ফাইলটি ১৩ টি এন্টিভাইরাস স্ক্যান করে দিবে। কোন ফাইলে ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে ১৩টির মধ্যে কোন না কোন একটি এন্টিভাইরাস ডিটেক্ট করে দিবে।
বিঃদ্রঃ আপনি একসাথে ৫টি ফাইল স্ক্যান করাতে পারবেন এবং প্রতিটি ফাইল সর্বোচ্চ ২৫০মেগাবাইটের মধ্যে হতে হবে। |
---|
আমি মোঃ আশরাফুল গণি, পেশায় আমি একজন ছাত্র। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং সিএমএস এক্সপার্ট, ইমেইল টেম্পলেট ডিজাইনিং, মেইলচিম্প এক্সপার্ট, হালকা - পাতলা গ্রাফিক্স ডিজাইন এ দক্ষতা আছে। শখঃ টেক রিলেটেড যেকোন কিছু করতেই ভালো লাগে। বর্তমানে ব্লগিং শিখছি, নতুন কিছু শিখতেই সবসময় ভালো লাগে। |