কয়েকটি গুরুত্বপূর্ণ এবং উপকারী ওয়েবসাইট || 10% Beneficiary for shy-fox



আচ্ছালামুয়ালাইকুম,

আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

আলহামদুলিল্লাহ, আমার বাংলা ব্লগে লেভেল ০১ মেম্বারে উত্তীর্ণ হয়েছি।

বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি @abb-school কে।

আমি একজন খুবই নগণ্য মানুষ।আপনাদের আজকে কিছু কার্যকরী এবং ভবিষ্যতের জন্য সহায়ক হবে এমন কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো।

যা আমি বিগত দেড়বছর ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ব্যবহার করেছি।

আজকে আমি যেসব ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিবো, সেগুলা ভবিষ্যতে আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বলে আমি করি।

কোয়ালিটি ব্লগ পোস্ট সাজাতে এই ওয়েবসাইটগুলা আপনাদের জন্য সহায়ক হবে বলেও মনে করছি।

আবারও বলছি আমি একজন নগন্য মানুষ।

আমার জ্ঞানের পরিধি খুব স্বল্প। আমি আমার স্বল্প জ্ঞানের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি, আপনাদের সামনে তুলে ধরার চেস্টা করছি। আমার ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুধরিয়ে দেয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।

তো চলুন,কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক।


প্রথমে আপনাদের কে পরিচয় করিয়ে দিই রিমোভ.বিজি ওয়েবসাইটের সাথে।

https://remove.bg

এই ওয়েবসাইটটি আমি সবচেয়ে বেশি ব্যবহার করি ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে

যেকোন সিম্পল ছবির পেছনে, আপনার অযাচিত বস্তু বা ম্যাটেরিয়াল ইত্যাদি রিমোভ করতে এই ওয়েবসাইট ব্যবহার করা যাই।

সতর্কতাঃ একদম সিম্পল ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে ব্যবহার করুন এই ওয়েবসাইট,তাতেই ভালো ফলাফল পাবেন।

এতে আপনার সময় অনেকটা সেইভ হবে এবং আপনাকে গ্রাফিক্স ডিজাইনার এর কাছেও যেতে হচ্ছে না।

এমনকি আপনি চাইলে, এই ওয়েবসাইট ব্যবহার করে মার্কেটপ্লেসে সার্ভিস দিয়ে ডলার ইনকাম করতে পারেন।

আপনার অবশ্যই প্রশ্ন জাগতে পারে কিভাবে এত সহজে ডলার ইনকাম করতে পারবেন?

বর্তমান ডিজিটাল যুগে, ইকর্মাস ওয়েবসাইটের ব্যাপক চাহিদা।

ইকমার্স ওয়েবসাইটের জন্য প্রয়োজন পরে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি অথবা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি

এর জন্য অন্যান্য দেশের লোকজন, আপনাকে হায়ার করতে পারে ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে।

আমি একজন ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে অনেকসময় আমার গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন পরে যে ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে, তো আমি ক্লায়েন্ট থেকে এক্সট্রা এমাউন্ট চার্জ করে, ব্যাকগ্রাউন্ড রিমোভের কাজ টা আমি নিজেই করে ফেলি😊।

তো,আপনারা চাইলে ইনকামের স্বার্থে বা অন্যান্য নিজস্ব কাজে এই remove.bg ওয়েবসাইট টি ব্যবহার করতে পারেন।


দ্বিতীয়ত, আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিই।

আর সেটি হল tinyjpg.com এবং tinypng.com

এই দুইটি ওয়েবসাইটের কাজ পুরোপুরি একই।

tinyjpg.com দিয়ে আপনি jpg ফর্মেটের ছবি কম্প্রেস করতে পারবেন।

tinypng.com দিয়ে আপনি png ফর্মেটের ছবি কম্প্রেস করতে পারবেন।

এখন কথা হল কম্প্রেস মানে কি?

কম্প্রেস মানে হচ্ছে ইমেইজের সাইজ ছোট করা, যেমন ধরুন, আপনার একটা ছবি তোলেছেন, যার সাইজ ১২ এমবি। কিন্তু প্রয়োজনের সাপেক্ষে আপনার ছবির কোয়ালিটি ঠিক রেখে, উক্ত ছবিটির এমবি সাইজ ছোট করার(১২এম্বির নিচে আনা) প্রয়োজন হয়।

তো,অনেকে এম্বি সাইজ কমানোর জন্য বিভিন্ন ফটোশপ এপস বা মোবাইলে ছবির এডিটিং এপস দিয়ে এডিট করে ছবির সাইজ ছোট করেন।

এটা যেমন একটা সময় সাপেক্ষ তেমন ছবির কোয়ালিটির উপর প্রভাব ফেলে।

আপনার সময় সেইভ এবং ছবির কোয়ালিটি বজায় রেখে উপরোক্ত ২ টা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

এমনকি মার্কেটপ্লেসেও আপনি এগুলোর উপর সার্ভিস দিয়ে ডলার আয় করতে পারেন।


তৃতীয়ত আপনাদের আরেকটি ওয়েবসাইট কে পরিচয় করিয়ে দি

এবং সেটি হচ্ছে https://wordcounter.net/

এই ওয়েবসাইট টি আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হতে চলেছে।

এই ওয়েবসাইটের কাজ হচ্ছে শব্দ গণনা বা অক্ষর গণনা

আপনি কোন একটা পোস্ট লিখেছেন, সেই পোস্টের মধ্যে কয়টি শব্দ লিখেছেন বা অক্ষর লিখেছেন, তার গণনা করতে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।

বিঃদ্রঃ প্রত্যেকটি ওয়েবসাইট এ আপনি প্রবেশ করলে, এর ইন্টারফেইস দেখে আপনি বুঝে যাবেন, ওয়েবসাইটগুলু কিভাবে ব্যবহার করতে হয়।

তবুও যদি কোন কিছু বুঝতে অসুবিধা হলে, আমাকে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করবো বুঝিয়ে দিতে। ভবিষ্যতে এই ওয়েবসাইটগুলোর প্র্যাক্টিক্যাল ব্যবহার করার স্ক্রিনশট দেখিয়ে, আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ।

আজকে এতটুকুই, সবগুলো একসাথে লিখতে গেলে ৩-৪দিনেও শেষ হবে না।আর তাছাড়া আপনারাও বিরক্ত হয়ে যাবেন এত লিখা পড়তে পড়তে। আসলে অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।

আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে প্রয়োজনে এই ধরণের আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট পরিচয় করিয়ে দিবো ইনশাআল্লাহ যা আপনার উপকারে আসবে। তবে অবশ্যই সেটা আপনাদের রেসপন্সের উপর ডিফেন্ড করছে।

বিশেষ নোটঃ এই পোস্ট কাউকে প্রমোশন বা কোন ওয়েবসাইটকে প্রমোশনের জন্য নয়, শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে শেয়ার করা। হয়তোবা, অনেকে আগে থেকেই ওয়েবসাইটগুলোর সাথে পরিচিত, কিন্তু যারা জানেন না, তাদের জানানোর জন্যেই ছিল এই পোস্ট।

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,

মোঃ আশরাফুল গণি

আচ্ছালামুয়ালাইকুম।

Sort:  
 3 years ago 

Remove.bg ওয়েবসাইটির সাথে আমি পরিচিত। কারণ আমি টুকটাক এডিটিং করতাম। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য এটা অনেক বেশি ব্যবহার করতাম। যদিও সফটওয়্যার দিয়ে রিমুভ করা যায়। কিন্তুু এতে সময় লাগে। ওয়েবসাইটটি অল্প সময় কাজটি করে দেয়।

জি ভাইয়া, সময় বাঁচানো এবং খুব সহজে, সিম্পল ছবিগুলা আরামছে ব্যাকগ্রাউন্ড রিমোভ করা যাই। আসলে অনেক উপকারী ওয়েবসাইট এটা।

আপনার এই পোস্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে একটি পোষ্ট করতেন। তাহলে আরো ভালো হতো। সবাই আরো ভালোভাবে কাজ গুলো শিখতে পারতো। আপনি যে ওয়েব সাইটগুলির উল্লেখ করেছেন সেগুলি আসলেই আমাদের বিভিন্ন সময়ে কাজে লাগার মতো ওয়েবসাইট। এত সুন্দর একটি পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

ভাইয়া, ভিডিও করে টিউটোরিয়াল করার মত ভালো সরঞ্জাম নেই, আর এতে আমি অত পারদর্শী কিংবা অভিজ্ঞতার কোটা একদমই শূন্য বলা চলে। তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ স্ক্রিনশটসহকারে বুঝিয়ে লেখার চেস্টা করবো যাতে সবাই সহজে ক্যাচ করতে পারে। ধন্যবাদ ভাইয়া একটা ভালো সাজেশন দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76511.74
ETH 3031.28
USDT 1.00
SBD 2.62