সহজেই ছবিকে কম্প্রেসড করার টিউটোরিয়াল || 10% beneficiary for shy-fox
আচ্ছালামুয়ালাইকুম,
আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।
টিপস্ এন্ড ট্রিকস এর আজ পর্বঃ ৩
গত পর্বে আপনাদের জানিয়েছিলাম কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড সহজে রিমোভ করা যায় এবং রিমোভ করার পর কিভাবে ডাউনলোড করবেন।
আজকের পর্বে থাকছে, কিভাবে আপনারা ছবির সাইজ/ মেগাবাইট কম্প্রেসড করবেন।
ছবি কম্প্রেসড একটা আইটি শাখার অন্যতম উপাদান,
☞ ছবি কম্প্রেসড কি?
⇨ কম্প্রেসড মানেই হলো সংকোচিত করা,এখানে ছবি কম্প্রেসড করা বলতে ছবির সাইজ বা মেগাবাইট কে কমিয়ে আনা।
☞ ছবি কম্প্রেসড কেন প্রয়োজন?
⇨ ধরুন,কোন একটা ওয়েবসাইটে আপনার কোন একটা গুরুত্বপূর্ণ ছবি আপলোড করার প্রয়োজন হতে পারে, বর্তমানে বেশিরভাগ ছবির কোয়ালিটির উপর নির্ভর করে দেখা যাই, ছবির সাইজ ৫ এমবি বা তার উপরে চলে যাই।বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে আপলোড করার সময়,উল্লেখ করে দেয় যে, ছবির সাইজ ২ মেগাবাইট বা ২ এম্বি এর নিচে হতে হবে। তখন আপনার উক্ত ছবিটি কম্প্রেসড করার প্রয়োজন পরে মানে ছবির সাইজ কমিয়ে ২ এমবি এর নিচে নিয়ে আসা বা ছবি কম্প্রেসড করার প্রয়োজন পরে।
তো চলুন শুরু করি, কিভাবে ছবি কম্প্রেসড করবেন তার টিউটোরিয়াল।
ছবি কম্প্রেসড করার জন্য tinyjpg.com অথবা tinypng.com এই দুইটি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন, আরো অনেক ওয়েবসাইট আছে,তবে এই ২ টা ওয়েবসাইটের আউটপুট ইম্প্রেস করে আমাকে।
এই দুইটি ওয়েবসাইট আপনার বড় সাইজের ছবি কে কম্প্রেস মানে ছোট সাইজের ছবিতে রূপান্তর করে দিবে সহজে, কোন ঝামেলা ছাড়াই।
tinyjpg.com দিয়ে jpg বা jpeg ফর্মেটের ছবি,
tinypng.com দিয়ে png ফর্মেটের ছবি কম্প্রেস করতে পারবেন।
প্রথমেই বলে রাখি, এই ওয়েবসাইট দুটিতে এ আপনি সর্বোচ্চ ৫ এমবি সাইজের ছবিকে কম্প্রেস করতে পারবেন এবং একসাথে ২০টি ছবিকে কম্প্রেস করতে পারবেন। আপনার যদি ২০টার অধিক ছবিকে যেমন উদাহরণ হিসেবে ধরুন ৩৩ টি ছবিকে কম্প্রেস করতে হলে,আপনাকে প্রথমবার ২০টি ছবিকে কম্প্রেস করে, দ্বিতীয়বার বাকী ১৩টি ছবি আপলোড করে কম্প্রেস করতে হবে।
আমি আপনাদের কে একটি jpeg ফর্মেটের ছবি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি।
আমার এই এনআইডি ছবিটির সাইজ ৪.৯৮ মেগাবাইট।
ধরুন, আমাকে কোন না কোন কারণে এই ছবির কোয়ালিটি ঠিক রেখে মেগাবাইট সাইজ কমানোর প্রয়োজন পরছে।
তখন tinyjpg.com অথবা tinypng.com যেকোন একটা ওয়েবসাইটে প্রবেশ করে,
নিচের ছবি অনুযায়ী লাল বক্স করা অংশে ক্লিক করে বা ড্রাগ এন্ড ড্রপ করে ছবি আপলোড করতে হবে।
ছবি আপলোড করার পর প্রসেসিং হয়ে, ছবির মেগাবাইট সাইজ কমে যাবে।
দেখুন, আমার ছবিটির সাইজ কতটুকু কমে গেলো, ৪.৯৮ এমবি থেকে ৬৩% কমে ১.৯ এমবিতে কনভার্ট হয়ে গেলো।
দেখলেন তো কত সহজ☺️।
আপনার যদি আরো কম্প্রেস করার প্রয়োজন পরে,তাহলে আপনি এই ওয়েবসাইটের প্রো ভার্সন ব্যবহার করতে পারবেন।
প্রো ভার্সন মানে আপনাকে ডলার পে করতে হবে।
আশা করি, আপনারা সবাই বুঝতে পেরেছেন ওয়েবসাইটগুলা কিভাবে ব্যবহার করতে হয়।
সামনে আরো টিপস এন্ড ট্রিকস নিয়ে আসবো আপনাদের কাছে, যেগুলোর ব্যবহার আপনাকে অনেকটা ট্রিকি হতে সাহায্য করবে এবং আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ।
আমি মোঃ আশরাফুল গণি।
আল্লাহ হাফেজ।
আচ্ছালামুয়ালাইকুম।
পর্ব ১ঃ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং উপকারী ওয়েবসাইট || 10% Beneficiary for shy-fox
পর্ব ২ঃ ব্যাকগ্রাউন্ড রিমোভ ওয়েবসাইটটির টিউটোরিয়াল || 10% beneficiary for shy-fox