আমার গাছে বিলাতী গাভ@karobiamin71

in Incredible Indialast year

হ্যালো বন্ধুগন,
Incredible India সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কে। আমার ইউজার আইডি @karobiamin আমার দেশ বাংলাদেশ।আপনার সকলে কেমন আছেন, আমি আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ফল " বিলাতী গাভ "সম্পর্কে।

e46ae58f-d145-441e-ac34-c2c3d8d78652.jpg

আজকে বিকেলে গিয়েছিলাম আমাদের বাগান বাড়িতে। এত বেশি বিলাতি গাভ ধরেছে, প্রতি টা গাছে গাছে যেন পাতা দেখা যায় না, শুধু ফলে ভরপুর।আমাদের গাছে এই প্রথমে বিলাতি গাভ ধরেছে। আমার কাছে এই বিলাতি গাভ টা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকে আমি বাগানে গিয়ে নিজের হাতে তাজা তাজা বিলাতি ফল পেড়ে আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি।

f231f6b7-4776-4e82-a389-e0a3b02f709e.jpg

এখন, বাংলা মাসের শ্রাবণ মাস বা বর্ষা কাল আর এই সময় টা তেই বিলাতি গাভ বেশি হয়ে থাকে। আর আমাদের এই এলাকাতে অনেকগুলো জায়গায় এই বিলাতি গাভের চাষ করা হয়। এগুলা অনেক দেশের রপ্তানি ও করা হয়। আর এই ফল টা অনেক বেশি সুস্বাদু খেতে। এবং পুষ্টিগুনে ভরপুর,আমরা তো কম বেশি অনেক ধরনের ফল খেয়ে থাকি কিন্তু আপনারা এই ভুলটা খেয়ে দেখতে পারেন এটা খুবই সুস্বাদু তাই, আজকে আমি ভাবতে ছিলাম। এত মিষ্টি একটা ফল আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আপনাদের ভালো লাগবে।

🔪চলুন তাহলে আজকে আমি আপনাদের জানিয়ে দেই কিভাবে এই ফলটা সুন্দরভাবে কেটে খেতে হয়। কারণ এই ফলের গায়ে রয়েছে প্রচুর পরিমাণে আল ও ফলের উওর অংশ খসখসে, আর যেটা আমাদের হাতে পায়ে লেগে গেলে অনেক ক্ষতি হতে পারে। এবং খুব সতর্কতার সাথে এ ফল টা কেটে খেতে হয়। তাই চলুন আমি খুব সহজে আপনাদের জানিয়ে দেই কিভাবে এই ফলটা পরিষ্কার করে খেতে হয়।🔪

7690c611-e7a7-45f5-bb5c-37f6f0ec9f4c.jpg

১. প্রথমেই আমরা এই ফলটাকে পরিষ্কার একটা কাপড় দিয়ে সুন্দর ভাবে মুছে নিব যাতে কোন পরিমাণে আল না থাকে ফলের উপরে।

570a43d8-2b1d-4c66-b9ff-d4558b5f12bc.jpg

২. এরপরে ফল টাকে সুন্দর ভাবে ফলের খোসা থেকে ছিলে নিতে হবে। এবং এই খোসা ছাড়িয়ে নেওয়া পরে সুন্দর ভাবে পরিষ্কার পানি দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে।

৩. এরপরে ফলটা পরিষ্কার করার পর সুন্দর ভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এবং তাহলেই হয়ে গেল আমাদের বিলাতি গাভ পরিষ্কার করে টাকা বেডি।

অবশেষে আমার ফল কাটা শেষ এবং আপনারা চাইলে এটা খেতে পারেন এই ফলটা বর্ষা কালে সময় পাওয়া যায় বেশি। এবং এই ফলটা রয়েছে অনেক বেশি ভিটামিন এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এবং আমাদের সবার এই ফল খাওয়া উচিত আপনারা চাইলে এই ফলটা কিনে খেতে পারেন। এবং এই ফলের স্বাদ নিতে পারেন।

1ad14dce-85e2-4227-93b5-5c1ab8cf3fce.jpg

আজকে এ পর্যন্তই অন্য এক দিন এর থেকে আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার। এবং আপনার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন। যেটার আমার জন্য মঙ্গল জনক। আমার পোস্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

25% to @null to support #burnsteem25
10% of this payout for @meraindia


🌹........................................................🌹

◦•●◉✿ Thank You ✿◉●•◦

Here are my Verified links:
Achievement -1

Achievement -2

Achievement -3

[Achievement -4] (https://steemit.com/hive-172186/@karobiamin71/achievement-4-by-karobiamin71-task-applying-markdowns)

Sort:  
Loading...
 last year 

বিলাতী গাভ ফলটি দেখেছি তবে এটার নাম যে বিলাতী গাভ সেটা আজকে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম ৷ তারপর এই ফলটি স্বাস্থ্যের জন্য উপকারি সেটা খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছেন ৷ তারপর ফলটি কিভাবে আমকা খাবো সেই পদ্ধতি গুলো বেশ সুন্দর ভাবে আলোচনা করেছেন ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

@yoyopk
আমি প্রথমে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনি আমার পোষ্ট কে এত সুন্দর ভাবে পড়ে কমেন্ট করছেন
যে টা প্রশংসা করার মত ধন্যবাদ।

 last year 

বাহ, চমৎকার দেখতে! এ বছর এখন অবধি গাব ফল খাওয়া হয়নি। গাব আমার খেতে ভালো লাগে, আমাদের গ্রামের বাড়ির বেশকিছু গাব ফল গাছ রয়েছে। সুন্দর করে আপনি স্লাইস করে কেটেছেন, গাব ফলের পুষ্টিগুন সম্পর্কে আমার জানা নেই।

 last year 

আসলে আমি আগে কোনদিনও বিলাতি গাভ দেখিনি। আর খাওয়ার তো কোন প্রশ্নই ওঠে না। তবে আপনার গাছের বিলাতি গাভ দেখতে খুবই ভালো লাগছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গাছের বিলাতি গাভ নিয়ে কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last year 

@famillycooking1
আপনার অনেক ধন্যবাদ আমার পোস্ট টা পড়া জন্য এবং এত সুন্দর কমেন্ট করার জন্য।

আসলে আমি আগে কোনদিনও বিলাতি গাভ দেখিনি। আর খাওয়ার তো কোন প্রশ্নই ওঠে না। তবে আপনার গাছের বিলাতি গাভ দেখতে খুবই ভালো লাগছে।

আপু একবার কিনে খেয়ে দেখবে খুব ভালো একটা ফল। এবং শরীল জন্য উপকারী।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67401.36
ETH 2611.38
USDT 1.00
SBD 2.68