আমার রেসিপি পোস্টের সংগ্রহশালা। || My exceptional Recipe post collection.
|
---|
শুভ সকাল #amarbanglablog পরিবার 🌄। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আমি ভোজনরসিক মানুষ, তাই রেসিপি পোষ্ট মানেই আমার কাছে দারুন কিছু। প্রতিনিয়ত বিভিন্ন খাবার আমরা তৈরি করে খাই, তবে আমি সবসময়ই স্বাদ এবং পুষ্টিতে বিশ্বাসী। রেসিপি পোষ্ট উপস্থাপনের ক্ষেত্রে পরিবেশনের জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করি সবসময়ই সুন্দর উপস্থাপনার মাধ্যমে রেসিপি পোস্টগুলো উপস্থাপন করতে। এমন অনেকেই রয়েছেন যারা আমার রেসিপি পোস্টগুলো বেশ পছন্দ করেন এবং চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করেন, সত্যি বলতে এগুলো আমার অনেক বড় প্রাপ্তি। আমার কাছে রিভিউ পোস্ট সবসময়ই দামি কারন এর মাধ্যমে অনেকগুলো পোস্ট একবারে দেখা যায়। যাক আজকে আবারো আপনাদের জন্য চমৎকার কিছু রেসিপি নিয়ে একটি রিভিউ পোস্ট সাজিয়েছি, আশাকরি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি।
✨ আমার সেরা ডাই প্রজেক্ট ✨
সুস্বাদু রেসেপি: টমেটোর স্বাদে পাঙ্গাস মাছ ভুনা।
আমি জানি পাঙ্গাস মাছ সবাই খেতে পছন্দ করেন না, আমি কিন্তু বেশ তৃপ্তি সহকারে খেতে পছন্দ করি এটি। তবে আমার হোম ম্যানেজার এর গন্ধ সহ্য করতে পারে না, তাই সবসময় কেনা হয়না মাছটি। এই মাছ কিনলে আমাকেই রান্নার দায়িত্ব দেয়া হয়, কারন এটা একমাত্র আমি খেতে পছন্দ করি ☺️ যাইহোক আমার মতো যারা এই মাছটি খেতে পছন্দ করেন তারা এভাবে খুব সহজেই মাছটি রান্না করতে পারেন।
সুস্বাদু রেসিপি: চিংড়ি মাছ এবং মুসুরির ডাল দিয়ে মূলা রান্না।
মূলা কার কাছে কেমন লাগে জানিনা কিন্তু আমি ভীষণ পছন্দ করি খেতে। বলতে পারেন আমি মূলা প্রেমী। যাইহোক মূলা রান্না করেছিলাম একদমই ভিন্নভাবে, আমি আবার খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। চিংড়ি মাছ এবং মুসুরির ডাল দিয়ে দূরদান্ত স্বাদের তরকারিটা রান্না করেছিলাম। এটা তৈরি করা খুব সহজ, আপনি চাইলে আমার রেসিপি পোষ্ট দেখে খুব সহজেই তরকারিটা তৈরি করে খেতে পারেন।
সুস্বাদু রেসিপি: পটল দিয়ে ছোট ইলিশ মাছ রান্না।
ছোট ইলিশ মাছের একটা আলাদা স্বাদ এবং ঘ্রান রয়েছে। আমি বাজারে গেলে ছোট ইলিশ মাছ কেনার চেষ্টা করি, তবে যে মাছগুলোর পেটের দিকটায় গোল সেগুলো হলো স্বাদের মাছ। আমার মতো হয়তো এমন অনেকেই রয়েছেন যারা এই ছোট ইলিশ মাছ খেতে পছন্দ করেন। পটল এমন একটি পুষ্টিকর সবজি যা যেকোন মাছ দিয়ে খাওয়া যায়, তবে ছোট ইলিশ দিয়ে দূরদান্ত স্বাদের লাগে। আমার তৈরি করা এই রেসিপিটি দেখে যে কেউ স্বাদের খাবারটি তৈরি করতে পারেন।
সুস্বাদু রেসিপি: চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। 🦐 || Delicious recipe: Cooked gourd with the shrimp 🦐
লাউ চিংড়ির জুটি বহুদিন থেকে বাঙালির পছন্দের খাবার, হবেই না কেন বলুন ভীষণ সুস্বাদু এই খাবারটি। আমি বাজার থেকে লাউ কিনলে আগে খেয়াল করি চিংড়ি মাছ রয়েছে কিনা ফ্রিজে। যদি চিংড়ি মাছ থাকে তাহলে লাউ দিয়ে দূরদান্ত স্বাদের খাবারটি তৈরি করে থাকি। আপনারা যারা এই খাবারটি খেতে পছন্দ করেন তারা চাইলে আমার এই চমৎকার পোস্টটি ঘুরে আসতে পারেন।
🪴পরিশেষ 🪴
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার রেসিপি সংগ্রহশালা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা সবসময়ই করি আপনাদের ভালো কিছু উপহার দিতে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।
"Please support Bangla Witness"
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

বাহ আপনার রেসিপি পোস্টের সংগ্রহশালা মানে তো জিভে জল আসার মতই কান্ড। আপনার রেসিপি গুলো এত লোভনীয় হয় দেখলেই খেতে ইচ্ছে করে। প্রতিটি রেসিপি অসাধারণ আপনার শেয়ার করা সংগ্রহশালা পোস্টের। বেশ ভালই লেগেছে রেসিপি গুলো আবারো দেখতে পেয়ে। অনেক ভালো লাগলো এক সাথে অনেক গুলো রেসিপি দেখতে পেলাম।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রেসিপির ক্ষেত্রে আমার মনে হয় পরিবেশন টাই অনেক কিছু। কারণ দেখতে ভালো না হলে সেই খাবারের প্রতি রুচিও আসে না। আপনার রেসিপি পোষ্টের পরিবেশনা খুব সুন্দর হয়। তাছাড়া আপনি সুন্দর সুন্দর রেসিপি পোস্টও করেন। আপনার সবগুলো পোস্ট একসঙ্গে দেখতে পেরে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সবগুলো দেখার একসঙ্গে দেখার সুযোগ করে দেয়ার জন্য।
https://twitter.com/emranhasan1989/status/1671722172845543427?t=R2KtUaO8HcmaXsyCYNnWlQ&s=19
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া খাবারের মূল বিষয়বস্তু হচ্ছে স্বাদ ও পুষ্টি এটা আমি মনে করি। আপনার প্রত্যেকটা রেসিপি পোষ্টের উপস্থাপনা এবং পরিবেশন খুবই সুন্দর। রিভিউ পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার মত অনেকগুলো পোস্ট একসাথে দেখা যায়। চারটা রেসিপি পোষ্টের রিভিউ দিয়েছেন আপনি প্রত্যেকটা রেসিপি দেখে অনেক বেশি সুস্বাদু লাগছে। প্রতিটা রেসিপি খুবই সুন্দরভাবে আপনি পরিবেশন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার রেসিপি পোষ্টের সংগ্রহশালা শেয়ার করেছেন। হয়তো এর আগে আপনার প্রত্যেকটি রেসিপি দেখতে পেয়েছিলাম না। কিন্তু রিভিউ পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আপনার সবগুলো রেসিপির মধ্যে আমার সবথেকে পছন্দের রেসিপি টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
বাহ্ ভাইয়া বেশ চমৎকার তো। আপনি তো দেখছি বেশ দারুন দারুন রেসিপি তৈরি করতে পারেন। আপনার রেসিপি সংগ্রহ শালা দেখেই কিন্তু বুঝা যাচেছ যে এত সুন্দর সুন্দর রেসিপি গুলো আমি মিস করে গেছি। ভাগ্যিস যে আজকে আপনি একটি সংগ্রহ শালা করেছেন। অসাধারন ছিল প্রতিটি রেসিপি।
দারুন কিছু রেসিপি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে রিভিউ আকারে শেয়ার করলেন ভাইয়া। এই রেসিপি পোস্টগুলোর মধ্য থেকে আমার কাছে পাঙ্গাস মাছ ভুনা করার রেসিপি এবং পটল দিয়ে ইলিশ মাছের রেসিপিটা খুবই ভালো লেগেছে।
আপনার রেসিপি পোস্টের সংগ্রহশালা দেখে ভীষণ ভালো লাগলো তবে লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥