সুস্বাদু রেসিপি: চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। 🦐 || Delicious recipe: Cooked gourd with the shrimp 🦐

in আমার বাংলা ব্লগ2 years ago
সুস্বাদু রেসিপি: চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না

Polish_20221109_123213237.jpg

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমি একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। লাউ এর উপকারিতা আমরা মোটামুটি সবাই জানি। আমি পছন্দের তালিকায় লাউ সবজিটি রয়েছে। আমরা চিংড়ি মাছ লাউ দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। আর চিংড়ি মাছ তো সব তরকারির সাথে মোটামুটি ফিট। আমি ছোট চিংড়ি মাছ মাঝে মাঝেই কিনে আনি, যদিও পরিমাণে কম। তারপরও খেতে তো হবে, কি বলেন। যাক অনেক বকবক করলাম, এবার রেসিপির দিকে যাওয়া যাক।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

Polish_20221109_123330274.jpg

লাউবড় একটিচিংড়ি মাছ৫০ গ্রাম
পেঁয়াজ কুচিএককাপসোয়াবিন তেলপরিমাণমতো
লবণস্বাদমতোহলুদ গুঁড়াএক চামচ
কাঁচামরিচপাঁচটিরসুন বাটাএক চামচ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প
IMG20221107131559.jpgIMG20221107133232.jpg

চিংড়ি মাছ গুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর লাউয়ের খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে নিলাম।

রান্নার কাজ করছি
IMG20221107135146.jpgIMG20221107135240.jpg

IMG20221107135322.jpg

এবার একটি পাতিল চুলায় চাপিয়ে দিলাম এবং পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম।। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছসহ ভেঁজে নিলাম।

রান্নার কাজ করছি

IMG20221107135344~2.jpg

এবার কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম।

রান্নার কাজ করছি
IMG20221107135409.jpgIMG20221107135430.jpgIMG20221107135444.jpg
IMG20221107135459.jpgIMG20221107135813.jpg

এই ধাপে একে হলুদ গুঁড়া রসুন বাটা এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম।

রান্নার কাজ করছি
IMG20221107135834.jpgIMG20221107140238.jpg

এবার লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম এবং মশলার সাথে কিছু সময় কষিয়ে নিলাম।

রান্নার কাজ করছি
IMG20221107141844.jpgIMG20221107142556.jpg

এই ধাপে তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে বিশ মিনিট রান্না করলাম।

রান্নার কাজ করছি
IMG20221107142624~2.jpgIMG20221107144309.jpg

এবার ঝোল শুকিয়ে এলে ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে দিলাম। আমাদের সুস্বাদু তরকারি তৈরি।

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20221107145713.jpg

IMG20221107145728.jpg

এবার একটি বাটিতে সুন্দর করে নিয়ে সাজিয়ে পরিবেশন করলাম। আশাকরি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" ছবির বিবরণ "
বিষয়বস্তুচিংড়ি মাছ দিয়ে লাউ রান্না 🦐
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউ এর রেসিপি পরিবেশন টা খুব দারুন হয়েছে। খুব সুন্দর ভাবে রান্না ধাপগুলো উপস্থাপন করেছেন। রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু ঠিক ধরেছেন, ভীষণ সুস্বাদু হয়েছে তরকারিটা।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

লাউ এর সাথে চিংড়ি মাছ টা একদম পারফেক্ট। আমার কাছেও ভালো লাগে এই রেসিপিটা।রেসিপির কালার টা বেশ দুর্দান্ত হয়েছে।লাউ এর অনেক উপকারি গুন আছে।পেটকে ঠান্ডা রাখার জন্য লাউ এর যথেষ্ট ভূমিকা রয়েছে। যাই হোক মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

লাউ চিংড়ি মাছ সবসময়ই একটা সুস্বাদু খাবার। পরিবারের সবাই ভীষণ পছন্দ করি খাবারটি। তাই আজ তৈরি করে রেসিপি উপস্থাপন করে ফেললাম। আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা।

 2 years ago 

চিংড়ি মাছ ছাড়া লাউয়ের রেসিপি যেন একটু অপূর্ণ থেকে যায়। চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিলে লাউয়ের তৈরি রেসিপি আরো বেশি সুস্বাদু হয়। চিংড়ি মাছ দিয়ে কিভাবে মজাদার লাউ রান্না করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন আর রেসিপির ছবি দেখে তো বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে তাহলে দেরি আর কিসের?? চলুন দুই ভাই খেতে বসে যাই।

 2 years ago 

সত্যিই তাই চিংড়ি মাছ ছাড়া লাউ একদমই অপূর্ণ। তাই আজ রেসিপি নিয়ে হাজির হলাম।
আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না দেখে তো দুপুর বেলায় লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। লাউ আমার প্রিয় খাবার। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করাতে দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর করে রেসিপি পোস্ট সাজিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লাউ চিংড়ি মাছ হলে খাওয়া সত্যিই জমে যায়। জাষ্ট অসাধারণ হয়েছে আজকের তরকারিটা।

 2 years ago 

সবাই বলে শীতকালে লাউ খাওয়ার মজাই আলাদা। তবে দুঃখের বিষয় হলেও সত্য আমি কোনদিন লাউ খাইনি। আসলে আমি সবজি খুব একটা খেতে পারি না। লাউ, মিষ্টি কুমড়ো এগুলো আমি কোনদিনও খাইনি। যাইহোক লাউ চিংড়ির লোভনীয় রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দারুন ছিল আজকের রেসিপি।

 2 years ago 

আহা 😕
আপু কি জিনিস মিস করছেন, লাউ আর চিংড়ি মাছ হলে আমার খাওয়ায় একটা তৃপ্তি আসে।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না অনেক সুস্বাদু একটি রেসিপি। বিশেষ করে শীতের সিজনে খেতে বেশ মজা লাগে। রান্নার কালার কম্বিনেশন টা দারুন হয়েছে ভাইয়া।লাউ শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার।লাউ শরীরের কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী একটি খাবার।

 2 years ago 

জি ভাই লাউ ভীষণ উপকারী এবং সুস্বাদু খেতে।
তাইতো আজ সবার লোভ লাগিয়ে দিলাম।
ভালো থাকুন ভাই, ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

শীতকালে লাউয়ের মধ্যে যেন আলাদা এক মজা রয়েছে। লাউ চিংড়ি আমার খুবই পছন্দের। খুবই সাজানো গোছানো পরিপাটি ভাবে রেসিপিটি শেয়ার করেছেন তাই দেখতে খুবই ভালো লাগছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। লাউ চিংড়ি আমাদের পরিবারের সবার ভীষণ পছন্দের খাবার। সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67807.24
ETH 2423.65
USDT 1.00
SBD 2.33