আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা।
|
|---|
শুভ দুপুর #amarbanglablog পরিবার 🌄। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আমি আজকে আবারো ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলাম। আর আমার গত পোস্টে জানিয়েছিলাম ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সবকিছু পাকাপোক্ত করে এসেছি। বিয়ে ইনশাআল্লাহ সামনের মাসের ৫-৬ তারিখের দিকে হবে । আসলে সবকিছু এতো তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেই পারিনি। একদিকে আমার ঢাকার বাসা পরিবর্তন করতে হবে এক তারিখের মধ্য ঈলমার পরীক্ষা সামনেই আবার বিয়ে, সবমিলিয়ে আমি ভীষণ ব্যাস্ততা আর চাপের মুখে পরেছি। ছোট ভাইয়ের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে কারন সে হয়তো আর এক মাস বাংলাদেশে রয়েছে। যাক সে সমস্ত কথা, আজ আবারো আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা নিয়ে হাজির হলাম। আশাকরি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি।
চিকেন রোস্ট রেসিপি 😋 || হুটহাট মেহমানদারি 🤗
সুস্বাদু চিকেন রেসিপি করেছিলাম এই পোস্টে। হঠাৎ করেই সেদিন বাসায় মেহমান এসে হাজির হয়েছিল তাই আমরা চিকেন রোস্ট রান্নার সিদ্ধান্ত নিলাম। বেশ সহজ পদ্ধতিতে কিভাবে রোস্ট তৈরি করা যায় তাই দেখিয়েছি। আপনারাও চাইলে হুটহাট এভাবে মেহমানদারি করতে পারেন।
লাউয়ের স্বাদে শিং মাছ রান্না|| শুধু খেতেই মন চায় 😋
লাউ এবং শিং মাছ দুটোই আমার ভীষণ পছন্দের খাবার। সেদিন হঠাৎ করেই লাউ দিয়ে শিং মাছ খেতে ভীষণ ইচ্ছে করছিল তাই এই আয়োজন করেছিলাম। এটা নিঃসন্দেহে ভীষণ পুষ্টিকর খাবার আর স্বাদের বেলায় জাষ্ট অসাধারণ। কে কে এভাবে খেতে পছন্দ করেন জানাবেন আশাকরি 😊
কাঁঠালের বিচি আর লইট্টা শুঁটকি দিয়ে কচুর লতি রান্না
কাঁঠালের বিচি সবসময়ই আমার কাছে সুস্বাদু সবজি। লইট্টা শুটকি দিয়ে কচুর লতি এতটাই অসাধারণ লেগেছিল খেতে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। খাবারটি যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। তবে কচুর লতি পরিষ্কার করতে একটু কষ্ট হয় কিন্তু স্বাদের কথা চিন্তা করলে এই কষ্ট কিছুই না। ঘুরে আসুন আমার চমৎকার পোস্টটি।
হেলেনের ডাল দিয়ে মুরগির হাড়গোড় রান্না 😋 || লোভনীয় খাবার।
আরো একটা অসাধারন খাবারের রেসিপি। জাষ্ট লোভনীয় স্বাদের তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। মুরগির হাড় দিয়ে হেলেনের ডাল দিয়ে দূরদান্ত স্বাদের তরকারিটা তৈরি করতে পারেন আমার রেসিপি দেখার মাধ্যমে। অনেকেই হয়তো ডালটা চিনবেন না, তাদের সুবিধার্থে বলি এটা বরবটির মতো ফসল থেকে তৈরি হয়।
শুঁটকির স্বাদে ধুন্দুল আর কাঁঠালের বিচি রান্না || সুস্বাদু তরকারি
আহা 😋 এটা একটা লোভনীয় খাবার। কাঁঠালের বিচি সবজি হিসেবে এককথায় অসাধারণ। ধুন্দুল আর শুঁটকি দিয়ে খেতে এতোটাই ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে রেসিপিটি ঘুরে দেখে আসতে পারেন।
🪴পরিশেষ 🪴
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা সবসময়ই করি আপনাদের ভালো কিছু উপহার দিতে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।
"Please support Bangla Witness"
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR









.gif)


https://twitter.com/emranhasan1989/status/1651506443387019264?t=mK9LXkYLDvbkGu73wvPn-w&s=19
আপনার এই রিভিউ পোস্টের মাধ্যমে এতগুলো রেসিপি পোস্ট দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা রেসিপি দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। আপনার প্রত্যেকটা রেসিপি যদিও আমার দেখা হয়নি কিন্তু পোস্টের মাধ্যমে সবগুলো দেখে নিয়েছি একসাথে। নতুন করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
ভাইয়া আপনার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে জেনে সত্যি খুশি হলাম। শুভ কাজে একদম দেরি করতে নেই। হুটহাট করে সবকিছু দ্রুত হয়ে গেছে এটাই ভালো হয়েছে। যাইহোক ভাইয়া আপনার রেসিপি পোষ্টের সংগ্রহশালা দেখে ভালো লাগলো। প্রত্যেকটি রেসিপি দারুন লোভনীয় ছিল।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
সত্যিই শুভ কাজে দেরি করতে নেই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সবকিছু।
আসলে মাঝে মধ্যে ব্যস্ততা যখন আসে তখন সবদিক দিয়েই আসে। যাইহোক আপনার রেসিপি পোস্টের সংগ্রহশালা দেখে খুব ভালো লাগলো ভাইয়া। প্রতিটি রেসিপি এককথায় দুর্দান্ত হয়েছে। সবগুলো রেসিপি দেখার সুযোগ হয়নি। তবে এই পোস্টের মাধ্যমে সবগুলো পোস্ট দেখে নিতে পেরেছি। এই পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
সত্যিই তাই যখন ঝামেলা আসে তখন দল বেঁধে আসে।
যাক সব মিলিয়ে বিয়ের দিন তারিখও ঠিক করেছেন বাহ্ দারুন হয়েছে। আশাকরি খুব শিগগিরই বিয়ে হবে। আপনার রেসিপি পোস্ট গুলো দেখলে ভীষণ ভালো লাগে। দোয়া করি সাবধানে বাসায় ফিরে আসেন। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ছোট ভাইয়ের বিয়ে ঠিক হলো শুনে খুব ভাল লাগলো। শুভ কাজ দ্রুত সম্পন্ন হয়ে যাওয়াই ভালো। আপনি আজ রেসিপি পোস্টের সংগ্রহ শালা শেয়ার করেছেন ভাইয়া।সবগুলো রেসিপিই কিন্তু মজার।আমার কাছে সবটা রেসিপি খুব ভাল লেগেছে।সংগ্রহ শালা করাতে একসাথে বেশকিছু রেসিপি দেখে নেয়া যাবে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।