চিকেন রোস্ট রেসিপি 😋 || হুটহাট মেহমানদারি 🤗

in আমার বাংলা ব্লগ2 years ago
চিকেন রোস্ট রেসিপি 😋
হুটহাট মেহমানদারি 🤗
Polish_20220625_092539497.jpg

" হুটহাট আয়োজন "


প্রিয় #amarbanglablog বাসী 🤗 আশাকরি ভালো আছেন। গতকাল বেশ ব্যাস্ত ছিলাম কারনটা হচ্ছে বাসায় বেশ কিছু আত্তীয়স্বজন এসেছিলেন। আমি মেহমান পছন্দ করি কারন মেহমান ঘরে বরকত নিয়ে আসেন। যাক গতকাল আমার খালা এবং তার পুরো পরিবারের লোকজন এসেছিলেন। সবথেকে বড় বিষয় ওনাদের উপর আমি ভীষণ কৃতজ্ঞ কারন আমার সন্তানের অসুস্থতার সময় তাঁরাও আমার সাথে লড়াই করেছিলেন। তাই তাদের ঋণ শোধ করার মতো নয়। তাদের আসার সুবাদে আমরা কিছু ভালো খাবারের আয়োজন করেছি। চিকেন রোস্ট সবাই ভীষণ পছন্দ করেন। তাই সিদ্ধান্ত হলো চিকেন রোস্ট এবং আরো বেশ কিছু খাবার রান্না হবে। চিকেন রোস্ট মূল আইটেম। তো চলুন কিভাবে হুটহাট চিকেন রোস্ট তৈরি করা যায় দেখে আসি।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍
মুরগির মাংসIMG20220624105944.jpgপেঁয়াজIMG20220624110256.jpg
দুধIMG20220624141059.jpgজিরা গুঁড়াIMG20220624140748.jpg
রসুন বাটাIMG20220624110336.jpgআদা বাটাIMG20220624110325.jpg
পেস্তাবাদামIMG20220624110310.jpgমনের মাধুরীভরপুর
তাছাড়া প্রয়োজন পরবে পরিমাণ মতো সোয়াবিন তেল, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

আহ্ রান্না সে তো শিল্প ☺️
IMG20220624110013~2.jpgIMG20220624110047~2.jpg

IMG20220624110145~2.jpg

প্রথমেই মুরগির মাংস মেরিনেট করে নেবো। প্রথমেই মাংসের মধ্যে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন কিছুক্ষণ বিশ্রামে পাঠিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220624110614~2.jpgIMG20220624110728~2.jpg
IMG20220624111719~2.jpgIMG20220624120514~2.jpg

IMG20220624123511~2.jpg

এবার মেরিনেট করা মাংস ভেজে নেয়ার পালা। প্রথমেই একটি ফ্রাইপ্যান চুলায় চাপিয়ে দিলাম এবং তেল গরম হলে মাংসগুলো দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে মাংসগুলো ভেজে নিলাম। বেশ লাল লাল করে ভেজে নিয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220624140242~2.jpgIMG20220624140300~2.jpg

IMG20220624140420~2.jpg

এবার একটি পাতিল চুলায় চাপিয়ে দিলাম। এরপর পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং লাল লাল করে ভেজে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220624140545~2.jpgIMG20220624140559~2.jpg
IMG20220624140633~2.jpgIMG20220624140726~2.jpg

IMG20220624141012~2.jpg

এবার মশলা কষানোর পালা। প্রথমেই পেঁয়াজ ভাজির মধ্যে পেস্তাবাদাম বাটা, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। এরপর একে একে রসুন বাটা, আদা বাটা এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একসাথে কষিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220624141106~2.jpgIMG20220624141344~2.jpg
এবার দুধ দিয়ে মশলার মিশ্রনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220624141402~2.jpgIMG20220624141443~2.jpg
IMG20220624141836~2.jpgIMG20220624142651~2.jpg

IMG20220624143917~2.jpg

এবার মুরগির মাংস দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ কষিয়ে নিলাম মাংসটা। এবার ঝোল দিয়ে আরো পনেরো মিনিট রান্না করলাম। ব্যাস আমাদের মুরগির রোস্ট তৈরি। চলুন পরিবেশন করি।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20220624152024~2.jpg

IMG20220624152115~2.jpg

IMG20220624152050~2.jpg

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

😋 স্বাদের বিবরণ 😋

IMG20220624152231~2.jpg

বেশ চমৎকার লেগেছে খাবারটি। বেশ প্রশংসা করলো সবাই। আর নিজে খেতে গিয়েও বেশ তৃপ্তি সহকারে খেলাম।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

ছবির বিবরণ
বিষয়বস্তুচিকেন রোস্ট রেসিপি 😋
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

ভাইয়া অনেক সুন্দর ভাবে আজকে আমাদের মাঝে চিকেন রোস্ট রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে চিকেন খেতে আমি খুবই পছন্দ করি। আমি প্রায় দিনই সন্ধ্যা বেলায় আমাদের বাজারে গিয়ে চিকেন খেয়ে থাকি। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে চিকেন তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 2 years ago 

এটা দারুণ স্বাদের এবং আমার পছন্দের একটা রেসিপি, কয়েক দিন পূর্বে আমিও এই রেসিপিটি করেছিলাম কিন্তু সময়ের অভাবে এখনো শেয়ার করা হয় নাই। আসলে বাহিরের রোষ্টগুলো খুব একটা খাওয়া যায় না, কিন্তু বাড়ীতে তৈরী করা হলে একটা তৃপ্তি নিয়ে খাওয়ার সুযোগ পাওয়া যায়। দারুণ হয়েছে আপনার রেসিপিটিও। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।
সত্যিই তাই বাহিরের রোস্টের থেকে বাসায় তৈরি রোস্ট স্বাস্থ্যকর এবং তৃপ্তিদায়ক লাগে খেতে 😋
উৎসাহ পেলাম ভাই 🤗

 2 years ago 

একদম খাঁটি কথা বলেছেন ভাইয়া, মেহমান আসে বরকত নিয়ে। কিন্তু উপকারীর উপকার যে মনে রাখে না সে কখনো প্রকৃত মানুষ হতে পারেন া। আর আপনার আন্তরিকতা এবং কৃতজ্ঞতাবোধ দেখে খুবই ভালো লাগছে। সেই সাথে মেহমানদের জন্য দারুন আয়োজন করেছেন। আমাদের সাথে এত সুন্দর মুরগির রোস্ট রেসিপিটি শেয়ার করা একটু খেয়ে টেস্ট করতে ইচ্ছে করছে। মুরগির রোস্ট আমি খুব পছন্দ করি। আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

সত্যিই তাই ভাই, মেহমান তার নিজের রিজিক নিজেই নিয়ে আসে। সবাই এসেছেন আমাদের দেখতে, আলহামদুলিল্লাহ এটাই বড় ব্যাপার।

 2 years ago 

আসলেই আল্লাহ যখন খুশি হয়, তখন মেহমান পাঠান।যাক উপকারের কথা মনে রেখেছেন,আজকাল মানুষ উদ্ধার হয়ে গেলে মনে রাখে না।যাই হোক মনে চিকেন রোস্ট মনে হচ্ছে বেশ মজার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আসলে মেহমান তার রিজিক নিয়ে আসেন।
রহমত হলো মেহমান ☺️
রোস্ট বেশ স্বাদের ছিল।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

একসময় অতিথিকে বাংলার মানুষ নারায়ণ মনে করতো কিন্তু এখন অতিথি দেখলে মানুষ বাড়ি থেকে পালায়। তবে সত্যিকারের আপনজনদের জন্য কিছু করতে পারলে আসলেই ভালো লাগে। আপনার সন্তানের দুর্দিনে যারা পাশে ছিলেন তারা আসলেই ভালো মানুষ। রোস্ট এর রেসিপি টা অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই।
আসলেই বিপদে যারা এগিয়ে আসেন তারাই প্রকৃত মানুষ। ধন্যবাদ ভাই আমার রেসিপি পছন্দ করার জন্য 🥀

 2 years ago 

রেসিপি পোস্টটি শেয়ার করে দিলেন তো সকাল সকাল লোভে ফেলে এবং ক্ষুধা ধরিয়ে। খুবই খুবই খুবই লোভনীয় দেখাচ্ছে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।
রন্ধনপ্রণালী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভকামনা রইলো ভাইয়া

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার রেসিপি পছন্দ করার জন্য।
সত্যি বলতে বেশ স্বাদের ছিল মুরগির রোস্ট 😋
খেতে পারেন আপত্তি নেই ☺️

 2 years ago 

চিকেন রোস্ট খেতে আমার খুবই ভালো লাগে। মাঝেমধ্যে রোস্ট পোলাও আমরা বাসায় খেয়ে থাকি। আপনি দারুণভাবে এই রেসিপিটি উপস্থাপন করেছেন। পরিবেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
মুরগির রোস্ট আমার কাছেও ভীষণ ভালো লাগে ‌।

 2 years ago 

চিকেন রোস্ট রেসিপি দেখে জিভে জল চলে আসলো, কারণ চিকেন রোস্ট রেসিপি আমার খুবই প্রিয়। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সত্যিই অসাধারণ শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
চিকেন রোস্ট আপনার পছন্দের জেনে ভীষণ খুশি হলাম 🤗

 2 years ago 

ওয়াও দারুন রেসিপি তৈরি করেছেন চিকেন রোস্ট রেসিপি। যেটা আমার ফেভারিট খাবার এই ধরনের খাবার দেখলেই খাওয়ার ইচ্ছে হয়। খুবই সুন্দর হয়েছে ভাই আপনার চিকেন রোস্ট রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
চিকেন রোস্ট আমার কাছেও ভীষণ লোভনীয় খাবার।
ভালো থাকুন দোয়া রইল 🥀

 2 years ago 

ভাই চিকেন রোস্ট দেখে তো জিভে জল চলে এসেছে। মুরগির রান গুলো দেখেই খেতে খুব ইচ্ছে করতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
সত্যি বলতে খাবারটি ভীষণ সুস্বাদু হয়েছিল।
পাশে থেকে চমৎকার উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ জানাই।
ভালো থাকুন দোয়া রইল 🥀

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61059.95
ETH 2677.49
USDT 1.00
SBD 2.61