হেলেনের ডাল দিয়ে মুরগির হাড়গোড় রান্না 😋 || লোভনীয় খাবার।

in আমার বাংলা ব্লগ3 years ago
"হেলেনের ডাল দিয়ে মুরগির হাড়গোড় রান্না "
"লোভনীয় খাবার"
Screenshot_2022-07-12-08-40-11-74_965bbf4d18d205f782c6b8409c5773a4.jpg

কেমন আছেন সবাই 🥀 নিশ্চয়ই ভালো 🤗 আর ভালো থাকবেন না কেন, মাত্র ঈদ শেষ হলো ☺️ সবাই নিশ্চয়ই পরিবার পরিজন নিয়ে বেড়াতে বেড়িয়েছেন কিংবা বাড়িতে আনন্দ করছেন। যাক এখন আর আগের মতো ঈদের আনন্দ পাইনা, তা আমার গত পোস্টে জানিয়েছি। আজ কি লিখবো ভেবে পাচ্ছিলাম না, আর পরিবার নিয়ে আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। অবশেষে একটি রেসিপি পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। তো চলুন শুরু করি আজকের রেসিপি পোষ্ট।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍
মুরগির হাড়গোড়IMG20220703141453.jpgমরিচ গুঁড়াIMG20220703141229~2.jpg
লবণIMG20220703141242.jpgজিরা ধনিয়াIMG20220703141146~2.jpg
হলুদIMG20220703141215.jpgপেঁয়াজIMG20220703141155.jpg
আদা বাটাIMG20220703141132.jpgরসুন বাটাIMG20220703141126.jpg
হেলনের ডালIMG20220703140447.jpgঘিIMG20220703152948.jpg

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

আহ্ রান্না সে তো শিল্প ☺️
IMG20220703140447.jpgIMG20220703141120.jpgIMG20220703141236.jpg
IMG20220703141254.jpgIMG20220703141259.jpg
প্রথমেই একটি পাতিল নিয়ে তাতে ধোঁয়া হেলনের ডাল ঢেলে দিলাম। এরপর গরম মশলা দিয়ে দিলাম। এবার একে একে লবন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

রান্নার কাজ করছি ☺️
IMG20220703141319.jpgIMG20220703141401.jpg

IMG20220703142104.jpg

এবার পেঁয়াজ কুচি এবং পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এবার চামুচের সাহায্যে ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিলাম। এরপর চুলায় চাপিয়ে দিলাম। একটু সময় নিয়ে এই মশলার সংমিশ্রণে ডাল ভালোভাবে ভেঁজে নিলাম।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

রান্নার কাজ করছি ☺️
IMG20220703143846.jpgIMG20220703143851.jpg

IMG20220703144451.jpg

এবার কিছুটা পানি দিয়ে ডালের মিশ্রনটি পনেরো মিনিট রান্না করলাম।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

রান্নার কাজ করছি ☺️
IMG20220703144524.jpgIMG20220703144558.jpg

IMG20220703144604.jpg

এবার মুরগির হাড়গোড় দিয়ে দিলাম এবং ভালোভাবে ডালের মিশ্রনের সাথে মাখিয়ে নিলাম।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

রান্নার কাজ করছি ☺️
IMG20220703151125.jpgIMG20220703151131.jpgIMG20220703152928.jpg
IMG20220703151134.jpgIMG20220703152934.jpg
এবার ডালের মিশ্রনটি পনেরো থেকে বিশ মিনিট রান্না করলাম। রান্না যখন শেষ পর্যায়ে তখন কিছুটা ঘি দিয়ে দিলাম। এতে তরকারিটার স্বাদ এবং গন্ধ বৃদ্ধি পাবে। ব্যাস আমাদের রান্না শেষ, এবার পরিবেশনের পালা।

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20220703155906~2.jpg

IMG20220703155730~2.jpg

IMG20220703155653~2.jpg

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

😋 স্বাদের বিবরণ 😋
মুরগির হাড়গোড় অনেকেই খেতে চাননা বা পছন্দ করেন না। তারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। অসাধারণ স্বাদের খাবার এটি 😋

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

ছবির বিবরণ
বিষয়বস্তুহেলেনের ডাল দিয়ে মুরগির হাড়গোড় রান্না
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

5s4dzRwnVbzGY5ssnCE4wXzkeAEXyVtgk1ApQTwHMTp6y5PvEo1yennBtpvf1ZmmnKZpNKWRotWFaqeknSZatLCpu2k5xRCGTjoAqRyvpNnLV8AAmKMML4jZSqeLnV9v1fqnJs6dJTEatmvd6hQfF4px4iBk8xDUDzFW9pS.png

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 3 years ago 

এই রেসিপি টা আমার কাছে বেশ মজার একটি রেসিপি। আমার প্রিয় একটি খাবার।আপনার উপস্থাপনা‌টা বেশ সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার রেসিপি পছন্দ করার জন্য 🤗
সত্যি বলতে এ খাবারটি আমার ভীষণ প্রিয় 😋

 3 years ago 

মাসকলাই এর ডালকে কি হেলেনের ডাল বলা হয়েছে।যাই হোক মনে হচ্ছে রেসিপিটা বেশ মজার।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

না এটি মাসকালাইয়ের ডাল নয়। এটা বরবটির মতো একধরনের ফসলের থেকে তৈরি হয়। এটা পাহাড়ে চাষ হয়। ভীষণ পুষ্টিকর এবং সুস্বাদু খাবার এটি।
ধন্যবাদ মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

আপনি তো আজকে ইউনিক রেসিপি শেয়ার করেছেন। হেলেনের ডাল দিয়ে মুরগির হাড়গোড় রান্না বাহ্ বাহ্ দারুন হয়েছে। হেলেনের ডাল দিয়ে যে কোন রান্না করলে ভীষণ সুস্বাদু খেতে হয়। আপনার রেসিপি দেখে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ লিমন ভীষণ চমৎকার মন্তব্যের জন্য।
সত্যিই এটা খুব স্বাদের খাবার।
ভালো থাকো দোয়া রইল 🥀

 3 years ago 

খুব মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয়। এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসলেই খাবারটি বেশ সুস্বাদু হয়েছে 😋
খুব ভালো লাগলো থাকুন দোয়া রইল 🥀

 3 years ago 

ভাই সত্যি বলতে আপনার রান্নার পরিবেশনা আমার অনেক বেশি ভালো লাগে। আপনার মার্কডাউন এর ব্যবহার অন্য সবার চেয়ে বেশি আকর্ষনীয়। যাইহোক, হেলেনের ডাল দিয়ে মুরগির হাড়গোড় রান্না দেখে অনেক খেতে মন চাচ্ছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার মার্কডাউনের প্রশংসা করার জন্য। রান্নাটি সত্যিই ভীষণ স্বাদের ছিল 😋
তৈরি করে খেতে পারেন একদিন 🤗

 3 years ago 

আপনার রেসিপি দেখে তো আমার জিভে জল চলে এসেছে। অনেকদিন পরে এইরকম একটি রেসিপি দেখলাম। অনেকদিন হয়ে গেছে এই রেসিপিটি খাওয়া হয় না । আমাদের বাড়িতে তো আগে বেশিরভাগই এরকম রেসিপি তৈরি করা হত। পুরনো কথা আবার মনে পড়ে গেল আপনার রেসিপি দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
ভাবিকে দিয়ে রান্না করিয়ে নিন আরো একদিন। 🤗
সত্যিই ভীষণ স্বাদের খাবার 😋

দোয়া রইল 🥀

 3 years ago 

এই ডালগুলো মাসকলাই ডালের মত দেখা যাচ্ছে। তবে এই ডাল আমি এখনো খাইনি। আপনার এই রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমরা মুগ ডাল দিয়ে এভাবে মাংস রান্না করে খেয়ে থাকি।

 3 years ago 

না এটা মাসকলাইয়ের ডালের মতো নয়।
এটা হেলনের ডাল 🤗 যা পাহাড়ে চাষ হয় আর বরবটির মতো একটি ফসল।
ধন্যবাদ আপু আমার রান্নার প্রশংসা করার জন্য 🥀

 3 years ago 

সত্যি ভাইয়া এখন আর আগের মত ঈদের আনন্দ পাই না। তবে সবাই মিলে ভালই সময় কাটাচ্ছি। হেলেনের ডাল দিয়ে মুরগির হাড়গোড় রান্নার রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। তবে হেলেনের ডাল এই নামটি আজকে প্রথম শুনলাম। হয়তো এই ডালের নাম অন্য কিছু হতে পারে আমার অঞ্চলে। তবে যাই হোক রেসিপি কিন্তু দারুণ হয়েছে। লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

হেলেনের ডাল এই নামটি আজকে প্রথম শুনলাম।

হ্যা এই ডালটি অনেকেই চেনেন না। এটি বরবটির মতো ফসলের বীজ শুকিয়ে তৈরি করা হয়, যা পাহাড়ে উৎপন্ন হয় বেশি।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.28
JST 0.035
BTC 100336.63
ETH 3259.43
USDT 1.00
SBD 0.51