কৃষিকাজ।

in #steemitr6 months ago


20240131_105733.jpg



বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটি দেশ এদেশের গ্রামের প্রায় প্রতিটা মানুষ কৃষিকাজের সাথে জড়িত সেইসাথে কৃষি নির্ভরশীল বলা চলে। বাংলাদেশের প্রতিটা গ্রাম অঞ্চলেই প্রচুর পরিমাণে ধান চাষ হয় এই ধান চাষের মাধ্যমে বছরের পুরোটা সময় তারা নিজেদের খাদ্য মজুদ করে। নিজেদের খাদ্য মজুদের পাশাপাশি অবশিষ্ট ধান বা অন্যান্য ফসল বাজারে বিক্রির মাধ্যমে নিজেদের খরচ বহন করে সেই সাথে একটি ফসল ফলাতে যা খরচ হয় সেটা বহন করে। উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কিছু লোক কাদামাটিতে ধান রোপন করছে মূলত ধানের বীজ থেকে এক ধরনের গাছ বের হয় সেটা পরবর্তীতে কাদামাটিতে রোপনের মাধ্যমে ধান চাষ করা হয়।



কৃষকের জমিতে ধান রোপনের পরবর্তী সময়ে যখন সোনালী দানাগুলো বাতাসে দোলা দিয়ে যায় তখন কৃষকের মন ভরে যায়। গ্রামের কৃষকেরা ধান কে সোনার সঙ্গে তুলনা করে কেননা ধান যখন পুরোপুরি ঘরে তোলার অবস্থা হয়ে যায় তখন ধানের রং কিছুটা সোনালী বর্ণ ধারণ করে। এই ধান যখন কাটা হয় তখন কৃষকের সংসারের উৎসব শুরু হয় যেটাকে বলা হয় নবান্ন উৎসব আর এই নবান্ন উৎসবে প্রতিটা কৃষকের বাড়িতে পিঠাবলীর ধুম পড়ে যায়।



ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

ধন্যবাদ



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101737.75
ETH 3684.84
SBD 2.55