The diary game : 07/08/2020
আসসালামু আলাইকুম
আমি আজকে সকাল 9 টায় ঘুম থেকে উঠছি৷ ঘুম থেকে উঠে আমি বিছানায় কিছুক্ষণ বসে থাকলাম৷ আমার মা কাজ করতেছিলো৷ আমি ঘুম থেকে উঠে আগে মেসেঞ্জারে ঢুকলাম৷ কালকে অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলো৷ রাতে অনেক ঘুম পাচ্ছিলো৷ তাই তাদের মেসেজ গুলো রিপলাই দিতে পারি নি৷ আমি সবার মেসেজ গুলো দেখলাম৷ তারমধ্যে একজন নতুন ছেলে ছিলো৷ যিনি আমাকে মেসেজ দিয়েছিলেন৷ আমি তাকে বললাম আপনি কিছুক্ষণ দেরি করেন৷ আমি সকালের নাস্তা করেই নেই৷
তারপর আমার মা আমাকে একটি ডিম পোচ করে দিল৷ আমার প্রতিদিন এর সকালের নাস্তায় ডিম থাকে। আমি ডিম সিদ্ধ অথবা পোচ খাই। আজকে আমার মা লাচ্ছা রান্না করেছিলো। লাচ্ছা মূলত দূধ দিয়ে তৈরি করা হয়৷ লাচ্ছ আমার খুবই প্রিয়। আজকে আমার মা আমাকে নাস্তায় একটি ডিম পোচ, একটি মিষ্ট, লাচ্ছা, মাল্টা ও আপেল দিয়েছিলেন৷ আমি মিষ্টিটি বাদে সব নাস্তা খাইলাম৷ আমার ফলমূল খাইতে অনেক ভালো লাগে৷ কালকে আমার মামা আসছিলো৷ তিনিও লাচ্ছা খুব পছন্দ করেন৷ তিনি আজ সকালে চলে গিয়েছেন৷ তাই তার জন্য মা লাচ্ছা রান্না করেছিলো৷
Fried eggs, lachcha, sweets, malta and apples
আমার মামা সকাল ৮ টার সময় চলে গিয়েছে৷ আমি ঘুম থেকে উঠার আগেই তিনি চলে গিয়েছিলেন৷ কারণ আজ শুক্রবার। আজ জুমার নামাজ পড়তে হবে৷
screenshot of talking to tafhim
আমি নাস্তা করে 12 টার সময় ছেলেকে আবার নক করলাম। সে আমাকে বললো কি কাজ করতে হবে৷ আমি বললাম একটা steemit এ একাউন্ট খুলতে হবে। আমি তার কাছে প্রথমে নাম্বার ও নাম চেয়েছিলাম৷ পরে আমার মনে হলো আমার তো এমবি নেই৷ আর আমার wifi দিয়ে একাউন্ট খুলবে না৷ তাই আমি তাকে steem hunt এ ঢুকতে বললাম৷ এবং step by step কাজ করে যেতে বললাম৷ সে আমার কথা মত সব কাজ করলো৷ এবং সে @tafhim নামে একটি steemit একাউন্ট খুললো। তারপর সে আমাকে বলেছিলো যে কিভাবে পোস্ট করতে হয়৷ তারপর আমি তাকে একটি Introduceyourself পোস্ট লিখতে বললাম। সে বুঝতেছিলো না৷ তাই আমি তাকে রাতে আমার সাথে কথা বলতে বলেছিলাম৷ আসলে নিজে কাজ করলে সে কাজ বুঝবে৷ আমি নিজেই পারতাম একটা পোস্ট লিখে দিতে কিন্তু আমি সেটা করি নেই৷ সে নিজেই সব করলে পরবর্তীতে আর সমস্যায় পড়বে না।
তারপর আমি ১ টার সময় গোসল করলাম৷ আমাদের মসজিদে শুক্রবার জুমার নামাজ ১.৪৫ এ শুরু হয়। আমি ১.২০ নামাজে গেলাম। তারপর নামাজ পড়ার মাঝেই বৃষ্টি শুরু হল। নামাজ শেষে আমি ১০ মিনিট বসে থাকলাম৷ তারপর বৃষ্টি থামলো আমি বাড়ির উদ্দেশ্য রওনা না৷ দিলাম। আমাদের রাস্তাটি অনেক নিচু। একটুতেই পানি জমে যায়৷
২ ঘটিকায় বাসা আসলাম। তারপর দুপুরের খাবার খেলাম৷ তারপর একটু steemit এর কাজ করলাম৷ কিছু পোস্ট পড়লাম৷
আজ সারাদিন বাড়িতেই ছিলাম৷ সন্ধ্যার পর পাশে আন্টির বাড়ি আসছিলাম৷ ওখানে এক ছেলেকে steemit সম্পর্কে বোঝালাম৷ কিভাবে পোস্ট করতে হবে৷ তারপর accounts এ steempower ছিলো না৷ তাই আমি তাকে 5 steem দিয়ে দিলাম৷ আমি @tufan99 একাউন্টে 5 steem delegation করলাম৷ আমি আসলে delegation এর জানি না৷ তাই 5 steem সরাসরি। তার wallet এ দিয়ে দিলাম৷ সে power up করে নিল৷
I gave 5 steems to @tufan99
এখন আমি বাড়ি চলে আসছি। আমার মোবাইলে চার্জ নাই৷ তাই চার্জে লাগায় পোষ্ট লিখতেছি৷
আচ্ছালামু আলাইকুম না ভাই আসসালামু আলাইকুম!
ধন্যবাদ ভাই। edit করে নিচ্ছি।
ভাই অসাধারণ হইছে, কিন্তু আপনার ফটো তো একটাও দেন না।
ভাই আমাকে সবাই চিনে তাই দেই না৷ আচ্ছা মাঝে মাঝে দিব৷
❤
https://twitter.com/MDToufiqurRah17/status/1291948495352414208?s=19

ডিম, মিষ্টি, আপেল, লাচ্ছা, সেই খাওছেন তোরা, ভাতিজা।
খাবা নায় পেট চিপি থাকমো নাকি
ভাত খাবান নান, খালি ফল এ খাইবেন তোরা 😆.
You have been upvoted by @rishabh99946 A Country Representative from INDIA I am voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
Also join LUCKY 10S
Thank you
ভাইয়া আপনার দিনটি অনেক সুন্দর ছিল। আপনি নতুনদের অনেক কিছু শিখতে সাহায্য করতেছেন। আমি আপনার কাজকে সম্মান করি।
ধন্যবাদ আপু
Hi @toufiq777
I have been working on this project at the suggestion of @steemcurator01 and I would greatly appreciate you following this link to another way to reward good content creators in your country.
Thank you
@shortsegments
Link
You are doing hard work brother...carry on..আমি অনেক কিছু শিখতে পাই আপনার ব্লগগুলো পড়ে।অসাধারণ ভাই❤
আমাদেরকে ও কিছু STEEM মাঝে মাঝে send করে দিয়েন।
হাহা ভাই উনার সমস্যা ছিলো। সমস্যা ছাড়া steem দেওয়া নিষেধ 😛😄
আমাদের তো আরও সমস্যা
I like your routine a lot, brother you follow your routine very nicely. i follow your routine and i follow you all the time i am fascinated by your routine. i want to follow routine like you.