The diary game : 07/08/2020steemCreated with Sketch.

in Steem Bangladesh5 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমি আজকে সকাল 9 টায় ঘুম থেকে উঠছি৷ ঘুম থেকে উঠে আমি বিছানায় কিছুক্ষণ বসে থাকলাম৷ আমার মা কাজ করতেছিলো৷ আমি ঘুম থেকে উঠে আগে মেসেঞ্জারে ঢুকলাম৷ কালকে অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলো৷ রাতে অনেক ঘুম পাচ্ছিলো৷ তাই তাদের মেসেজ গুলো রিপলাই দিতে পারি নি৷ আমি সবার মেসেজ গুলো দেখলাম৷ তারমধ্যে একজন নতুন ছেলে ছিলো৷ যিনি আমাকে মেসেজ দিয়েছিলেন৷ আমি তাকে বললাম আপনি কিছুক্ষণ দেরি করেন৷ আমি সকালের নাস্তা করেই নেই৷

তারপর আমার মা আমাকে একটি ডিম পোচ করে দিল৷ আমার প্রতিদিন এর সকালের নাস্তায় ডিম থাকে। আমি ডিম সিদ্ধ অথবা পোচ খাই। আজকে আমার মা লাচ্ছা রান্না করেছিলো। লাচ্ছা মূলত দূধ দিয়ে তৈরি করা হয়৷ লাচ্ছ আমার খুবই প্রিয়। আজকে আমার মা আমাকে নাস্তায় একটি ডিম পোচ, একটি মিষ্ট, লাচ্ছা, মাল্টা ও আপেল দিয়েছিলেন৷ আমি মিষ্টিটি বাদে সব নাস্তা খাইলাম৷ আমার ফলমূল খাইতে অনেক ভালো লাগে৷ কালকে আমার মামা আসছিলো৷ তিনিও লাচ্ছা খুব পছন্দ করেন৷ তিনি আজ সকালে চলে গিয়েছেন৷ তাই তার জন্য মা লাচ্ছা রান্না করেছিলো৷

Fried eggs, lachcha, sweets, malta and apples

20200807_102627.jpg

আমার মামা সকাল ৮ টার সময় চলে গিয়েছে৷ আমি ঘুম থেকে উঠার আগেই তিনি চলে গিয়েছিলেন৷ কারণ আজ শুক্রবার। আজ জুমার নামাজ পড়তে হবে৷

screenshot of talking to tafhim

20200807_191332.jpg

আমি নাস্তা করে 12 টার সময় ছেলেকে আবার নক করলাম। সে আমাকে বললো কি কাজ করতে হবে৷ আমি বললাম একটা steemit এ একাউন্ট খুলতে হবে। আমি তার কাছে প্রথমে নাম্বার ও নাম চেয়েছিলাম৷ পরে আমার মনে হলো আমার তো এমবি নেই৷ আর আমার wifi দিয়ে একাউন্ট খুলবে না৷ তাই আমি তাকে steem hunt এ ঢুকতে বললাম৷ এবং step by step কাজ করে যেতে বললাম৷ সে আমার কথা মত সব কাজ করলো৷ এবং সে @tafhim নামে একটি steemit একাউন্ট খুললো। তারপর সে আমাকে বলেছিলো যে কিভাবে পোস্ট করতে হয়৷ তারপর আমি তাকে একটি Introduceyourself পোস্ট লিখতে বললাম। সে বুঝতেছিলো না৷ তাই আমি তাকে রাতে আমার সাথে কথা বলতে বলেছিলাম৷ আসলে নিজে কাজ করলে সে কাজ বুঝবে৷ আমি নিজেই পারতাম একটা পোস্ট লিখে দিতে কিন্তু আমি সেটা করি নেই৷ সে নিজেই সব করলে পরবর্তীতে আর সমস্যায় পড়বে না।

তারপর আমি ১ টার সময় গোসল করলাম৷ আমাদের মসজিদে শুক্রবার জুমার নামাজ ১.৪৫ এ শুরু হয়। আমি ১.২০ নামাজে গেলাম। তারপর নামাজ পড়ার মাঝেই বৃষ্টি শুরু হল। নামাজ শেষে আমি ১০ মিনিট বসে থাকলাম৷ তারপর বৃষ্টি থামলো আমি বাড়ির উদ্দেশ্য রওনা না৷ দিলাম। আমাদের রাস্তাটি অনেক নিচু। একটুতেই পানি জমে যায়৷

২ ঘটিকায় বাসা আসলাম। তারপর দুপুরের খাবার খেলাম৷ তারপর একটু steemit এর কাজ করলাম৷ কিছু পোস্ট পড়লাম৷

আজ সারাদিন বাড়িতেই ছিলাম৷ সন্ধ্যার পর পাশে আন্টির বাড়ি আসছিলাম৷ ওখানে এক ছেলেকে steemit সম্পর্কে বোঝালাম৷ কিভাবে পোস্ট করতে হবে৷ তারপর accounts এ steempower ছিলো না৷ তাই আমি তাকে 5 steem দিয়ে দিলাম৷ আমি @tufan99 একাউন্টে 5 steem delegation করলাম৷ আমি আসলে delegation এর জানি না৷ তাই 5 steem সরাসরি। তার wallet এ দিয়ে দিলাম৷ সে power up করে নিল৷

I gave 5 steems to @tufan99

Screenshot_20200807-212547_Chrome.jpg

এখন আমি বাড়ি চলে আসছি। আমার মোবাইলে চার্জ নাই৷ তাই চার্জে লাগায় পোষ্ট লিখতেছি৷

My Twitter account

My Facebook account

My YouTube Account

Thank you

Sort:  

আচ্ছালামু আলাইকুম না ভাই আসসালামু আলাইকুম!

 5 years ago 

ধন্যবাদ ভাই। edit করে নিচ্ছি।

ভাই অসাধারণ হইছে, কিন্তু আপনার ফটো তো একটাও দেন না।

 5 years ago 

ভাই আমাকে সবাই চিনে তাই দেই না৷ আচ্ছা মাঝে মাঝে দিব৷

 5 years ago (edited)

ডিম, মিষ্টি, আপেল, লাচ্ছা, সেই খাওছেন তোরা, ভাতিজা।

 5 years ago 

খাবা নায় পেট চিপি থাকমো নাকি

 5 years ago 

ভাত খাবান নান, খালি ফল এ খাইবেন তোরা 😆.

You have been upvoted by @rishabh99946 A Country Representative from INDIA I am voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S


 5 years ago 

Thank you

ভাইয়া আপনার দিনটি অনেক সুন্দর ছিল। আপনি নতুনদের অনেক কিছু শিখতে সাহায্য করতেছেন। আমি আপনার কাজকে সম্মান করি।

 5 years ago 

ধন্যবাদ আপু

Hi @toufiq777

I have been working on this project at the suggestion of @steemcurator01 and I would greatly appreciate you following this link to another way to reward good content creators in your country.
Thank you
@shortsegments

Link

You are doing hard work brother...carry on..আমি অনেক কিছু শিখতে পাই আপনার ব্লগগুলো পড়ে।অসাধারণ ভাই❤

আমাদেরকে ও কিছু STEEM মাঝে মাঝে send করে দিয়েন।

 5 years ago 

হাহা ভাই উনার সমস্যা ছিলো। সমস্যা ছাড়া steem দেওয়া নিষেধ 😛😄

আমাদের তো আরও সমস্যা

I like your routine a lot, brother you follow your routine very nicely. i follow your routine and i follow you all the time i am fascinated by your routine. i want to follow routine like you.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111360.81
ETH 4309.79
SBD 0.84