ইট ভাটার কারখানার কিছু ফটোগ্রাফি
সবাইকে অভিবাদন,
আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম আশ্চর্য সাদা মেঘের ফটোগ্রাফি নিয়ে এবং এটি শেয়ার করতে পেরে দারুণ লাগছে। আমি ফটোগ্রাফি, ভ্রমণ ও লিখালিখি করতে ভালোবাসি। যাইহোক শুরু করা যাক। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে।
গতকাল বিকেলবেলা আমিও আমার বাবার সহ আমারা ইটের ভাটার কারখানায় যাই, কিছু ইট নিয়ে আসার জন্য। আমাদের বাসা সম্পন্ন করতে আরেকটু কাজ বাকি আছে তাহলে এই সম্পূর্ণ বাসা একদম কমপ্লিট। সেই জন্য আমি ও আমার বাবা পরিকল্পনা করে গতকালকে ইট নিয়ে আসি। এই ইটের পাশাপাশি আমাদের সিমেন্ট সহ মিস্ত্রি লাগবে। কাজ হয়তোবা খুব শীঘ্রই শুরু করবে। বিশেষ করে আমাদের বাসায় ধান রাখার ও আশেপাশে টুকিটাটি কি কাজ বাকি রয়েছে সেই জন্য কালকে মূলত যাওয়া।
তাছাড়া আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন কালকের ওয়েদার খুবই ভালো ছিল। একটু একটু মেঘ চারদিকে শীতল আবহাওয়া বাতাস। সব মিলে কালকে বাইক রাইড করে খুবই স্বস্তিকত ফিল হচ্ছিল।
আপনি যদি এই পোস্টটি পছন্দ করেন তবে আমাকে সাপোর্ট করুন এবং যদি আপনি এই পোস্ট বা অন্য কোনও পোস্ট সম্পর্কে কিছু মতামত দিতে চান তবে একটি মন্তব্য করুন৷ আমার আরও সৃজনশীল কাজ চালিয়ে যেতে দয়া করে আমাকে সমর্থন করুন এবং আপনি আমাকে অনুসরণ করতে পারেন যাতে আপনি আমার ভবিষ্যতের পোস্টগুলি দেখতে পারেন এবং আপনাকে সর্বদা আমার ব্লগে স্বাগতম। দোয়া রাখবেন আমার জন্য।
যন্ত্রের তথ্য
যন্ত্রের তথ্য
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 10 pro |
ছবি সম্পাদনা | পোস্ট প্রসেসিং |
লেন্স | ডিফল্ট লেন্স |
ফটোগ্রাফার | @jihad75 |
অবস্থান | বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
@jswit reply-off