বন্যায় ভালো নেই বাংলাদেশের মানুষ। পর্ব চার।
আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।
ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ এর গেট খুলে দেওয়ায় ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা গুলো বন্যার পানিতে ব্যাপকভাবে প্লাবিত হয়। গেল এক সপ্তাহ ধরে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। ধীরে ধীরে পানি নেমে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে আবার কোথাও কোথাও পানি বেড়ে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের বারো জেলার মানুষ এখনো পর্যন্ত দুর্ভোগের মধ্যে দিয়ে সময় পার করছে।
এমন অবস্থায় অনেক বিপদের মধ্যে আছে বন্যা কবলিত ১২ জেলার মানুষ। প্রত্যন্ত অঞ্চল গুলোতে খাবারের জন্য হাহাকার দেখা যাচ্ছে এবং একই সাথে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম,মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা এসব জেলায় মানুষগুলো এক সপ্তাহ ধরে পানি বন্দি। পানি কমছে খুবই ধীর গতিতে। দ্রুত বন্যার পানি না নামার কারণ হিসেবে সংশ্লিষ্টরা পানি নিষ্কাশনের ব্যবস্থাকে দায়ী করছেন। বন্যা কবলিত মানুষদের সব থেকে বড় দুর্ভোগ হল নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি। বন্যা কবলিত এলাকাগুলোতে রাস্তাঘাট পানির নিচে। এতে করে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকাগুলো।
সিম অপারেটর কোম্পানিগুলোর ৫৭৩ টি নেটওয়ার্ক টাওয়ার অকের্য হয়ে পড়েছে। এতে করে সিম অপারেটরগুলো বন্যা কবলিত এলাকাগুলোতে নেটওয়ার্ক সমস্যা পড়ছে সেই সাথে সাধারণ মানুষ জনও। স্বাস্থ্যসেবা ধ্বংস হওয়ার সাথে সাথে পানি বাহিত অনেক রোগের উৎপত্তি দেখা দিচ্ছে। এখনো পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়ে ২৩ জন মারা গিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্যার্ত মানুষদের জন্য কাজ করা হচ্ছে। আশা করা যায় অতি দ্রুতই এই জাতীয় দুর্যোগ কাটিয়া আমরা আবার স্বরূপে ফিরব ইনশাআল্লাহ।
প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @najmulislam10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community