আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট । ১০% @btm-school এর জন্যে [16-09-2022]
হে আমার নফস তুমি যা চাও তা না পেলে দুঃখ পেয়ো না। বরং তোমার রব যা দান করেছেন তা দ্রুত গ্রহন করো। তোমার এই অভাবের মাঝে শান্তনার খোঁজ করো এবং এই প্রতীক্ষাকে কদর করো। এবং এটাও জেনে রাখো তোমার রব তোমার পরীক্ষা নেন। যখন সকল আশা হতাশার রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমায় বঞ্চিত করা হয়। তখন তুমি তোমার সকল গাফিলতি হতে নিজেকে জাগিয়ে তোলো। দৃঢ় ভাবে তোমার রবের প্রতি আশাবাদী হও। তোমার প্রত্যাশাকে তৃণভূমীর মতো করে সাজাও এবং কখনো এই তৃণভূমী পরিত্যাগ করবে না। কারন তোমার প্রভুর দান অত্যন্ত সূক্ষ্ম এবং অগনিত রূপে আসে।
কত উত্তম বিশ্বজগতের বুনন যা তোমার প্রভু নিজ হাতে বুনেছেন। সফর এখানেই শেষ, তারা জীবনের নহরের নিকট এসে পৌঁছেছে।পুরো কাফেলা তৃপ্তি ভরে পান করেছে তাদের দীর্ঘ পিপাসা পরিপূর্ণভাবে মিটেছে। নিমন্ত্রনকর্তা মহান আল্লাহ কখনোই তাদের তৃষ্ণার্ত রাখবেন না। তার ঝর্না হতে সকল উদারতা অনবরত প্রবাহমান। হে আমাদের প্রভু আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস দৃঢ়। আপনার উপর এই বিশ্বাসই আমার ঢাল, আমি নিরাপদ, আমি নিশ্চিন্ত, আমি মোহমুক্ত। হে আমার রব, হে আমার মহান রাব্বে কারীম আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস দৃঢ়। সেই সকল মানুষ যারা আপনার অনুগ্রহের কামনা করে, তাদের উপর আপনার রহমত ও দয়া বর্ষন করুন।
আপনি তো অনেক বেশি দয়ালু হে আমার রব, আমার ডালকে পাতা শুন্য রাখবেন না।আপনার প্রিয় মুহাম্মাদ (সাঃ) এর প্রতি শান্তি বর্ষণ করুন।ঈমান স্থাপনের পর থেকে তিনি (সাঃ) আমার পথ, উঁচু মাকামে পৌঁছানোর মাধ্যম। তিনি আমার দুর্গ এবং আমার সাহস তিনি।
হে আমার নফস তুমি দৃঢ় থাকো এবং এগিয়ে চলো পরম আনন্দের দিকে যা এখনো অপ্রকাশিত। আপনার উপর দুরুদ ও সালাম হে প্রিয় নবী (সাঃ)।
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট
Greetings @habiburrahman68
I think the content of your post has a large percentage of information that has been shared by another author, I invite the friend @rahul989 to confirm it as it may be a case of plagiarism, which is not allowed on the platform.
https://www.facebook.com/groups/185868236872223/posts/189381886520858/
@steemcurator01
Thanks for everything
হাবিবুর রহমান ভাই, আপনার লেখাটি নিঃসন্দেহে ভালো হয়েছে কিন্তু আপনার ছবিগুলো নিয়ে আপত্তি আছে। এভাবে যেকোনো ছবি ডাউনলোড করে তার উপর এডিট করে কিছু লেখা বসায়ে দিলেই সেটা কপিরাইট ফ্রি হয়ে যায়না।
আপনি ইউজ করতে পারবেন হয় নিজের মোবাইল বা ক্যামেরায় তোলা ছবি অথবা বাইরের কপিরাইট ফ্রি সাইটের ছবি যেটার অবশ্যই যথাযথ সোর্স উল্লেখ থাকতে হবে। সোর্স উল্লেখ ছাড়া এভাবে এডিট করে ছবি দেয়া যাবেনা।
আর পোস্টে আপনার ট্যাগ গুলোর পজিশনও ঠিকঠাক হচ্ছেনা। প্রথম দুটো ট্যাগ অবশ্যই পোস্ট রিলেটেড হতে হবে, এরপর আপনি বাকিগুলো ইউজ করতে পারবেন।
আশাকরি পরবর্তী পোস্টে এগুলো খেয়াল রাখবেন। এখনো বুঝতে না পারলে অথবা এসব ব্যাপারে আরও জানতে চাইলে মেহেদী ভাইয়ের থেকে জেনে নিবেন।
ধন্যবাদ।
লেখা পড়ার জন্য ধন্যবাদ
এবং ছবি গুলা ভাইজান আমার নিজে বানানো তাহলে কি ভাবে সোর্স উল্লেখ করবো
এই ছবির কোনো সোর্স নাই
সোর্স আমি নিজে তৈরি করেছি
এই ছবি আমি কোনো জায়গা থেকে ডাউনলোড করিনি
ধন্যবাদ
দেখি, আপনাকে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করছি।
ওকে ভাইজান