মুড়ি পার্টি

in World Steemit Lovers2 years ago

মুড়ি পার্টি
drinks-2578446_1280.jpg

ছবির উৎস

কলেজে ভর্তির পরে মেস জীবন শুরুর পর থেকে মুড়ি পার্টি নামক শব্দটা যেন অত্যাধিক পরিচিতি লাভ করেছে। মেসে থেকেছে অথচ সবাই মিলে মুড়ি পার্টি করে নাই, এমন মানুষ বা ছাত্র খুজে পাওয়া কষ্টকর। হঠাৎ করেই আয়োজন করা হয় এই মুড়ি পার্টির। বেশির ভাগ সময় রাতে এর আয়োজন করা হয়ে থাকে৷ বলা যেতে পারে অনেকটা অপরিকল্পিত ভাবেই এর আয়োজন হয়ে থাকে। সবাই মিলে বড় গামলাতে, মুড়ি, চানাচুর সহ নানা ধরনের মসলা সহযোগে মুড়িকে মাখিয়ে নিয়ে মজা করে খাওয়া হয়৷ খেতে খেতে কতশত কথা আর আড্ডা দেওয়া। সেই সব মুহুর্ত গুলো কখনও ভোলার মতো না। ছাত্র জীবনের কিছু স্মৃতিময় মুহুর্তের মুড়ি পার্টিও একটি অংশ।

আজকের কথাই বলি, এশার নামাজ শেষ করে খাবার খেয়ে পড়তে বসছি। কিছুটা সময় পর আমার পাশের রুমের এক ভাই এসে, বলল ভাই আসেন আজকে মুড়ু পার্টি করি রাতে। প্রথমে আমি রাজি হয় নাই,। আর সমস্যা হলো তারা যায়ই করে সেখানে আমাকে অংশগ্রহণ করতেই হয়৷ না করতে চাইলেও জোর করেই করাবে, যেহেতু একই সাথে থাকা, দেখা কথাবার্তা এজন্য না করলেও খারাপ দেখায়। অনেক আনন্দও হয় বেশ৷ যাই হোক ২০ টাকা করে টাকা তোলা হলো। মোট সাতজন ছিলাম আমরা। আমার কাছে খুচরা টাকা ছিল না, আমার রুমমেট আমার টাকাটা দিয়ে দিলেন। রাত ১০ টার দিকে দোকানে গেল ভাইয়েরা। দোকান থেকে মুড়ি, চানাচুর, ছোলাবুট, পেঁয়াজু তপ নিয়ে আসল।

এরপর গুলো নিয়ে প্রস্তুতি শুরু হলো মুড়ি পার্টির। কয়েকজন মিলে হাতে হাতে সকল কিছু গুছি নিয়ে বড় গামলাতে মুড়ি মাখিয়ে নিল। এরপর সবাই মিলে বসে খাওয়া শুরু করলাম। এভাবে সবাই মিলে খাওয়ার আনন্দটা বলে বোঝানো যাবে না। তবে আজকের মুড়ি মাখানোতে একটু কাঁচা মরিচের পরিমাণ বেশি দেওয়া হয়েছিল৷ আর আমিি প্রথমেই মরিচ খেয়েছিলাম। এজন্য ঝাল বেশি লাগছি৷ তবে স্বাদ ছিল দূর্দান্ত। আপনারাও যারা এভাবে মুড়ি পার্টি করেন, তারা এর স্বাদটা বুঝতে পারবেন৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.31
JST 0.033
BTC 110229.20
ETH 4280.12
USDT 1.00
SBD 0.83