পরিচিত মুখগুলো সব হারিয়ে যাচ্ছে।

in World Steemit Loverslast year

পরিচিত মুখগুলো সব হারিয়ে যাচ্ছে।

IMG_20231107_202034.jpg

পৃথিবীর নিয়মই হলো, জন্ম নিয়ে লে মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে। কিন্তু মানুষের মন সেটা মানতে চায় না। মানুষ বড়ই অবুঝ। পৃথিবীর মায়াজালে আমরা আটকে আছি৷ এটা থেকে বেড়তে পারতেছি না। কিন্তু আমাদের সবার উচিত পৃথিবীর মায়াকে ত্যাগ করে আখিরাতকে নিয়ে বেশি বেশি চিন্তা করা উচিত৷ কারণ, দু'দিনের পৃথিবীতে এসে আমরা আখিরাতকে ভুলে যায়। কতশত হাজারও পরিচিত মুখগুলো আজ আর দেখা যায় না। প্রকৃতির নিয়ম এবং সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে তারা চলে গেছেন।

আমাদের গ্রামের মানুষগুলো যেনো মৃত্যু ঝড় উঠে গেছে। একের পর এক পরিচিত, আপন জনগুলো চলে যাচ্ছে। গত তিন মাস মতো হলো আমি বাসায় ছিলাম না। ডুয়েটে এডমিশন দেওয়ার জন্য গাজিপুরে কোচিং করতেছিলাম। এরই মাঝে শুনি আমার কয়েকজন পরিচিত মানুষ মারা গিয়েছে। যাদের মৃত্যু সংবাদ শুনে আমি নিজেই অনেকটা দুঃখ পেয়েছি। এর কয়েক দিন আগেই আমার বাড়ীর পাশের এক নানা মারা গেল। তখন আমি কুষ্টিয়াতেই ছিলাম। যারা আমাকো ছোট বেলা থেকে অনেক ভালোবাসত তারা একে একে চলে যাচ্ছে। বাসায় গেলে বা পথে দেখা হলেই কথা বলত,।

এই আজকের কথায় যদি বলি। আমার এক দাদী। সম্পর্কে আমার ভাইয়ের দাদী শাশুড়ী। আমাদের বাসার পাশেই বাসা। গতকালে বিকালে কাজ করতে করতে হঠাৎ পিঠের ব্যাথা থেকে ব্রেন স্ট্রোক করেছিল। পরে সবাই মিলে কুমারখালি হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে বলেছিল কুষ্টিয়া নিয়ে যান। এরপর কুষ্টিয়া নিয়ে আসেন। শুধু রাতটুকু হাসপাতালে ছিলেন, তারপর ভোরের দিকে মারা গিয়েছেন৷ আমার সাথে কত হাসি তামাশা করত। বাড়ি আসলেই কথা বলত। আমাদের বাড়ীর পাশ দিয়েই সব সময় ভাবিদের বাড়ি যেত। কিন্তু আজকে সেই মানুষটায় মাটির নিচে শুয়ে আছে।

আল্লাহ তায়ালা কাছে দোয়া করি তিনি যেনো তাকে জান্নাত দান করেন (আমিন).। আমাদের কিছুই করার নাই৷ সৃষ্টিকর্তার নিয়ম মেনে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে৷

ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.38
JST 0.059
BTC 95746.69
ETH 3711.36
SBD 4.15