শটের ফটোগ্রাফি।

in World Steemit Lovers23 days ago

হ‍্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালো আছেন ? আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শখের ফটোগ্রাফির বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি -- --- --- ---

inbound103408681674526998.jpg

আজ রোজ রবিবার। গতদিনের মতো আজকেও আমাদের এলাকাই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি টা মূলত নিন্ম চাপ ধারণ করেছে। এজন্য ঘরের বাইরেই বেরনো যাচ্ছে না। অতিপ্রাচীন কাল থেকে মানুষের সৃজনশীল ক্ষমতার সাথে প্রকৃতির বন্ধন রয়েছে। সৌন্দর্য চর্যায় প্রকৃতি সব সময় মানুষের প্রতি হাত বাড়িয়ে দিয়ে চলেছে। মানুষ প্রকৃতির ভালো বাতাস শুধু ভোগই
করেনি, প্রকৃতির এই উপাদানগুলো সৃষ্টিশীল কাজেও ব‍্যবহার করে চলেছে। আলো নিয়ে কাজ করা মানুষের ইতিহাস প্রাচীন।
ফটোগ্রাফি সম্পর্কে আরো একটু গভীর আলোচনা করা যাক। সেটা হলো ফটোগ্রাফি কী এবং কীভাবে এর উৎপত্তি হলো। ফটোগ্রাফির তথ‍্য যখন উৎপত্তি হয় তখনও অনেক শিল্প আলোর মুখ দেখেনি।

inbound383047564611419014.jpg

সাধারণ অর্থে সূর্যের আলো কিংবা কৃত্রিম আলোকে ব‍্যবহার করে কোন বস্তুর প্রতিবিম্ব আঁকার পদ্ধতিতে ফটোগ্রাফি বলে।
বর্তমানে ফটোগ্রাফি মাধ‍্যমে অনেকে ইনকাম সোর্স হিসেবে ব‍্যবহার করে আচছে। এই মধ্যে পরিবারের জীবিকা নির্বাহ করতেছে। আজকে প্রায় সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকার পর আছরের পর বাড়িতে বের হলাম একটু। তাও আবার ছাতি মাথাই দিয়ে আসলাম আমাদের মোড় এর পাড়ে। মোড় এর পর কিছু সময় আবারও বৃষ্টি নেমে পড়লো। এই সময় হলে হঠাৎ করে মনে পড়লো আমাদের মোড়টা বৃষ্টির দিনে দেখতো তো অনেক ভালো লাগছে। তাই আমি আমার ফোন দিয়ে ক‍্যামেরা বন্ধি করলাম। আজকের মতো এখানেই শেষ করলাম।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরো একটি নতুন পোষ্ট নিয়ে।

ধন্যবাদ *****

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66703.61
ETH 3518.80
USDT 1.00
SBD 2.68