আল্লাহ তায়ালা যা করেন, ভালোর জন্যই করেন

in World Steemit Loverslast year (edited)

আল্লাহ তায়ালা যা করেন, ভালোর জন্যই করেন

IMG_20231124_171910.jpg

আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে কিভাবে পরিক্ষা করে থাকেন সেটা কেউ বলতে পারে না। মুমিনের জন্য যেটা পরিক্ষা সেটাই হতে পারে কাফিরের জন্য অভিশাপ। এজন্য সব সময় আমাদেরকে আল্লাহ তায়ালার উপর ভরসা রাখতে হবে। বিপদে দিশেহারা হলে চলবে না। গত ৭ দিন ধরে আমি আমার মা কে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। হতাশা আর দুশ্চিন্তা যেনো আমাকে গ্রাশ করতেছিল। তারপর আল্লাহ তায়ালার উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। আল্লাহ তায়ালা মা কে খুব তারাতারি সুস্থ করে দিবেন। বিপদে ধৈর্য হারালে চলবে না।

গতকালকে মা কে হাসপাতাল থেকে বাড়ী এনেছি। (আলহামদুলিল্লাহ ). কিন্তু তার শরীরের বাসা বেধেছে নানা ধরনের রোগ যার জন্য, শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠতে পারতেছেন না৷ একই সঙ্গে ডেঙ্গু, হাই প্রেসার, এজমা, ফুসফুসে পানি জমছে, ডায়বেটিস, এবং ব্রেইন স্টোক করছে। এজন্য শারীরিক ভাবে মা অসুস্থ রয়েছে। তাকে এখনও ধরে বাইরে নেওয়া লাগে৷ খাবার খাওয়ায়ে দেওয়া লাগে। আল্লাহ তায়ালা যেনো তাকে খুব তারাতারি সুস্থতা দান করে। আসলে রোগ মুক্তির মালিক হলেন আল্লাহ তায়ালা। ডাক্তারগন হলেন শুধু মাত্র চেষ্টটা করেন।

মায়ের অসুস্থতার জন্য আমি খুবই ভেঙে পড়েছি। বাড়ীতে কেউ থাকে না৷ এক বাড়ীতে মা কে রেখে কিভাবে ঢাকাতে যাব এই চিন্তায় যেনো আমি শেষ। এদিকে বাড়ীতে কেউ না থাকায় আমিও ঢাকাতে যেতে পারতেছি না। কিভাবে কি করব বুঝতে পারতেছি না। অন্য দিকে আমার কোচিং ও চালু হয়ে গিয়েছে৷ কীভাবে কি করব বুঝতেই পারতেছি না। তবে আল্লাহ তায়ালার উপর আমার বিশ্বাস আছে, তিনি অবশ্যই আমাকে একটা পথ দেখায়ে দিবেন।

সবাই আমার মায়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন৷ যাতে আল্লাহ তাকে তারাতারি পুরোপুরি সুস্থ করে দেন৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্টনিয়ে।

ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.36
JST 0.057
BTC 96093.70
ETH 3793.22
SBD 4.13