Competition 📢📢 - Save and clean the environment in my area.

in Steem For Bangladeshlast year (edited)

আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং আমিও ভাল আছি। স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিতে এডমিন @msharif ধারা আয়োজিত 📢📢 - আপনার এলাকায় পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন করুন।@msharif ভাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।তো চলুন শুরু করা যাক।

PhotoCollageMaker_2023111113455686.jpg

পরিবেশ হলো এমন একটি জিনিস যা আমাদের পারিপাশ্বিকত তৈরি করে এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদেরকে ক্ষমতা প্রদান করে। অর্থাৎ, আমাদের চারপাশে যা কিছু আছে তা সব মিলিয়েই তৈরি হয়ে আমাদের পরিবেশ।এই পরিবেশ আমাদের ধারাই তো দূষিতো হয়। আর দূষিত পরিবেশে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য।

আপনি কি কখন এলাকা পরিবেশ পরিষ্কার নিয়োজিত হয়েছেন তাই যদি হয় আপনি কিভাবে তাদের পরিচালনা করেছেন

আমি যখন স্কুলে পড়তাম,তখন আমি স্কুলের স্কাউট দলে যোগ দিয়েছিলাম। আর ওই দলের আমি নেত্রী ছিলাম।তো তখন আমাদের বিদ্যালয়ের আশেপাশে ময়লা আবর্জনা আমি আমার দল নিয়ে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণটি প্রতিদিন পরিষ্কার করতাম।আর আমাদের গ্রামের যদি কোথাও এরকম ময়লা আবর্জনা অতিরিক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাহলে আমরা স্কুলের সেই দলটিকে নিয়ে সেখানে গিয়ে সবাই মিলে ময়লা ছড়ানো ছিটানো ময়লা গুলো একত্রে রেখে স্তূপ বানিয়ে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতাম।

PhotoCollageMaker_202311111313188.jpg

(আমার স্কুলের ছবি নেই বলে আমি বর্তমানে আমার বাড়ির আশেপাশে আমি যেভাবে পরিষ্কার করে রাখি তার ছবি আপনাদের সাথে শেয়ার করলাম)

পরিবেশ পরিচ্ছন্ন সংরক্ষণে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পার?

পরিবেশ পরিচ্ছন্ন ও সংরক্ষণে যে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে তা হলোঃ
১. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না।নির্দিষ্ট একটি স্থানে ফেলা।
২.অপরিকল্পিত বাড়ি ঘর ভাড়া কল কারখানা তৈরি বন্ধ করা।
৩.নদী নানা খাল বিল ভরাট বন্ধ করতে হবে।
৪.বেশি বেশি গাছ লাগানো বা বৃক্ষরোপন করা।
৫. ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণের আইন মেনে চলা।
৬.জনসংখ্যা বৃদ্ধির হার কমানো ।

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এর সাধারণ মানুষকে সচেতন করা কিভাবে সম্ভব?

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।অল্প মূল্যের যান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা অজ্ঞতার অন্ধকার দূর করেন, আবর্জনাকে কাজে লাগাতেহবে,বনভূমি সংরক্ষণ ও বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করতেহবে।পরিবেশ সংরক্ষণের জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছেন।বেসরকারি বহু প্রতিষ্ঠানও নানাভাবে জনমত সৃষ্টি করতে চেষ্টা করছে। এছাড়া অনুষ্ঠান, পত্র-পত্রিকা, সংবাদপত্র, রেডিও, টিভি-তে বারবার ঘোষণা, ইত্যাদির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনগণকে সক্রিয় সহযোগিতার কথা বলা হচ্ছে।আমাদের প্রত্যেককে নিজের ভালোর জন্য দূষণমুক্ত পরিবেশ গঠনে অংশ নিতে হবে।

PhotoCollageMaker_2023111112825162.jpg

পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কি আমাদের কর্তব্যবনে মনে করে? যদি তাই হয় তাহলে আপনি কীভাবে ভূমিকা পালন করবে?

পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। আমার আশেপাশের পরিবেশ যাতে অপরিষ্কার অপরিচ্ছন্ন না হয় সেদিকে আমি খেয়াল রাখব। আশেপাশে যদি ময়লা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করবো,বেশি বেশি করে গাছ লাগাব, অর্থাৎ ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলবো।

IMG-20221211-WA0049.jpg

যদি আমাদের এলাকাগুলো পরিষ্কার হয়, তাহলে এটা আমাদের কি উপকার করতে পারে?

যদি আমাদের এলাকাগুলো পরিষ্কার হয় তাহলে এটা আমাদের অনেক উপকার করতে পারে।এলাকার লোকজনের অসুখ-বিসুখ কম হতে পারে,লোকজনের চলাচল করতে সহজ হতে পারে , সুশৃংখল একটি পরিবেশ তৈরি করতে পারে , অর্থাৎ এলাকার লোকজন সুস্থ শান্তি ভাবে বসবাস করতে পারে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভালো পরিবেশ প্রয়োজন।স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিবেশের গুরুত্ব অপরিসীম।রিবেশের ওপর আমরা পুরোপুরি নির্ভরশীল। তাই পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর হয়,তাহলে আমাদের জীবন যাপনও স্বাস্থ্যকর হবে।পরিবেশ যদি ভালো না হয়,তাহলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। তাই ভালো জীবন যাপন জন্য পরিবেশের গুরুত্ব অপরিসীম ।

উপসংহার


ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই পৃথিবী। এই পৃথিবী সবকিছুই মানুষের জন্য উজাড় করে দিয়ে দিয়েছে। অথচ পৃথিবীর এই মানুষগণ ভুলে যায়, যে প্রাকৃতিক পরিবেশে সে বাস করে তাকে বিনষ্ট করলে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। তাই তাকে রক্ষা করার দায়িত্ব ও কর্তব্য বিশ্বের প্রতিটি নাগরিকের।পরিষ্কার-পরিচ্ছন্ন ইবাদতের অঙ্গ ।
বন্ধুদের আমন্ত্রণ :@monirm @preye2 @redoan

From #bangladesh
@selina1

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ngoenyi

 last year 

You have mentioned some nice ways through which we can easily make people aware. And you clean around your house nicely, which looks very nice. When the surroundings of the house are clean, the mind is good.

 last year 

Yes, if the house is clean, our mood is much better. Thank you very much bro for such a nice comment.

 last year 

I agree with your comments, you are telling the truth about stopping the unplanned construction of water mills, stopping the filling of rivers and canals, planting trees, because now our environment is getting more and more damaged due to these things. However, you are sharing many valuable comments with us. Wishing you success in this competition. Stay well and keep up the good work.

 last year 

Thank you very much for your nice comment. Please pray that I can share more good posts with you.

 last year 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI6.1 ( 0.00 % self, 45 upvotes, 33 accounts, last 7d )
Transfer to Vesting51.982 STEEM
Cash Out
34
ResultClub5050
 last year 

Thank you.

 last year 

আপনার লিখাটি পড়ে খুব ভালো লাগলো। পরিষ্কার-পরিছন্ন থাকা নিজের এবং সমাজের জন্য অতি জরুরী।

 last year 

আমার পোস্টটি আপনার কাছে ভালো লাগার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপু দেখে খুব ভালো লাগছে যে আপনি আপনার আশেপাশের এরিয়া গুলো খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখেন এবং পরিবেশ সংরক্ষণের ব্যাপারে আপনি অনেক সচেতন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66504.03
ETH 3578.30
USDT 1.00
SBD 3.03