ঘাসফড়িং এর ফটোগ্রাফি
ঘাসফড়িং চেনেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঘাস ঘাসফড়িং সাধারণত ঘাসের মধ্যে থাকে বা জংগলে থাকে। ঘাসফড়িং বিভিন্ন সাইজের হয়ে থাকে। বিভিন্ন কালারের হয়ে থাকে। সবুজ বর্ণের ঘাসফড়িং সচরাচর দেখতে পাওয়া যায়। সবুজ ঘাসফড়িং গুলো ছোট মাঝারি ও বড় আকৃতির হয়ে থাকে। ঘাসফড়িং পোকামাকড় খেয়ে থাকে।
টিভিতে দেখেছিলাম বড় আকৃতির ঘাসফড়িং গুলো অনেক ভয়ংকর হয়ে থাকে৷ এরা ছোট আকৃতির টিকটিকি ব্যাঙ খেয়ে থাকে। ঘাসফড়িং মাঝে মাঝে ঘরের মধ্যে ঢুকে। এখন শীতকাল। শীতকালের আগমনে অনেক পোকামাকড় ঘরে ঢুকে। এর মধ্যে ঘাসফড়িং রয়েছে।
ঘাসফড়িং এর দেহ দুই ভাগে বিভক্ত থাকে। মাথা ও শরীর। এদের চোখগুলো বেশ বড় হয়ে থাকে। ঘাসফড়িং এর ছয়টি পা থাকে। এর মধ্যে তাদের পিছনের পা দুটি অনেক বড় হয়ে থাকে। এবং সামনের চারটি পা পিছনের পায়ের তুলনায় অনেক ছোট হয়। ঘাসফড়িংয়ের পা কাটা যুক্ত হয়ে থাকে। ঘাসফড়িংয়ের উড়ে বেড়ানোর জন্য পাখা আছে। এরা উরে বেড়ায়। এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এরা ঘাসের মধ্যে থাকে এবং লাফ দিয়ে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়।
Camera | Samsung Galaxy A13 |
---|---|
Location | Bangladesh |
Photo Taken | abul-bashar |
Upvoted! Thank you for supporting witness @jswit.