বাঁশের সাকোর ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Steemit Global9 months ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি গ্রাম গঞ্জের বাঁশের সাকোর ফটোগ্রাফি করতে যাচ্ছি, গ্রামের মানুষ যাতায়াতের জন্য এই সাঁকো ব্যবহার করে। নদী কিংবা ছোট ছোট খাল পারাবারের জন্য। এই সাকো ব্যবহার করা হয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম পারাপারের জন্য। স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতায়াতের জন্য এই সাকো ব্যবহার করে। বর্ষাকালে নদী পার ভেঙ্গে যায় । এক পার থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য বাশের তৈরি, সাকো আমরা ব্যবহার করে থাকি। এটি একটি বিশেষ মাধ্যম। বাঁশ গাছ থেকে বাশ সংগ্রহ করা হয়। গ্রামের মানুষ সকলেই একত্রিত হয়ে এই সাকো তৈরি করে। দেখতে অনেক দৃষ্টিনন্দন হয়ে থাকে।

IMG_20231014_155727_403.jpg

বাংলাদেশ প্রায় প্রত্যেকটি অঞ্চলের নিচু নিচু বসত বাড়ি রয়েছে, যেখানে আধুনিকতার কোন ছোঁয়া পড়েনি। সেই সব অঞ্চলের মানুষ এই সাঁকো বেশি ব্যবহার করে। গ্রাম ছাড়া এই সাকো কোথাও চোখে পড়ে না। গ্রামের মানুষ এই সাকোর সাথে অনেক পরিচিত। তাই তো মানুষ এই সাগর উপর নির্ভরশীল। মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য এই সাকো পার হয়ে বাজারে যেতে হয়। কেমন লাগলো আমার এই সাকোর ফটোগ্রাফি সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ ।

IMG_20231014_155727_881.jpg

IMG_20231014_155726_672.jpg

IMG_20231014_155703_761.jpg

IMG_20231014_155701_417.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65862.35
ETH 3444.22
USDT 1.00
SBD 2.68