মাটির তৈরি টিয়া পাখির ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Steemit Global8 months ago

এইমাত্র এক সপ্তাহ আগে দুর্গাপূজা চলে গেল। দুর্গাপূজা হচ্ছে হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব। এটি হিন্দুরা অনেক জাঁকজমক ভাবে পালন করে থাকেন। এই দুর্গাপূজায় অনেক জায়গায় অনেক ধরনের দোকানপাট বসে থাকে। আমাদের এখানে একটি পূজা মন্ডব ছিল। তার আশেপাশে কিছু দোকান বসেছিল। সেখানে কিছু খাবারের দোকান ছিল। আবার কিছু মাটির জিনিসপত্র বিক্রি লর দোকান ছিলো।

ঐ দোকানগুলোতে অনেক ধরনের মালামাল ছিল যেমন মাটির তৈরি ব্যাংক, মাটির তৈরি ফুলদানি, মাটির তৈরি পুতুল, মাটির তৈরি পশু-পাখি ও মাটির তৈরি হাড়ি পাতিল ইত্যাদি। ছোট বাচ্চারা হাড়ি পাতিল দিয়ে খেলতে অনেক ভালোবাসে৷ বিশেষ করে মেয়ে বাচ্চারা বেশিই পছন্দ করেন।

আমি একটি দোকানে গিয়ে দেখলাম তিনি মাটির দিয়ে তৈরি করেছে একটু টিয়া পাখি। টিয়া পাখিটি দেখতে সবুজ বর্ণের ছিল। তার ঠোঁট ছিল লাল। টিয়া পাখিটি একটি ডালের মধ্যে বসেছিল। এরকম মূর্তি আমি আগে কখনো দেখিনি। আমাদের ধর্মে মূর্তি বানানো পাপ৷ আমরা মুর্তিপূজা করি না৷ আমাদের মুসলমানদের বাড়িতে এসব জিনিস রাখা যায় না।

20231022_193714.jpg20231022_193717.jpg
20231022_193711.jpg
CameraSamsung Galaxy A13
LocationBangladesh
Photo Takenabul-bashar
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60210.85
ETH 3297.19
USDT 1.00
SBD 2.38