টাঙ্গাইলের ধলেশ্বরী নদী ভ্রমণsteemCreated with Sketch.

বাংলাদেশের বড় নদীসমূহের মধ্যে ধলেশ্বরী নদী অন্যতম।এটি প্রাচীন একটি নদী যা বাংলাদেশের ঢাকা বিভাগের মানিকগঞ্জ, টাঙ্গাইল, নারায়নগঞ্জ ইত্যাদি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি মূলত যমুনা নদীর শাখা নদী হিসেবে পরিচিত। গত বছরের অক্টোবর মাসে আমি টাঙ্গাইলে অবস্থিত ধলেশ্বরী নদীতে একবার ঘুরতে গিয়েছিলাম।

বাংলাদেশের প্রতিটি নদীই অপরূপ সৌন্দর্যের অধিকারী। নদী ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না। এ দেশের চিরায়ত রূপ-সৌন্দর্য লুকিয়ে আছে আনাচে কানাচে অবস্থিত অসংখ্য নদ-নদীর মাঝেই। ধলেশ্বরী নদীও এর ব্যতিক্রম নয়। ধলেশ্বরী নদী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়জোনের স্থল হিসেবে বিখ্যাত। এই নদীতে প্রায় প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচ এই নদীতে আয়োজিত একটি ঐতিহ্যবাহী খেলা।

অক্টোবর মাসের দিকে নদীতে তেমন পানি থাকে না। তাই ছবিতে শুকনো একটি নদীই দেখতে পাবেন। বর্ষাকালে এই নদী কানায় কানায় পানি দ্বারা পূর্ণ থাকে। তখন এই নদীর সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়। নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন ঠিক তখনউ অনুষ্ঠিত হয় যখন নদীতে পর্যাপ্ত পানি থাকে। বাস্তবে কখনো নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার সুযোগ হয়নি। তবে টাঙ্গাইল জেলার নিকটে গ্রামের বাড়ি অবস্থিত হওয়ায় এবং গ্রামের বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য মাঝেমধ্যেই টাঙ্গাইলে যাওয়া হয়। আর এই সুবাদে ধলেশ্বরী নদী দেখার সুযোগ হয়।

যদি কখনো বর্ষাকালে টাঙ্গাইল যাওয়া হয়, আর সেই সময় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজিত হয় তাহলে দেশের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দর্শক সারিতে দাঁড়িয়ে উপভোগ করার চেষ্টা করব। আমি বিকেল বেলা ধলেশ্বরী নদী ঘুরতে গিয়েছিলাম। নদীতে তেমন পানি না থাকলেও নদীর উপর যে নৌকাগুলো ছিল এবং সূর্যাস্তের সময় নদীতে যে অদ্ভুত রকমের সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছিল তা ছিল মহাকাব্যকি। যে কেউ এরূপ দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য দেখলে আমাদের দেশের মোহনীয় এই নদীগুলোর প্রেমে পড়ে যাবে বলে আমার ধারণা।

ক্যামেরা ডিভাইসস্যামসাং এস ২১ আল্ট্রা
লোকেশন3WP3+G36 Nandopara
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর সৌন্দর্য আসলেই মন মাতানো।আপনার উপস্থাপনা এবং ছবিতে যেভাবে তুলে ধরেছেন ভাইয়া এতে নদীর সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। শেষের কয়েকটি ছবি বেশি সুন্দর হয়েছে। নৌকা বাইচ দেখার অনেক ইচ্ছে এইবার শুরু হলে আমাদের বলিয়েন তো।

 10 months ago 

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর সৌন্দর্য সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া এবং এর সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে আপনি ঠিক বলেছেন আমাদের দেশকে নদী নালা ছাড়া কল্পনা করা যায় না। কেননা আমাদের দেশকে বলা হয় নদীমাতৃক দেশ এবং আমাদের দেশে অনেক ধরনের নদী রয়েছে কিন্তু পানি শূন্যতার কারণে অনেক নদী বন্ধ হয়ে পড়ে আছে। এবং নদীতে পানি থাকলে সবচেয়ে কৃষকের বেশি উপকার হয়ে থাকে তারা এই নদী-নালা থেকে তাদের জমিতে পানি সেচ দিতে পারে। অনেক সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনি ঠিক বলেছেন ভাই নদী ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। নদীমাতৃক এই দেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রকার নদী। এর মধ্যে অন্যতম হলো যমুনা নদীর একটি শাখা নদী ধলেশ্বরী নদী, এই নদীর অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি গুলোতে।আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে নদীটি বেশ বড় হবে। এই নদীর সৌন্দর্য বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 10 months ago 

বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের উপর দিয়ে অনেক বড় বড় নদী বয়ে গিয়েছে। এগুলোর মধ্যে ধলেশ্বরী নদী অন্যতম।ধলেশ্বরী নদী টাঙ্গাইল জেলাকে ঘিরে রেখেছে। আপনি বেশ চমৎকার একটি নদী এবং নদীর আশেপাশের এলাকা ভ্রমণ করেছেন। এই দিকে নৌকা বাইচ খেলা হয় যা আমি কখনো দেখিনি। এই নদীগুলোতে নৌকা বাইচ হয় আমরা টিভিতে দেখে থাকি। আপনি ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন। আপনার তোলা ছবিগুলো সব সময় ভালো হয়। নদীর চরে সময় কাটাতে বেশ ভালো লাগে। নদীর চরে ঘুরতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন জুড়ে যায়। আপনার ছবিগুলো দেখে মন জুড়ে যাচ্ছে। তাহলে কাছে থেকে দেখলে আরো যে কি সুন্দর লাগতো তা বলে বোঝানো যাবে না। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি বিষয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

প্রথমে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ফটোগ্রাফি দেখে ই মনে হচ্ছে নদীর দৃশ্য অনেক সুন্দর। তাছাড়া বিকেল বেলা নদীর পাড়ে ঘুরে বেড়াতে সবাই অনেক পছন্দ করে সেই সময় সূর্য ডোবার দৃশ্য সত্যিই অসাধারণ লাগে। তবে নৌকায় ভ্রমণ করতে আমার বেশ ভালো লাগে। নৌকায় চড়লে ই মনটা আনন্দে ফুরফুরে হয়ে যায়। পরিশেষে ধন্যবাদ জানাই এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

টাংগাইলের ধুলেশ্বরী নদী নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই, এই নদীর প্রাকৃতিক পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। আমার জন্মভূমি টাঙ্গাইলে, টাঙ্গাইলের ধুলেশ্বরী নদীর মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করে। এই নদীটি মানিকগঞ্জ টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জ এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই, সব সময় আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে যাই, এবারো তার ব্যতিক্রম হয়নি, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। টাঙ্গাইলে অবস্থিত যমুনা নদীর শাখা নদী অর্থাৎ ধলেশ্বরী নদীটি নিয়ে অনেক সুন্দর একটি বিস্তারিত আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। এই নদীতে নৌকা বাইচের প্রতিযোগিতার একটি আয়োজন করা হয় তা আমার জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমেই এই নদী সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম এবং নদীটির অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। নদীতে ভাসমান নৌকা গুলো চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

ধলেশ্বরী নদী ভ্রমন নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। প্রথমেই আপনার ফটোগ্রাফির প্রসংশা জানাই। খুবই চমৎকার সব ফটোগ্রাফি করেছেন। আর নদীর সৌন্দর্য সত্যিই খুবই সুন্দর। আশা করি সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। এই ধলেশ্বরী নদী সম্পর্কে বইয়ে পড়েছি কিন্তু কোনোদিন দেখা হয়নি। আপনার পোস্টটি দেখে একবার আমারও যেতে ইচ্ছা করছে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52760.21
ETH 2328.59
USDT 1.00
SBD 2.12