"Steemit Engagement Challenge S9-W3: "Kindness that changed my life"

in STEEM FOR BETTERLIFElast year
"Steemit Engagement Challenge S9-W3: "Kindness that changed my life"

Green Random Act Of Kindness Day Photographic Facebook Post.png
Made by Canva


What was the act of kindness that impacted your life? Describe the situation


pexels-suzy-hazelwood-3170082.jpg
pexels

উদারতা মানুষের মানবীয় গুনাবলির মধ্যে অন্যতম একটি মহৎগুন। মানুষ হতে হলে যে সমস্ত গুন আপনার মাঝে থাকতে হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উদারতা। আসলে পার্স্পরিক সম্পর্ক ভালো রাখতে হলে উদারতার প্রয়োজনীয়তা অনেক। আমার জীবনে উদারতার একটা ঘটনা আমার জীবনে মনে আছে। তখন আমার বয়স বারো বছর আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার স্কুলের বেতন ছিলো ৩৫ টাকা আর পরীক্ষার ফি ছিলো ১৫ টাকা।

আমার পরিবার নিম্নবিত্ত তবুও তারা আমার পড়াশুনার ব্যাপারে খরচ করার জন্যে ছিলেন উদারহস্ত। তো পঞ্চাশ টাকা আমাকে আমার বাসা থেকে দেয়া হয় স্কুলের বেতন ও পরীক্ষার ফি দেয়ার জন্যে। আমি টাকাটা পকেটে নিয়ে স্কুলে যাই ও ক্লাস শুরু হবার আগে সহপাঠীদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে যাই স্কুলের মাঠে।

আমাদের স্কুলের মাঠ ছিলো বিশাল। যখন ক্লাস শুরু হলো আমি বেতন আর পরীক্ষার ফি আমার শ্রেণী শিক্ষকের কাছে দিতে যেয়ে দেখলাম আমার পকেটে টাকাটা নেই।আমার মাথায় আকাশ ভেঙে পড়লো।প্রচন্ড ভয় পেয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিলো। তখন আমি শিক্ষককে বললাম আগামীকাল আমি সকল পাওনাদি পরিশোধ করবো। এদিকে আতংকে আমার অবস্থা খারাপ। আমার অবস্থা হয়েছে আমি কি করবো বুঝতে পারছিলাম না।

আমার বুদ্ধি কাজ করছিলো না। পারলে আমি ছুটে যাই স্কুলের মাঠে টাকাটা খুজতে লেগে যাই।মা বাবার বড় কষ্টের টাকা। তাদের কাছ থেকে আবার নেয়া মানে তাদের উপর একটা অহেতুক আর্থিক চাপ সৃষ্টি করা। আমি ভয়ে চুপ করে বসে ছিলাম।স্কুলের টিফিনের বিরতিতে পুরো মাঠ খুজলাম টাকাটা পেলাম না।

তখন স্কুলে আদিল ভাই নামে একজন ফল বিক্রেতা আমাদের কাছে নাস্তা ফল এসব বিক্রি করতো। তার পাশে চুপ করে বসে ছিলাম।উনি আমাকে খুব ভালোবাসতেন।বারবার জিগেস করছিলেন যে খোকা তোমার কি হয়েছে।আমি ভয়ে উনাকেও বলতে চাচ্ছিলাম না।উনি জোর করেই শুনলেন ঘটনা।আমার কথা উনি বিশ্বাস করলেন এবং আমাকে অবাক করে দিয়ে নিজের পকেট থেকে পঞ্চাশটি টাকা উনি নিয়ে স্কুলের অফিসরুমে গিয়ে আমার বেতন ও পরীক্ষার ফি দিয়ে দিলেন। আমি স্তম্ভিত হয়ে উনার দিকে কেবল চেয়ে ছিলাম।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


What were the emotions you were feeling at that time?


pexels-anna-shvets-3771681.jpg
pexels

আমি প্রথমে খুবই অবাক হয়েছিলাম। লোকটা আমাকে ভালো মতন চেনেও না। মাঝে মাঝে ফল কিনি উনার কাছ থেকে।আমার নামটা পর্যন্ত জানে না। সে কিনা এতোগুলো টাকা আমার এক কথায় আমাকে দিয়ে দিলো। তার মনটা এতো উদার।আমার মতো সেও তো গরীব। কিন্তু তার মনের উদারতা আমাকে মুগ্ধ করেছিলো। আমার আবেগ আমি ধরে রাখতে পারিনি চোখের কোন দিয়ে অঝোরে অশ্রু ঝড়ছিলো। সে কেমন একটা অনুভূতি।বুক ফেটে বেরিয়ে আসতে চায় কিন্তু বেরোয়না।চাপা একটা ভাব। আমি কৃতজ্ঞতায় নতমূখ হয়ে ছিলাম। সেই কৃতজ্ঞতা ভালোলাগা ও শ্রদ্ধাবোধ আমাকে আজও অন্যকে সহযোগীতা করতে অনুপ্রেরণা দেয়।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


How did that act impact you? (Financially, emotionally, etc.)


pexels-ron-lach-9168804.jpg
pexels

আদিল ভাইয়ের সেদিনের উদারতা আমার সারাজীবনের সঙ্গী। তার সেদিনের উদারতা আমাকে আর্থিক ও মানসিক দুই ভাবেই প্রভাবিত করেছিলো। টাকা পয়সাই শেষ কথা নয়। মানবতা ও নিজের যদি আর্থিক সামর্থ্য থাকে তা দিয়ে অন্যের সহযোগীতা করা ও নিজের মানসিক শক্তি দিয়ে অন্যকে সাহস যোগানোর মতন সাহস আমি ওই ঘটনার প্রভাব থেকে নিজের ভেতর অনুভব করি।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


What are the lessons you learned from that incident? Did it change your perspective on kindness and the way you treat others?


pexels-rodnae-productions-6646991.jpg
pexels

সেই ঘটনা থেকে আমি শিক্ষা নিয়েছি অন্যের প্রতি উদার হলে মানসিক শান্তি পাওয়া যায়। অন্যের বিপদে তারপাশে দাড়াতে পারলে মানবিক ও চারিত্রিক দৃঢ়তা বাড়ে। সম্মান পাওয়া যায়। নিজের আত্ববিশ্বাস বাড়ে ও নিজের আর্থিক ও মানসিক শক্তি দিয়ে যদি দুর্বল বা বিপদগ্রস্থ কাউকে সাহায্য করা যায় তাতে ঈশ্বরও খুশি হন। বিপদেই বন্ধুর পরিচয় কথাটা বাস্তব সত্য।

আমি ছোটবেলার সেই শিক্ষা থেকে আমার দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন অর্জন করতে পেরেছি। সমাজে কেউ বিপদে পড়লে অনেকেই তা এড়িয়ে যেতে চেষ্টা করে যেনো সে সমাজেরই অংশ না। কিন্তু আমার দ্বারা সেটা হয় না। আমি দারিদ্রতার কারনে হয়তো অর্থ দিয়ে সব বিপদগ্রস্থকে সাহায্য করতে পারি না।কিন্তু আমার পরিচিত যারা ভালো অবস্থানে আছে তাদের কাছ থেকে সহযোগীতা নিয়ে বিপদগ্রস্থের পাশে তাড়াবার চেষ্টা করি।টাকা না হোক বুদ্ধি সহমর্মীতা একটা বিপদগ্রস্থ মানুষকে অনেকটাই মনোবল যোগান দেয় বিপদের মোকাবেলা করার জন্যে।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


Did you manage to pass it forward by showing kindness to others? How?


pexels-rodnae-productions-6646953.jpg
pexels

আমি উপরেই আমার বর্তমান অবস্থা বলেছি। তবে একটা ঘটনা আমি বলি আমি আমার বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো ছাত্র হিসেবে বেশ সুনামের সাথে পড়াশুনা করছিলাম। আমি আমার বন্ধুদের সাথে মিলে দরিদ্র ছাত্র তহবিল নামে একটি দাতব্য প্রতিষ্ঠান করেছিলাম যাতে করে দরিদ্র ছাত্র ছাত্রীরা একটু আর্থিক সহায়তা পায়। তারা বই কিনতে আমাদের সহযোগীতা পেতো। সাহায্য করার মাসিক প্রতিবেদন যখন আমার সহকারীরা আমাকে দেখাতো তখন আদিল ভাইয়ের মায়াভরা মুখখানা আর উদারতার নিদর্শন হিসেবে সেই পঞ্চাশটি টাকার কথা আমার মনে পড়ে যেতো।যেমন এই লেখাটি লেখার সময় আমার আজও মনে পড়ছে।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

আমি আমন্ত্রন জানাচ্ছি @mostofajaman & @ripon0630 & @goodybest কে অংশগ্রহন করার জন্য।

আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

Sort:  
 last year 

Hello @aparajitoalamin,

To have the best chance of winning in the Steemit Engagement Challenge you should enter as many of the contests as possible - but you can only enter one contest each day.

You were suppose to enter only one contest in a day, I can see you have already participated in two communities already with one hour difference.

 last year 

Oh, thank you. I did not know this rule. I got this challenge from individual communities. Before I saw the list of challenges by steemit team I was visiting various groups and when I participated I did not see the explicit rule because most probably week 3 challenge list was not published in a single post by the steemit team then. I am still sorry for my mistake. I learned this from your comment that engagement challenges should be one challenge per day. This one is my first challenge that I participated in week 3. Thanks for letting me know.

 last year 

You have written so well on this very topic sir,indeed being generous to others brings peace of mind.

The fruits seller really help you by showing some act of kindness. It is good to help others because a little help will go a long way in someones life.

I wish you all the best.

 last year 

আমার লেখাটি যদি আপনাকে কোনো বিষয়ে সহযোগীতা করে থাকে তবে সেটাই আমার সফলতা।ধন্যবাদ।

 last year 

Saludos.

Que bello Acto de Bondad recibiste por parte de este honesto trabajador vendedor de frutas.

Sin duda que los pequeños actos de bondad pueden cambiar la vida de las personas, él al verte entendió en gran medida tu sufrimiento y decidió ayudarte.

Si pudiéramos conseguir que cada persona haga un acto como estos cada día nuestro mundo sin duda sería mejor .

Una linda entrada te deseo la mayor de las suertes
Éxitos.

 last year 

আমার লেখাটি পড়ার জন্যে ধন্যবাদ।হ্যা যে ফল বিক্রেতা আমার প্রতি উদারতা দেখিয়েছিলেন তার কাছে আমি আজও কৃতজ্ঞ।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 last year 

ধন্যবাদ

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 last year 

আমি এটা খুব বিশ্বাস করি যে আপনি কাউকে সাহায্য করলে অন্য কেউ না কেউ অবশ্যই আপনাকে সাহায্য করবে। আর উপকারীর উপকার মনে রাখা অনেক বড় একটা গুন যা আপনার মাঝে আছে। শুভ কামনা রইলো।

 last year 

অসংখ্য ধন্যবাদ।

 last year 

Nice post, I'm interested. good luck.

 last year 

আপনাকেও অনেক অনেক শুভ কামনা।

 last year 

memberikan bantuan pada orang terdekat, menjadi pahlawan lingkungan, atau memberikan senyum atau kata-kata baik. Mulailah melakukan kebaikan hari ini

 last year 

Thank you

 last year 

hello my friend @aparajitoalamin
You have replaced an exemplary example of generosity friend from which we can learn a lot. I also agree with you that through kindness we find peace of mind if we do it selflessly. Thank you very much for sharing your publication with us and I wish you success in the competition.

 last year 

আপনার মূল্যবান মন্তব্যের জন্যে ধন্যবাদ।আসলে আপনার কথায় খুবই অনুপ্রাণিত হলাম আপু। আপনাকে অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61821.96
ETH 2402.01
USDT 1.00
SBD 2.57