I have shared with you some amazing photographs of spiders. By @shuvobd1

in Beauty of Creativity2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।

আপনাদের সবাইকে আমার আরেকটা ম্যাক্রো ফটোগ্রাফি পোষ্টে স্বাগতম।

20220801_150352.jpg

আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটা মাইক্রো ফটোগ্রাফি নিয়ে এসেছি। আমি যে পোকাটার ফটোগ্রাফি করলাম সে পোকা টার নাম হল মাকড়সা।

আশা করি আপনার সময় মাকড়সা চিনেন। শহরে এই পোকাটাকে ম্যাডলি বলা হয় আর আমাদের গ্রামে মাকড়শা হিসেবে চিনি।

20220801_150419.jpg

যারা গ্রামে থাকে তারাই মাকড়শাকে মে স্পাইডার নামে ডাকে। আশা করি আপনারা সবাই এই মাকড়সাকে চিনেন। এদের ভিতর অনেক জাতের মাকড়সা আছে কিছু মাকোসা বড়।

এবং কিছু মাকোসা ছোট অনেক বিষাক্ত হয়ে থাকে। ছোট গুলো কামড় দিলে অনেক বিষ করে। এবং কি যে জায়গায় কামড় দিয়ে সেটা অনেকটাই ভুলে যাই।

20220801_150246.jpg

আর ছোটমা খোসা গুলো খুব কম থাকে দেখা যায় কারণ এই মাকড়সা বেশিরভাগ গাছে সবুজ পাতায় বাস করে। তাই ছোট মাকড়সা গুলোকে খুব কম দেখা যায়।

তাই আমি এই মাকড়সা দেখার পরে বললাম আপনার সাথে একটু শেয়ার করি। এমা কৌশলগুলো ডিম থেকে অনেক গুলো জন্ম হয়ে থাকে।

20220801_150238.jpg

আপনারা দেখতে পারেন একটা মাকড়সা থেকে কতগুলো ডিম বের হয় একটা ছোট মানুষের ভিতরে। আমি জানামতে আমার থেকে ভালো মাকোসার ব্যাপারে আপনারাই ভাল জানেন।

আশা করি আমার পোস্টটা আপনার কাছে অনেক ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন।

20220801_150301.jpg

বিবরণ

মোবাইলস্যামসাং গ্যালাক্সি A32
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-64
ফটোগ্রাফার@shuvobd1

50032.jpg

আমার পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ।

(সমাপ্তি)

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Your macro Photography skills are awesome. Good job

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 60231.53
ETH 2321.91
USDT 1.00
SBD 2.51