কাঠগোলাপ ফুলের কয়েকটি চমৎকার ফটোগ্রাফি।

in Beauty of Creativitylast year

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে।

আপনাদের সবাইকে আমার আরেকটা নতুন ফুলের ফটোগ্রাফি পোস্টে স্বাগতম।

আজকে আমি আপনার জন্য কাঠগোলাপের কিছু দারুন ফটোগ্রাফি নিয়ে এসেছি। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগবে।

20220603_124902.jpg

আমি সাধারণত আর কোনো দিন কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করিনি। তাই আমার এই প্রথম পোস্ট কাঠ গোলাপ ফুলের ।

কাঠগোলাপ ফুল গুলো দেখতে কিন্তু অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগলো দেখে। আগে কাঠগোলাপ ফুল অনেক দেখেছি কিন্তু আমি চিনতাম না।

20220603_124910.jpg

20220603_124936.jpg

এই প্লাটফর্মে আসার পর আমি অনেক ফুলের নাম আমি জানি এবং ছিনি। আমি এক প্লাটফর্মে আসার পরে এবং নতুন নতুন ফুল ও দেখেছি।

আমার কাছে অনেক ভালো লাগে বিউটি অফ ক্রিটিভিটি কমিটিতে পোস্ট করতে। আশা করি আমার পোস্টগুলো আপনার কাছে ভালো লাগে ।

20220603_124915.jpg

20220603_124925.jpg

আপনারা যে কমেন্টগুলো আমার পোস্টে এসে করেন। তার জন্য আমি আগ্রহী, তার পরের দিনের জন্য আর একটি পোষ্ট রেডি করি।

আপনারা আমার পোস্ট দেখেন এতেই আমার কাছে ভালো লাগে। আর কাঠগোলাপ ফুল গুলো দেখতে কিন্তু অনেক চমৎকার।

কাঠগোলাপ গাছের লম্ব কিন্তু অনেক ছোট। পাঁচটি পাতা দিয়ে সুন্দর করে গঠিত একটি ফুল। পাতাগুলো দেখতে কিন্তু অনেকটাই শক্ত মনে হয়।

কিন্তু ফুলগুলো ধরার পর বুঝা যায় যে কতটা নরম ফুল গুলো। আসলে আমি দেখার পর বলছিলাম যে অনেক শক্ত ফুলগুলো।

20220603_124942.jpg

20220603_124921.jpg

যখন আমি যে ফুলটা ধরলাম তারপর বুঝলাম যায় কিন্তু অনেকটাই নতুন। এই কাট গোলাপ ফুলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে।

আশাকরি ফুলটা আপনারা অনেক পছন্দ করেন। কাঠগোলাপ ফুলের পোষ্ট আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার কাছে অনেক ভালো লাগলো ।

আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং মন্তব্যগুলো ও আপনার কাছে ভালো লাগবে ধন্যবাদ।

বিবরণ

মোবাইলস্যামসাং গ্যালাক্সি A32
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ক্যামেরা.মডেলA-64
ফটোগ্রাফার@shuvobd1

Snapchat-156340045.jpg

আমার পোস্টটি দেখার জন্য ধন্যবাদ।

(সমাপ্তি)

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70855.87
ETH 3805.10
USDT 1.00
SBD 3.49