ফটোগ্রাফি পোস্ট:-) ঝিঙ্গে ফুল।।

in Beauty of Creativitylast month
❤️হ্যালো❤️
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।বন্ধুরা আজকে আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করবো সেটি হচ্ছে একটি একটি ফুলের ফটোগ্রাফি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।চলুন বন্ধুরা আমার আজকের শেয়ার করা ফুলের ফটোগ্রাফিটি দেখে নেওয়া যাক।

IMG_20240521_183439_1.jpg

IMG_20240521_183439_1.jpg

IMG_20240521_183425.jpg

IMG_20240521_183421.jpg

❤️ ঝিঙ্গে ফুল❤️

ফটোগ্রাফি করা হচ্ছে মনের ভালোলাগার একটি খোরাক। মানুষের অনেক কিছুতে অনেক রকম ভাবে ভালো লাগে ঠিক তেমনি আমার কাছেও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে যদিও বা আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ইউনিক সব ফটোগ্রাফি শেয়ার করে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা ফুল কম বেশি সবাই ভালবাসি। তবে ফুলগুলো যদি নাম না জানা অচেনা হলে তাহলে সেগুলোর ফটোগ্রাফি করতে আরো বেশি ভালো লাগে। কমিউনিটির অনেকেই দারুন দারুন এবং চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছেন। যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমিও আজকে আপনাদের মাঝে চেষ্টা করেছি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। জানিনা কতটুকু ভালোভাবে করতে পেরেছি তবে চেষ্টা করেছি নিখুঁতভাবে ফটোগ্রাফি করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ফটোগ্রাফিটি।

IMG_20240521_183627_1.jpg

IMG_20240521_183621_1.jpg

IMG_20240521_183544_1.jpg
ঝিঙে ফুল: বর্তমান সময় যে ফুলগুলোকে অহরহ দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ঝিঙ্গে ফুল। এই ফুল যদিও বা বিক্রি করার উদ্দেশ্যে উৎপাদন করা হয় না বা চাষাবাদ করা হয় না ফুলের নার্সারিতে। কিন্তু তবুও এই ভুল চাষীদের ক্ষেত এ অনেক বেশি লক্ষ্য করা যায়। বর্তমান যে সময়টা চলছে এই সময়ে কৃষকরা তাদের চাষাবাদের জমিতে প্রচুর পরিমাণ ঝিঙের উৎপাদন করে থাকে। আর এই ঝিঙ্গে হওয়ার পূর্বে ডাটার মধ্যে ফুলের সমাগম হয়। তারপরে ঝিঙ্গে উৎপাদিত হয়। ঝিঙে ফুলের নেই কোন সুবাস নেই কোন ঘ্রাণ। আছে শুধু সৌন্দর্যতা যা যেকোনো কাউকে মুগ্ধ করতে সক্ষম। ঝিঙে ফুলের মধ্যে কয়েকটা ভাগ হয়ে থাকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি হলুদ রঙের একটি ঝিঙ্গে ফুল। তিন থেকে চারটা ভাগ হয়ে থাকে এই ফুলের মধ্যে। ঝিঙের পাতা এবং ফুলের মধ্যে অনেকটা মিল রয়েছে। তবে ঝিঙের পাতা হয় কাঁচা রঙের আর ভুল হয়ে থাকে হলুদ রঙের। প্রত্যেকটা ডাটার মধ্যে ফুল হয়ে থাকে কিন্তু এই ফুলগুলোর প্রত্যেকটা থেকে কিন্তু ঝিঙ্গে তৈরি হয় না অনেকগুলো নষ্ট হয়ে যায়। আবার অনেক ফুল ঝরে পড়ে যায়।
IMG_20240521_183503_1.jpg

IMG_20240521_183450_1.jpg
ঝিঙ্গে সবজি হিসেবে সবার কাছেই অনেক বেশি প্রিয়। কেননা এটি এমন একটি সবজি যাকে যেকোন রেসিপির সাথে মিক্স করে খাওয়া যায়। এর স্বাদ ও কিন্তু অতুলনীয় হয়। বেশিরভাগ সময় ঝিঙ্গে গ্রীষ্মকালের শেষের দিকে কৃষকরা রোপন করা শুরু করে এবং বর্ষাকালের শেষ অব্দি এই ঝিঙ্গে উৎপাদন করে থাকে। যদিও বা ঝিঙের প্রচুর পরিমাণ যত্ন করা হয় কিন্তু ফুল গুলোর মোটেও যত্ন করা হয় না। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এই ফুলগুলো দেখতে একদম দৃষ্টিনন্দন হয়ে থাকে। কিছুদিন আগেই গ্রামের এক কৃষকের খেতে গিয়েছিলাম ঘুরতে। তো সেখানে যেয়ে সুন্দর একটি ঝিঙ্গে ক্ষেত দেখতে পাই যার মধ্যে ঝিঙ্গে ফুলগুলো দুলছিল বাতাসে। সেখান থেকে আমি ফটোগ্রাফি গুলি করেছিলাম আর আপনাদের মাঝে এখন উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে।
IMG_20240521_183439_1.jpg

IMG_20240521_183425.jpg

IMG_20240521_183421.jpg

IMG_20240521_183415.jpg

IMG_20240521_183404.jpg

IMG_20240521_183744_1.jpg

IMG_20240521_183740_1.jpg

IMG_20240521_183732.jpg

IMG_20240521_183727.jpg

IMG_20240521_183439_1.jpg

IMG_20240521_183439_1.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpitrkM5o7Ka2gDojhT36rGg...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

❤️পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ❤️

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9vojSzPMCnbieBgiAb8pjZHW626dgKRiHLBLtxjKJTBnsvd4HE4DDMisWyyHn6xBGzZjStB4mT3nbVGzunK1YuMuDqRQ.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Nice flower plant. I like the color.

 last month 

ঝিঙ্গে ফুল আমাদের বাড়িতেও আছে। আজকে আপনি ঝিঙ্গে ফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম।

 last month 

ঝিঙে ফুল দেখতে খুব ভালো লাগলো।

 last month 

বেশ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি। প্রত্যেকটা ছবির ক্যাপচার খুব সুন্দর ভাবে করেছেন। মনোমুগ্ধকর সব ছবি তুলেছেন আজ। দারুন দারুন ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

বেশ ভালো লাগছে আপনার করা ফটোগ্রাফি। প্রতিটা ছবির ক্যাপচার খুব সুন্দর ভাবে করেছেন। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47